টুকরো খবর
ট্রান্সফর্মারের দাবিতে রামপুরহাটে তালা
ট্রান্সফর্মারের দাবিতে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাট গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মীদের আটকে রেখে অফিসের মূল গেটে তালা দিলেন কালীডাঙা গ্রামের বাসিন্দাদের একাংশ। পরে পুলিশ ও গ্রাহক পরিষেবা কেন্দ্রের আধিকারিক গিয়ে আজ, বুধবারের মধ্যে ট্রান্সফর্মার বদল করে দেওয়ার আশ্বাস দিলে তাঁরা তালা খুলে দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই গ্রামের বাসিন্দাদের একাংশ গ্রাহক পরিষেবা কেন্দ্রে জড়ো হন। তাঁদের ক্ষোভ, ১০-১২ দিন ধরে এলাকায় ট্রান্সফর্মার পুড়ে গিয়েছে। ট্রান্সফর্মার বদলে দেওয়ার জন্য ওই কেন্দ্রে আবেদন জানানো হয়েছিল। সোমবার নতুন ট্রান্সফর্মার দেওয়া হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছিল। গ্রামবাসী সুইট সিদ্দিকি, বাবলু মণ্ডল, পল্লব বিশ্বাসরা বলেন, “এ দিন সকালে ট্রান্সফর্মার দেওয়ার ব্যাপারে কথা বলতে গেলে আধিকারিকদের দেখা পাওয়া যায়নি। কিন্তু কর্মীদের কাজে বাধা না দিয়ে অফিসের মূল গেটে তালা দিয়ে দেওয়া হয়।” রামপুরহাট গ্রাহক পরিষেবা কেন্দ্রের সহকারী বাস্তুকার সূর্যপ্রতাপ সিংহ বলেন, “যোগানের অভাবে ওই গ্রামে নতুন ট্রান্সফর্মার দেওয়া হয়নি। মঙ্গলবার ওই গ্রামে একটি বিকল্প লাইনের সঙ্গে জুড়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আজ বুধবারের মধ্যে নতুন ট্রান্সফর্মার দেওয়া হবে।” এ দিনই রামপুরহাট থানার হরিনাথপুর গ্রামের বাসিন্দাদের একাংশ গ্রামে ট্রান্সফর্মার বদলের জন্য আবেদন জানান। সূর্যপ্রতাববাবু বলেন, “সমস্যার কথা এ দিন জানলাম।”

ব্লক অফিসে বিক্ষোভ
১০০ দিনের প্রকল্পে তিন বছর আগে মাটি কেটে এখনও মজুরি পাননি বলে অভিযোগ রামপুরহাটের ছোট পাখুড়িয়া গ্রামের বাসিন্দাদের একাংশের। বকেয়ার দাবিতে মঙ্গলবার রামপুরহাট ১ ব্লক অফিসে তাঁরা কংগ্রেসের নেতৃত্বে অবস্থান-বিক্ষোভ করেন। কংগ্রেস নেতা অভিজিৎ মনি, রহমত আলি খানদের দাবি, “জয়কৃষ্ণপুরের দুঙ্গা দিঘিতে সাত লক্ষাধিক টাকার কাজ করা হয়। ওখানে ৬৭৭৬ জন শ্রমিক কাজ করেন। তাঁদের মধ্যে চার শতাধিক শ্রমিক মজুরি পাচ্ছেন না।” ছোট পাখুড়িয়া গ্রামের বাসিন্দা হুমায়ুন কবীর, নাজির হোসেন, সাদির শেখ, নৌবাহার আলি, এরাজুল শেখদের অভিযোগ, “এত দিন আগে কাজ করে শ্রমিকেরা তাঁদের প্রাপ্য মজুরির টাকা পাচ্ছেন না এমন নজির নেই।” বিডিও আব্দুল মান্নান বলেন, “বেশিরভাগ ক্ষেত্রে জবকার্ড শ্রমিকেরা তাঁদের কাছে রাখেন না। যা আইনবিরুদ্ধ। যার জন্য অনেকে দুর্নীতি করার সুযোগ পেয়ে যায়। এ ক্ষেত্রে কী হয়েছে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

দম্পতি গ্রেফতার
বাড়িতে ঢুকিয়ে পড়শি যুবককে বঁটি দিয়ে আঘাত করা ও মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগে নিখিলেশ পাণ্ডা ও স্ত্রী পূর্ণিমা চৌধুরীকে সোমবার ধরেছে পুলিশ। নলহাটির লোহাপুর বাজার এলাকার বাসিন্দা পাপন মালকে শনিবার রাতে ওই দম্পতি অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ। এ দিকে, পূর্ণিমার দাদা অশোক চৌধুরীর পাল্টা অভিযোগ, “ওই ঘটনার জেরে সোমবার দুপুরে আমাকে, স্ত্রী ও শাশুড়িকে মারধর করেন পাপনের বাবা নৈলাখ্য মাল-সহ তাদের পরিবারের লোকজন।” পাপন রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত নৈলাখ্য মাল পলাতক।

চোরাই গাড়ি উদ্ধার
পাড়ুই থানার এক বাসিন্দার কাছে থেকে মঙ্গলবার একটি অ্যাম্বুল্যান্স-সহ চার’টি চোরাই গাড়ি উদ্ধার করল পুলিশ। ধৃতের নাম শেখ সামাদ। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” আজ বুধবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হবে।

অগ্নিদগ্ধ শিশুর মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল পিঙ্কি লেট নামে ৫ মাসের এক শিশুর। বাড়ি মহম্মদবাজার থানার ডামরা গ্রামে। প্রায় এক মাস আগে অগ্নিদগ্ধ হয়ে ওই শিশুটির মার মৃত্যু হয়। শিশুটিও রামপুরহাট হাসপাতালে ভর্তি ছিল। সোমবার দুপুরে তার মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.