|
|
|
|
টুকরো খবর |
বিএডে ভর্তিতে বাড়তি ফি, নালিশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নির্দেশ অগ্রাহ্য করে বিএডে ভর্তির ক্ষেত্রে কলেজগুলি অতিরিক্ত ‘ফি’ নিচ্ছে বলে অভিযোগ করল বিএড সংগ্রাম কমিটি। মঙ্গলবার কমিটির এক প্রতিনিধি দল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীর সঙ্গে দেখা করে। দেওয়া হয় স্মারকলিপি। কমিটির বক্তব্য, যাবতীয় নির্দেশ অগ্রাহ্য করে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি নিচ্ছে। এটা উদ্বেগের। এ ক্ষেত্রে সরকারি কলেজগুলিও পিছিয়ে নেই। বেসরকারি কলেজগুলির ক্ষেত্রে যেখানে বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফি ৩৫ হাজার টাকা, সেখানে কেউ ৫২ হাজার টাকা, কেউ ৬০ হাজার টাকাও নিচ্ছে। অতিরিক্ত যে ফি নিচ্ছে, তার কোনও রশিদও দিচ্ছে না। বিএড সংগ্রাম কমিটির পক্ষে দীপক রায় বলেন, “ছাত্রছাত্রীদের অসহায়তার সুযোগে অর্থ লুঠ করা হচ্ছে।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।
|
মোহনপুরে ধৃত ৫
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নম্বর প্লেটহীন গাড়িতে ঘুরে বেড়ানোর সময় চালক-সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার খড়্গপুর লোকালের মোহনপুর ধৃত ৫ জন শ্রীনু নাইডুর পরিচিত বলে পুলিশ সূত্রের খবর। শ্রীনুর বিরুদ্ধে নানা অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। রেলশহরের একদা ‘ত্রাস’ রামবাবুর উপর গুলি চালানোর ঘটনায় শ্রীনুকে গ্রেফতার করেছিল পুলিশ। এ দিন উদ্দেশ্যহীন ভাবে ওই গাড়িটি চলাচল করছে দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে আটক করা হয়। দেখা যায়, গাড়িতে নম্বর প্লেট নেই। পুলিশ জানিয়েছে, রেজিস্ট্রেশন নম্বর না থাকায় গাড়িটি আটক করা হয়েছে। চালক-সহ গাড়িতে যারা ছিল, তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতরা গাড়ি করে কোথায় যাচ্ছিল, তাদের কী উদ্দেশ্য ছিল, তদন্তে তা জানার চেষ্টা করছে পুলিশ।
|
বধূ খুনে অভিযুক্ত স্বামী-সহ চার জন
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
সদ্য বিবাহিত এক বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে। সোমবার চন্দ্রকোনা রোডের মেটাডহর পশ্চিমপাড়ায় মৃত বধূর নাম আমিনা বিবি (১৯)। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মাস তিনেক আগে চন্দ্রকোনা শহরের বক্সারপুরের তরুণী আমিনার সঙ্গে পেশায় লরিচালক মেটাডহর পশ্চিমপাড়ার বসিন্দা বাবলু মণ্ডলের বিয়ে হয়। আমিনার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামীর মদতে অতিরিক্ত পণ-সহ নানা মেয়ের উপর অত্যাচার শুরু হয়। রবিবার রাত থেকে অত্যাচার চরমে ওঠে। আমিনা বাপের বাড়িতে সব জানায়। আমিনার বাবা শেখ রবিয়ালের অভিযোগ, “সোমবার সকালে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা হয়। মেয়ে প্রতিবাদ করলে শুরু হয় মারধর। পরে শ্বাসরোধ মেরে গলায় দড়ি দিয়ে বাড়িতেই ঝুলিয়ে দেয় ওরা। প্রতিবেশীরা ফোনে আমাদের সব জানাই। গিয়ে দেখি মেয়ে মারা গিয়েছে।” সোমবার রাতে আমিনার বাবা মেয়ের স্বামী, শ্বশুর-শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে চন্দ্রকোরোড পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
|
কর্মী বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
আইআইটিতে সিটুর বিক্ষোভ |
বিভিন্ন দাবিতে মঙ্গলবার বিকেলে খড়্গপুর আইআইটি’র হল ম্যানেজমেন্ট সেন্টারের সামনে বিক্ষোভ দেখালেন হল-কর্মীরা। সিটু অনুমোদিত হল ওয়ার্কাস ইউনিয়নের নেতৃত্বে এই কর্মসূচি। অভিযোগ, কর্তৃপক্ষ প্রতিশ্রুতি রাখছেন না। যে সব সুযোগ-সুবিধা দেওয়ার কথা ছিল, তা দেওয়া হচ্ছে না। আইআইটি ক্যাম্পাসে বেশ কিছু হস্টেল রয়েছে। হস্টেল পরিষ্কার-পরিচ্ছন্ন করা, রান্না প্রভৃতি কাজ যাঁরা করেন, তাঁদেরই সংগঠন ‘হল ওয়ার্কাস ইউনিয়ন’। ইউনিয়নের কার্যকরী সভাপতি উত্তম দে বলেন, “২০০৯ সালে কর্তৃপক্ষের সঙ্গে কর্মীদের একটি চুক্তি হয়েছিল। তখন কোয়ার্টারে থাকার সুবিধে, পেনশন-সহ নানা সুবিধার প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্তৃপক্ষ। কিন্তু সেই সব প্রতিশ্রুতি কর্তৃপক্ষ রাখছেন না। বাধ্য হয়েই আমরা বিক্ষোভ-কর্মসূচির সিদ্ধান্ত নিই।” |
|
|
|
|
|