|
|
|
|
|
তিন বিশেষজ্ঞের
চোখে আজকের ম্যাচ |
|
রোনাল্ডো কেমন খেলবেন?
স্পেনের কে নায়ক হবেন?
কারা জিতবে? ফলাফল কী হবে?
হবু নায়ক কে? ম্যাচের ভাগ্য নিয়ন্তা কে বা কী হবে?
বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ মেজাজ আসবে কি না?
যে জিতবে তারাই কি চ্যাম্পিয়ন হবে? |
আর্মান্দো কোলাসো
১) নায়ক হওয়ার এমন সুযোগ বারবার আসবে না। আগের দুটো ম্যাচে দুর্দান্ত খেলেছে। বড় প্লেয়ার তো বিগ ম্যাচের আগে ‘পিক’ করবেই। ভাল খেলাটাই স্বাভাবিক। রোনাল্ডোই পর্তুগালের সেরা বাজি।
২) ইনিয়েস্তা। ও-ই টিমের অর্কেস্ট্রার কন্ডাক্টর।
৩) দুটো ফলাফল হতে পারে। নয় স্পেন ১-০ জিতবে। না হলে টাইব্রেকার।
৪) ইনিয়েস্তা। দেল বস্কি যে ছকে টিমটাকে খেলাচ্ছেন তাতে ইনিয়েস্তারই নায়ক হওয়ার সম্ভাবনা বেশি।
৫) মনে হয় না। এটা সম্পূর্ণ অন্য ম্যাচ।
৬) জার্মানি-স্পেন ফাইনাল হলে সবচেয়ে খুশি হব। জার্মানি দুর্ধর্ষ খেললেও হৃদয় বলছে ট্রফি স্পেনের কাছেই থাকবে।
করিম বেঞ্চারিফা
১) একমাত্র প্রথম ম্যাচটায় রোনাল্ডো ভাল খেলতে পারেনি। তার কারণ কিছুটা ওর ফর্ম কিন্তু বেশিটা কোচের স্ট্র্যাটেজি। ওকে বেশি ডিফেন্সিভ ভূমিকা দেওয়া হয়েছিল। স্ট্র্যাটেজি পাল্টাতেই কিন্তু প্রত্যেকটা ম্যাচে দারুণ খেলেছে। বুধবার দারুণ কিছুই আশা করছি রোনাল্ডোর থেকে।
২) জাভি (ওর পাসিংয়ের জন্য) এবং ইনিয়েস্তা (প্রতিপক্ষকে আতঙ্কিত করার ক্ষমতা থাকার জন্য)।
৩) স্পেনের পক্ষে ২-১।
৪) ম্যাচের ভাগ্য গড়ে দেবে ইনিয়েস্তার ফর্ম।
৫) আমার মনে হয় না। রোনাল্ডো, জাবি আলন্সোদের তো তা হলে দেশের কথা ছেড়ে ভাবতে হয় আমরা রিয়াল মাদ্রিদের হয়ে খেলছি। মনে হয় না সেটা ওরা কেউ ভাববে বলে। এত বড় একটা ম্যাচ, দেশের জার্সি গায়ে মাঠে নামছে, ওদের মাথায় পর্তুগালই থাকবে।
৬) আমার মতে এ বারের ইউরো জেতার সেরা বাজি জার্মানি। তাতে বুধবার যে-ই জিতুক, যে-ই হারুক।
চুনী গোস্বামী
১) শেষ তিন ম্যাচে ভাল খেলে রোনাল্ডো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আশা রাখছি, ভালই খেলবে।
২) স্পেনের নায়ক আন্দ্রে ইনিয়েস্তা
৩) স্পেনই ৬০ শতাংশ এগিয়ে। আমার মনে হয় স্কোর স্পেনের পক্ষে ১-০।
৪) হবু নায়কইনিয়েস্তা বা রোনাল্ডো। কার ভাগ্যে কী আছে তা তো জানি না। এটা খেলার উপর নির্ভর করে না।
৫) আসবে না। কারণ, পর্তুগালের মাঝমাঠ মোটেই রিয়াল মাদ্রিদের মতো নয়। স্পেনের মাঝমাঠ বিশ্বসেরা।
৬) না। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে জার্মানিই এগিয়ে।
|
সেয়ানে সেয়ানে |
|
পর্তুগাল |
স্পেন |
গোল |
৬ |
৮ |
তেকাঠিতে শট |
৩৩ |
৪৪ |
পোস্টে শট |
৫ |
০ |
কর্নার |
৩৫ |
৩৩ |
অফ সাইড |
৮ |
১৫ |
হলুদ কার্ড |
৭ |
৬ |
লাল কার্ড |
০ |
০ |
ফাউল করেছে |
৬০ |
৪৩ |
বিরুদ্ধে ফাউল |
৫৫ |
৬৩ |
|
|
|
|
|
|