চেটিয়ার সাক্ষাৎ চান রাজখোয়া |
আর মধ্যস্থতাকারীর মাধ্যমে নয়, বাংলাদেশে কারাবন্দি আলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার সঙ্গে মুখোমুখি কথা বলতে চান আলফার সভাপতি অরবিন্দ রাজখোয়া ও কেন্দ্রীয় নেতৃত্ব। ভারত সরকার ও আলফার মধ্যে শান্তি চুক্তির ব্যাপারে যে আলোচনা চলছে, সে ক্ষেত্রে অনুপ চেটিয়া অন্যতম মুখ্য ভূমিকা নিতে পারেন। কিন্তু অনুপ বাংলাদেশের জেলে থাকায়, আলোচনায় সরাসরি অংশ নিতে পারছেন না। ভারত সরকারের তরফে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও চেটিয়ার প্রত্যার্পণ বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছুই জানা যাচ্ছে না। রাজখোয়াদের দাবি, এই পরিস্থিতিতে, সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করাটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। তাই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সরকারের কাছে পাসপোর্টের আবেদনও জানানো হয়। আলোচনাপন্থীদের দাবি, অন্তত একজন নেতাকে চেটিয়ার সঙ্গে মুখোমুখি বসানোর ব্যবস্থা করা হোক।
|
চা-কর্তা খুনে ১৩ জনের যাবজ্জীবন |
চা-বাগান কর্তাকে হত্যার দায়ে ১৩ জন মজুরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল গোলাঘাট দায়রা আদালত। ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি গোলাঘাটের গোবিন্দপুর চা বাগানে মজুর ও মালিকপক্ষের মধ্যে সংঘর্ষের সময় বাগানের ম্যানেজিং ডিরেক্টর রূপক গগৈকে হত্যা করা হয়। নিহত রূপক গগৈ, খুমটাইয়ের বর্তমান বিধায়ক বিস্মিতা গগৈয়ের স্বামী ও কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী জীবকান্ত গগৈয়ের পুত্র। দীর্ঘদিন বেতন না পেয়ে বিদ্রোহ করেছিলেন মজুররা। ঘটনার পরে উজানি অসমের ২৪ জন ম্যানেজার ও সহকারী ম্যানেজার বাগান ছেড়ে পালিয়ে যান। রূপকবাবুকে হত্যার ঘটনায় মোট ৭৯ জন শ্রমিককে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে ৯ জন মামলা চলাকালীনই মারা যান। ৫৭ জনকে মুক্তি দিয়েছে আদালত। আজ অভিযুক্ত ১৩ জনকে দোষী স্যব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনানো হয়।
|
রাঁচিতে প্রচুর বিস্ফোরক উদ্ধার, ধৃত ৮ |
রাঁচি শহর লাগোয়া নামকুম থেকে আজ ভোরে মাওবাদীদের অস্ত্র সরবরাহকারী এক যুবক এবং তার সাত সহযোগীকে বমাল পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ বিস্ফোরক এবং ল্যান্ডমাইন তৈরির সরঞ্জাম। মাওবাদীদের ডাকা বন্ধের আগের দিন রাজধানীর কাছে ওই বিস্ফোরক উদ্ধারের ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। পুলিশের একাংশ মনে করছে, রাজধানীর কাছাকাছি কোনও অঞ্চলে নাশকতা চালানোর ছক কষেই বিস্ফোরক আনা হচ্ছিল। রাঁচির পুলিশ সুপার (গ্রামীণ) এ ভি মিনজ জানিয়েছেন, মাওবাদীদের কাছে অস্ত্র এবং বিস্ফোরক সরবরাহকারী একটি দলের গত কাল রাতে নামকুমে আসার আগাম খবর আসে। ওই খবর মেলার পরই রাঁচির লাগোয়া তামাড় এবং খুঁটি জেলার সীমানা লাগোয়া অঞ্চল ঘিরে তল্লাশি শুরু হয়। নামানো হয় তিনটি থানার পুলিশ বাহিনীকে। শেষ পর্যন্ত আজ ভোরে নামকুমে ধরা পড়ে অস্ত্র সরবরাহকারী দলটি। উদ্ধার হয়েছে সাড়ে তিন কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট, চার হাজার ডিটোনেটর, বেশ কিছু জিলোটিন স্টিক এবং নগদ ২০ হাজার টাকা।
|
দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু |
ট্রাকের ধাক্কায় এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল অসমে গোয়ালপাড়ার আগিয়া। পথ অবরোধ হয়। দুটি ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ জানায়, আজ সকালেআগিয়ার ৩৭ নম্বর জাতীয় সড়কে,একটি ট্রাক রেকিবুল ইসলাম (৭) ও জেসমিনা ইয়াসমিন (৭) নামে দুই ছাত্রছাত্রীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রেকিবুল মারা যায়। জেসমিনা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। উত্তেজিত জনতা তিন ঘণ্টা পথ অবরোধ করে রাখেন। |