একাদশ শ্রেণিতে ভূগোল বিষয় চালুর দাবিতে প্রধান শিক্ষকের অফিসঘরে তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রীদের একাংশ। ওই সময় স্কুলের প্রধান শিক্ষক তাঁর অফিসঘরেই ছিলেন। পরিচালন সমিতিতে তাদের দাবি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিলে ঘণ্টা দু’য়েক পরে তালা খুলে দেয় পড়ুয়ারা। এরপরেই তাদের দাবি নিয়ে তড়িঘরি স্কুল পরিচালন সমিতির সঙ্গে আলোচনায় বসেন প্রধান শিক্ষক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বোলপুরের গোয়ালপাড়া তনয়ান্দ্র উচ্চ বিদ্যালয়ে। |
স্কুল ও পরিচালন সমিতি সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে গত শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পাঠক্রম শুরু হয়েছে। কাউন্সিলের নির্দেশ অনুযায়ী ওই স্কুলে প্রথম দু’বছর কাউন্সিল অনুমোদিত বিষয় ও স্কুলের পরিকাঠামো অনুযায়ী উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া পড়ুয়াদের বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকে। ওই স্কুলে উচ্চ মাধ্যমিকে ভূগোল বিষয়টি চালু নেই। অন্য দিকে, দর্শনের শিক্ষক অবসর নেওয়ার পর সমস্যা তৈরি হয় ওই বিষয়টি নিয়েও। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া পড়ুয়ারা প্রথম থেকেই ভূগোল পড়তে চাইছিল। ফলে ওই স্কুলে ভূগোল ও দর্শন বিষয় দু’টি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল। বেশ কিছুদিন ধরেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ওই দু’টি বিষয় সুষ্ঠু ভাবে চালুর দাবি জানিয়ে আসছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাঁদের সেই দাবিকে আমল দেননি বলে অভিযোগ। এ দিন তাই দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা সকাল সাড়ে ১১টা নাগাদ প্রধান শিক্ষককে তাঁর অফিসঘরে তালা বন্ধ করে রাখেন। খবর যায় থানাতে। পরে পুলিশের উপস্থিতিতে তালা খোলা হয়।
প্রধান শিক্ষক সুপ্রতীক মণ্ডল বলেন, “ছাত্রছাত্রীদের দাবি নিয়ে কাউন্সিলকে চিঠি পাঠাবো। এ দিন স্কুল পরিচালন সমিতির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে।” পরিচালন সমিতির সদস্য ইন্দ্রজিৎ দাস বলেন, “ভূগোল বিষয়টি চালু করা, পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক বিষয়ে জরুরী বৈঠকে আলোচনা হয়েছে। কাউন্সিলকে স্কুল কর্তৃপক্ষ চিঠি দেবে।” |