সচেতনতা শিবির
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
ক্রেতা সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হল আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে। উপভোক্তা বিষয়ক বিভাগের হুগলি দফতর জেলার প্রতিটি পঞ্চায়েত সমিতিতে পর্যায়ক্রমে এই শিবিরের আয়োজন করেছে। সোমবার আরামবাগ ও পুড়শুড়া পঞ্চায়েত সমিতিতেও ওই শিবির হয়েছে। ক্রেতারা যাতে প্রতারিত না হন, সে জন্য কী করণীয় তা নিয়ে আলোচনা হয়। প্রতারিত হলে অভিযোগ জানানোর নিয়ম নিয়ে বক্তৃতা করেন অনেকে। হাজির ছিলেন উপভোক্তা বিষয়ক বিভাগের জেলা আধিকারিক-সহ অনেকে। |
মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। অভিযুক্তদের ধরার দাবিতে থানায় বিক্ষোভ দেখাল তৃণমূল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ায়। তৃণমূলের অভিযোগ, এ দিন শিখিরা-চাপ্তা পঞ্চায়েতের চাপ্তা গ্রামে দুই তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয় সিপিএমের লোকজন। গোপাল হাঁসদা নামে এক জনকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। পুলিশ তাঁকে উদ্ধার করে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় পঞ্চায়েতের প্রধান সিপিএমের মহম্মদ মুশা বলেন, “ওরা সাজানো ঘটনা উপস্থাপন করছে।” |
ধৃত সিপিএম নেতা
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
এক তৃণমূল নেতাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল সিপিএমের গোঘাট জোনাল কমিটির এক সদস্যকে। অসিত সিংহরায় নামে গোঘাটের বাসিন্দা ওই সিপিএম নেতাকে হাওড়া থেকে ধরে পুলিশ। মঙ্গলবার আরামবাগ আদালত ধৃতকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেয়। |