টুকরো খবর |
সুপারিশ-বিতর্ক নিয়ে স্পিকারকে অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল একরকম। কিন্তু কমিটির মুদ্রিত রিপোর্টে দেখা গেল, সেখানে রয়েছে অন্য সুপারিশ। এই নিয়ে বিধানসভায় ‘বিতর্ক’ তৈরি হওয়ায় প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির তরফে অভিযোগ জমা পড়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের প্রাক্-বাজেট পর্যালোচনায় ওই বিষয়ক স্থায়ী কমিটি ‘প্রাণিবন্ধু’দের জন্য নির্দিষ্ট বেতনের সুপারিশ করেছিল। কৃত্রিম উপায়ে গো-প্রজননের কাজে যুক্ত প্রাণিবন্ধুরা এ রাজ্যে নির্দিষ্ট বেতন পান না। কেন্দ্র প্রাণিবন্ধুদের জন্য মাসিক ছ’হাজার টাকা বেতনের সুপারিশ করলেও রাজ্যে তাঁরা কাজ-পিছু ১২ টাকা করে পান। ‘প্রাণিবন্ধু’-কাজে আরও যুবককে আকৃষ্ট করতে এখানে মাসিক ‘নির্দিষ্ট বেতনে’র সুপারিশ করেছিল স্থায়ী কমিটি। সুপারিশ অংশটি কমিটি-রিপোর্টের বইয়ে বদলে দেওয়া হয়েছে বলে স্পিকারের কাছে অভিযোগ জানান কমিটির সদস্য অজয় দে। তাঁর বক্তব্য, “২১ জুন রিপোর্টটি বিধানসভায় পেশ হয়েছে। সেখানে নির্দিষ্ট বেতনের বদলে উৎসাহ-ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। বৈঠকে আলোচনা না-করে এ ভাবে সুপারিশ বদলানো যায় না।” তবে ওই কমিটির চেয়ারম্যান তৃণমূল বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায়ের দাবি, “মৌখিক ভাবে সদস্যদের জানিয়েই সুপারিশ বদল করা হয়েছে।’’ প্রাণিবন্ধুদের জন্য নির্দিষ্ট বেতনের প্রকল্প সরকারের রয়েছে কি না, গত সপ্তাহেই বিধানসভায় বিভাগীয় মন্ত্রী নুরে আলম চৌধুরীর কাছে জানতে চান অজয়বাবু। মন্ত্রী উত্তর এড়িয়ে যান। স্পিকার অভিযোগের প্রেক্ষিতে নথি ও রিপোর্ট দেখে ব্যবস্থা নেবেন বলে জানান।
|
|
মঙ্গলবার দুপুরে বসিরহাটে এক ব্যক্তির বাড়ির উঠোনে গায়ে হলুদ-কালো ছোপ এই কচ্ছপটি
দেখতে পাওয়া যায়। সন্ধ্যায় সেটি মহকুমা বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। বন দফতরের
কর্র্মীরা জানান, এই ধরনের কচ্ছপ সাধারণত সমুদ্রে দেখতে পাওয়া যায়। কী ভাবে
কচ্ছপটি এখানে এল তা খতিয়ে দেখা হচ্ছে। ছবি: নির্মল বসু। |
|
ভরদুপুরে হাতির পাল |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ভরদুপুরে এক পাল হাতি সামলাতে গিয়ে নাজেহাল হলেন নকশালবাড়ির মণিরাম গ্রাম পঞ্চায়েতের রকমজোতের বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে কলাবাড়ির জঙ্গল থেকে বুনো হাতির একটি পাল ওই গ্রামে হাজির হয়। ফসলের ক্ষতি করা ছাড়াও বেশ কয়েকটি বাড়িতে ঢুকে কলাগাছ নষ্ট করে। আতঙ্কিত বাসিন্দারা প্রথমে ছোটাছুটি শুরু করলেও পরে দল বেঁধে হাতি তাড়ানোর চেষ্টা করেন। তাতে বুনো হাতির পাল একটি শিশু গাছের জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। বাসিন্দাদের কাছে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় ছুটে যান নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ, মণিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মীরা তামাং-সহ অন্যান্যরা। বাসিন্দাদের অভিযোগ, বার বার খবর দেওয়া হলেও পানিঘাটার বনকর্মীরা দেরিতে ঘটনাস্থলে পৌঁছন। সন্ধ্যার পরে বুনো হাতির পাল জঙ্গলের পথে ফিরতে শুরু করে। পানিঘাটা রেঞ্জের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, “একাংশ বনকর্মীরা খবর পেয়েই ঘটনাস্থলে যান। অন্যরা জঙ্গল পাহারার নানা কাজে ছিলেন। বনকর্মীরাই হাতি জঙ্গলে ফেরান।”
|
দ্বিতীয় উষ্ণতম মে |
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনাচক্র, বৈঠক, গবেষণা অনেক কিছুই হয়েছে। কিন্তু তাতে যে মানুষের সচেতনতা এতটুকুও বাড়েনি গত মাসের তাপমাত্রার রিপোর্টেই তার প্রমাণ মিলেছে। আমেরিকার একটি গবেষণা সংস্থা ‘ন্যাশনাল ওশিয়ানোগ্রাফিক অ্যান্ড অ্যাটমোস্ফোরিক অ্যাডমিনিস্ট্রেশন’ (এনওওএ)-র দাবি, ১৮৮০ সালের পর থেকে প্রতি বছরের পৃথিবীর যে গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেখানে চলতি বছরের মে মাসের তাপমাত্রাই সব থেকে বেশি। এনওওএ-র তরফে জানানো হয়েছে, পৃথিবীর স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার গড় করে দেখা গিয়েছে মে মাসের গড় তাপমাত্রা হয়েছে ০.৬৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গড় এতটা তাপমাত্রা উঠেছিল একবারই, ১৮৮১ সালে ০.৬৬ ডিগ্রি সেলসিয়াস। তবে পৃথিবীর অধিকাংশ অঞ্চলে গরমের প্রকোপ দেখা গেলেও অস্ট্রেলিয়া ও আলাস্কা বরং অন্যবারের তুলনায় বেশ ঠান্ডা।
|
হাতির হানা, জখম বধূ |
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
|
ভেঙেছে ঘর। ছবি: শুভ্র মিত্র। |
বাড়ির দেয়াল ভেঙে বস্তা বের করে ধান খেল এক দাঁতাল। ভাঙা দেয়ালের তলায় চাপা পড়ে জখম হলেন এক মহিলা। সোমবার রাতে ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানার বাঁকাদহ গ্রামে। দাঁতালের হামলায় একই এলাকায় ভাঙা পড়েছে আরও একটি বাড়ি ও তিনটি সব্জির দোকান। মঙ্গলবার বাঁকাদহ রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্তেরা। হাতির হামলায় জখম স্ত্রী চামেলি বিষয়ির চিকিৎসা চলছে বাড়িতেই। তাঁর কথায়, “প্রতিবেশীরা না জেগে উঠলে আমাদের পিষে মেরে দিত ওই দাঁতাল।” বাঁকাদহের রেঞ্জ অফিসার বলাই ঘোষ বলেন, ‘ওই রেসিডেন্ট দাঁতাল এক রাতেই তিনটি সব্জির দোকান ও দু’টি বাড়ি ভেঙেছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়েছে।”
|
অবৈধ প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার |
|
ছবি: কার্তিক দাস। |
শিলিগুড়ির মহাবীরস্থান এবং লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দোকানে অবৈধ ভাবে মজুত করে রাখা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হল। মঙ্গলবার পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান হয়। ওই এলাকার বিভিন্ন প্লাস্টিক ব্যবসায়ী নিষিদ্ধ ক্যারিব্যাগ মজুত করে রাখছে বলে অভিযোগ উঠছিল। এ দিন তাই মহাবীরস্থান এবং খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ টি দোকান থেকে প্রায় ১০ কুইন্টালের মতো প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানের সময় কয়েকটি প্লাস্টিক ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়েও যান। পুরসভার পরিবেশ বিভাগের মেয়র পারিষদ রঞ্জন শীলশর্মা জানান, শীঘ্রই প্লাস্টিকের ক্যারিব্যাগ তৈরির ইউনিটগুলিতে অভিযান চালানো হবে।
|
আলোচনাসভা |
পরিবেশ রক্ষা নিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও ‘গ্লোবাল ওয়ার্মিং’ নিয়ে গত শনিবার একটি আলোচনা হয়ে গেল শান্তিনিকেতনে। উদ্যোক্তা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট রেঞ্জার্স ফোরাম। বিনয় ভবন এলাকায় বৃক্ষরোপনের পর ওই আলোচনা শুরু হয়। অঞ্চলের বহু পরিবেশবিদ-সহ রাজ্যের বিভিন্ন এলাকার রেঞ্জাররা আলোচনায় যোগ দিয়েছিলেন। ছিলেন জেলা বন আধিকারিক কিশোর এস মানকর। সংগঠনেক বার্ষিক কর্মসূচি নিয়েও আলোচনা করেন কর্মকতার্রা।
|
সাপের ছোবলে মৃত্যু |
সাপের ছোবলে মৃত্যু হয়েছে বুল্টি খাতুন (৫) নামে এক শিশুর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সুতির সাহাপাড়ায়। বুল্টিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
|
|
সাপের ছোবলে অসুস্থ এক বিএসএফ জওয়ানকে মঙ্গলবার বালুরঘাট থেকে
হেলিকপ্টারে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়। ছবি: অমিত মোহান্ত। |
|
|