ভারতে লগ্নি দ্বিগুণ করছে কোকা কোলা
ভারতে বিনিয়োগের ব্যাপারে লগ্নিকারীরা যখন দোলাচলে, তখন এ দেশের বাজারকেই পাখির চোখ করে এগোতে চাইছে ঠান্ডা পানীয় নির্মাতা কোকা কোলা। পাশাপাশি সংস্থার চেয়ারম্যান এবং সিইও মুহতার কেন্ট ভারতের বাজারকে সম্ভাবনাময় তকমা দিয়ে অন্যান্য বহুজাতিক সংস্থাকেও এখানে লগ্নি করতে আহ্বান জানান।
মঙ্গলবার ভারতে লগ্নি দ্বিগুণেরও বেশি বাড়ানোর কথা জানাল এই বহুজাতিক। সংস্থা সূত্রের খবর, এর ফলে ২০২০ সালের মধ্যে এ দেশে তাদের লগ্নি ছোঁবে ৫০০ কোটি ডলার বা ২৮ হাজার কোটি টাকা। এর আগে ২০১১ সালের নভেম্বরে পাঁচ বছরে ২০০ কোটি ডলার লগ্নির কথা ঘোষণা করেছিল কোকা কোলা। এ দিন সময়সীমা কিছুটা বাড়িয়ে আরও৩০০ কোটি ডলার বাড়তি লগ্নির কথা ঘোষণা করল সংস্থা। বিভিন্ন ক্ষেত্রে তাদের লগ্নি পরিকল্পনার মধ্যে রয়েছে এ দেশে একটি নতুন বটলিং কারখানা গড়ে তোলা।
প্রকৃতপক্ষে ২০২০ সালের মধ্যে বিশ্ব জুড়েই ব্যবসা দ্বিগুণ করে ২০ হাজার কোটি ডলারে নেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা। এর জন্য আগামী আট বছরে বিভিন্ন দেশে ৩,০০০ কোটি ডলার লগ্নি করবে তারা। ভারতের এই বিনিয়োগ পরিকল্পনা তারই অঙ্গ, জানান কেন্ট। সংশ্লিষ্ট সূত্রের খবর, বিভিন্ন ক্ষেত্রে ধাপে ধাপে এই লগ্নি হবে। বটলিং কারখানা গড়া ছাড়াও সরবরাহ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে তারা তৈরি করতে চায় নয়া পরিকাঠামোও। বিপণনেও বেশি জোর দেওয়া হবে বলে জানিয়েছেন কোকা কোলা কর্তা। বর্তমানে এ দেশে সংস্থার ৫৬টি বটলিং কারখানা রয়েছে। যার মধ্যে তাদের নিজস্ব কারখানার সংখ্যা ২৩টি। আর ফ্র্যাঞ্চাইজি মারফত ২১টি এবং চুক্তির ভিত্তিতে আরও ১২টি কারখানা চালায় সংস্থা। কেন্টের দাবি, ২০০৫-’০৬ সালে বিশ্বে ব্যবসার অঙ্কে কোকা কোলার মানচিত্রে ভারত ছিল ১৬-১৭ নম্বরে। কিন্তু এখন সপ্তমে। ভবিষ্যতে প্রথম পাঁচেও ঢুকতে পারে এ দেশ। সেই আশাতেই এখন থেকে লগ্নির সঠিক পরিকল্পনা করতে চায় সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.