সেমিফাইনালে মুখোমুখি পর্তুগাল-স্পেন
আজ ইউরোয় রোনাল্ডো
যেন কুরুক্ষেত্রে অর্জুন
বাঁ দিকের উইং ধরে উঠতে গেলে সামনে সতীর্থ আরবেলোয়া। কাট করে পেনাল্টি বক্সে ঢুকলেই সামনে বাধা আরও দুই সতীর্থ জাবি আলন্সো এবং রামোস। ফ্রি-কিক নেওয়ার মুখে অভ্যাসমতো জোরে নিঃশ্বাস ছেড়ে গোলের দিকে তাকালেন। বারপোস্টের নীচে তাঁর অধিনায়ক কাসিয়াস। চার দিকে শত্রুবাহিনীর ভিড়ে মিশে রয়েছেন অনেক বন্ধুও! রিয়াল মাদ্রিদের চেনা মুখ।
আজ ইউক্রেনের মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেন কুরুক্ষেত্রে অর্জুন।
আর রোনাল্ডো-ময় ইউরো সেমিফাইনাল হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ। শুধু মেসিই নেই। শুধু রোনাল্ডো-পেপে-কোয়েন্ত্রাওকে আটকাতে বার্সেলোনার ছ’জনের সঙ্গে কাঁধে কাঁধে রিয়ালের চারও। মাদ্রিদের রাস্তায় শুধু এই এক দিনের জন্যই রোনাল্ডোর নামে ঝরে পড়ছে অভিসম্পাত।
সেই বিরল দিন হাজির, যে দিন রিয়াল ও বার্সেলোনা একাকার। ফেসবুকে রিয়াল মাদ্রিদ সুপারস্টারের বন্ধু ৪ কোটি ৫০ লক্ষ, টুইটারে অনুগামী ১ কোটি ১ লক্ষ। ওই সাড়ে পাঁচ কোটি মুখের মধ্যে রোনাল্ডোর বর্তমান শহরের লোকেরাই আজ তাঁর পাশে নেই।
‘অর্জুন’-এর গাণ্ডীব অচল করতে কাকে কাজে লাগাতে চাইছে স্পেন?
অনুশীলনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: এ এফ পি।
ইনিও আবার রোনাল্ডোর প্রাক্তন ক্লাব-সতীর্থ। পপ গায়িকা শাকিরার বর্তমান বয়ফ্রেন্ড। জেরার পিকে। তাঁকে সেমিফাইনালের বদলে প্রচুর প্রশ্নের উত্তর দিতে হল অন্য এক প্রসঙ্গে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার সময় আপনার সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক কেমন ছিল?
ইউরোয় জার্মানি ম্যাচটা হারার পরে রোনাল্ডোর নাম হচ্ছিল ‘রংনাল্ডো’। যা করছিলেন, সব ভুল। ডাচ ম্যাচ থেকে ‘রংনাল্ডো’ আবার ‘রাইটনাল্ডো’। আবার শুরু তাঁর ৪৫ রকম চুলের স্টাইল, ২৯ জন বান্ধবী নিয়ে আলোচনা। তাঁর চুলের জেল নিয়ে দুই সুপারমডেলের টুইট-যুদ্ধ (এক জন বর্তমান বান্ধবী ইরিনা শায়েক)। গবেষণা, নেদারল্যান্ডস ম্যাচে কি দু’টো অর্ধে দু’রকম চুলের স্টাইলে নেমেছিলেন ‘রাইটনাল্ডো’?
ইউরোর রোনাল্ডো শুধুই ফুটবল মাঠের বাইরের বর্ণময় চরিত্র নন। ফের তিনি ভয়ঙ্কর ফুটবলার। বার্সেলোনা, মাদ্রিদ জানে। গোটা বিশ্বও জেনে গিয়েছে।
ফাইনাল-পথের কাঁটা রোনাল্ডোকে সরাতে তাঁর বন্ধুরা ‘কাজ’ শুরু করে দিয়েছেন। রিয়ালে কাসিয়াসের সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক এমনিতে মধুর নয়। অতীতে খটাখটি লেগেছে। সেমিফাইনালের আগে এসএমএসে শুভেচ্ছা বিনিময়ের পরেও কাসিয়াস চিমটি কেটেছেন, “রোনাল্ডোকে বার্সেলোনা-রিয়াল ম্যাচে দুর্দান্ত সামলায় পিকে। এখানেও ও সামলাবে। রিয়ালে রোনাল্ডো এ বার দারুণ খেলেছে। ইউরোয় কিন্তু সেই ফর্মে নেই।”
ফর্মে নেই? চেলসির কিপার পের চেক বা আর্সেনালের স্ট্রাইকার ফান পার্সি নিশ্চয়ই ওই কথা বলবেন না। তাঁদের বিরুদ্ধে রোনাল্ডোর ফুল ফোটানোর ফুটবল আবার তাঁকে বসিয়ে দিয়েছে লিওনেল মেসির পাশে। মাঝে যে তর্কটা বন্ধ হয়েছিল মেসির ধারাবাহিকতার জন্য, সেটা ফিরে এসেছে ফুটবল রোমান্টিকতায়। কে বড়, মেসি না রোনাল্ডো? ইউরোপের বহু তারকা রায় দিতে শুরু করেছেন, ইউরোপ-সেরার রাজমুকুট পাওয়া উচিত রোনাল্ডোরই। সর্বশেষ সংযোজন পাওলো মালদিনির মন্তব্য ‘সি আর সেভেন’কে আরও তাতাবে “ইউরো ফাইনালে উঠলে রোনাল্ডোই সোনার বল পাবে।”
স্পেনের নিরন্তর পাসিংয়ের মূল তত্ত্ব ওয়ান টাচ, পজেশন এবং ধৈর্য। পর্তুগালের স্টাইল আবার অন্য গতি, ডিরেক্ট ফুটবল এবং প্রতি-আক্রমণ। কিন্তু প্রধান অস্ত্রটা কী? রোনাল্ডো, রোনাল্ডো এবং রোনাল্ডো। রোনাল্ডোর গতিতেই ইউরোয় এক অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে পর্তুগিজ ফুটবল। গত বিশ্বকাপের পরেই লিসবনে স্পেনকে ৪-০ হারিয়েছিল পর্তুগাল। রোনাল্ডো গোল না পেলেও তাঁকে আটকানোর অঙ্ক কষতে পারেনি বিশ্বজয়ীরা। পাঁচ দশকে স্পেনের বৃহত্তম হার।
স্পেন যদি রোনাল্ডোকে নিয়ে বেশি ভাবে, রোনাল্ডোরা কাকে নিয়ে ভাবছেন? পর্তুগালের কাগজে লেখা হচ্ছে সব চেয়ে ভয়ঙ্কর ‘স্প্যানিশ’ ফুটবলার মিশেল প্লাতিনি। উয়েফা প্রেসিডেন্ট ইউরো শুরুর আগে বলেছিলেন, স্পেন বনাম জার্মানির ফাইনাল হওয়ার সম্ভাবনা। পর্তুগিজ সংবাদমাধ্যমের ধারণা, উয়েফা সেই ফাইনালই করাতে চাইছে। উয়েফার রেফারিজ কমিটির চেয়ারম্যান ভিলার স্পেনের জাতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট যিনি, সেই তুরস্কের এরজিক আবার বার্সেলোনা কর্তাদের কাছের লোক। এবং এই ম্যাচের দায়িত্ব পেয়েছেন তুরস্কের এক রেফারি। এখানেই দুইয়ে দুইয়ে চার করে অশনি সঙ্কেত দেখছেন রোনাল্ডোরা। পর্তুগিজ প্রচারমাধ্যম স্পষ্ট দেখছে ষড়যন্ত্রের ইঙ্গিত।
তোরঙ্গ খুলে পর্তুগিজরা বার করে আনছেন অনেক উদাহরণ। একটা এই ইউরোর স্পেনের বিরুদ্ধে ক্রোয়েশিয়া দু’টি পেনাল্টি পেত, দেওয়া হয়নি। স্পেনের নাভাসের গোলও ছিল অফসাইড। দ্বিতীয় উদাহরণ গত বিশ্বকাপের পর্তুগালের বিরুদ্ধে ভিয়ার জয়ের গোল বিতর্কিত ছিল।
রোনাল্ডোর মহিমা এমনই যে, তিনি দেল বস্কির মতো বিতর্কহীন কোচকেও টেনে এনেছেন বিতর্কে। স্পেনের কোচকে কটাক্ষ করে রোনাল্ডোর মন্তব্য, “উনি বলেছেন, আমরা দু’দিন বেশি বিশ্রাম পেয়েছি। কিন্তু পেশাদার হিসেবে মনে হয়, তিন দিন বিশ্রামই যথেষ্ট।” দেল বস্কি পাল্টা টেনেছেন বিশ্বকাপের জয় “রোনাল্ডোর জন্য ম্যান মার্কিং নয়। সবাই দায়িত্ব ভাগ করে আটকাবে। বিশ্বকাপে যে ভাবে ওকে আউট অফ পজিশন করে দিয়েছিলাম।”
উয়েফা-ওয়েবসাইট দেখাচ্ছে, পয়েন্টের হিসেবে সেরা ফুটবলারের তালিকায় রোনাল্ডো (৯.৬৮) এক নম্বরে। দুইয়ে তাঁর দেশেরই পেপে (৯.৬১)। স্পেনের মহাতারকারা চার থেকে সাতে জাবি আলন্সো, ইনিয়েস্তা, পিকে, দাসিলভা। জাভি? ৩৬ নম্বরে। রোনাল্ডো গোল সংখ্যায় এক নম্বর। গোলে শট নেওয়ায় এক নম্বর। গোলের বাইরে শট নেওয়ায় এক নম্বর।
এক নম্বর দলকে ইউরোপের এক নম্বর ফুটবলার কক্ষচ্যুত করতে পারবেন?




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.