বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। পূর্বস্থলীর ভাতুরিয়া গ্রামের ঘটনা। মৃত ছাত্রের নাম পিন্টু কর্মকার (১৮)। স্থানীয় বিদ্যাসাগর গয়ারামদাস উচ্চবিদ্যালয়ের ছাত্র সে। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে পিন্টু বাড়ির পাশের একটি নলকূপে হাত ধুতে যায়। পাশেই ছিল রবীন্দ্রনাথ হালদার নাম এক ব্যক্তির মিটার বক্স ও তার সঙ্গে যুক্ত বিদ্যুতের তার। তারটি নলকূপের কাছ থেকে সরিয়ে দিতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই ছাত্রটি। দেহটি ময়না-তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতলে পাঠানো হয়েছে। |
জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
একটি সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। সম্প্রতি পূর্বস্থলী ১ ব্লকের সোনারুদ্র সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৬টি পেয়েছে তৃণমূল। বাকি ৩টি পেয়েছে বিজেপি। সিপিএম ও নির্দল প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেছিল। দোগাছিয়া পঞ্চায়েতের প্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা প্রণব রায়চৌধুরীর অভিযোগ, সিপিএমের সাহায্যে বিজেপি ওই তিনটে আসন পেয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে সিপিএম ও বিজেপি। |
ডাকঘরে চুরি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ডাকঘরে চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। কালনা ২ ব্লকের তেহাট্টা গ্রামের ঘটনা। গত ৬ জুন ওই ডাকঘর থেকে প্রচুর ডাকটিকিট-সহ নানা জিনিস চুরি হয়েছিল। পুলিশ জানায়, ধৃতের নাম সাদ্দাম সরকার। বাড়ি কালনা ১ ব্লকের বেনপুর পঞ্চায়েতের ফকিরডাঙা গ্রামে। তাঁর থেকে প্রচুর ডাকটিকিট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার তাঁকে কালনা আদালতে তোলা হয়। |
মন্দিরের মূর্তি চুরি
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
নাটমন্দির থেকে চুরি হয়ে গেল পিতলের রাধাকৃষ্ণ মূর্তি। মঙ্গলবার পূর্বস্থলী ২ ব্লকের ব্রম্ভানিতলার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে পুরোহিত এসে দেখেন মন্দিরের গ্রিল ভাঙা এবং প্রায় দেড় ফুট উচ্চতার ওই মূর্তিদুটি ভেতরে নেই। প্রণামীর অর্থও খোয়া গিয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানান। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |