রাস্তা বেহাল বাঁশকোপায়
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
বর্ষা নামতে না নামতেই রাস্তার দশা বেহাল। জাতীয় সড়ক থেকে বাঁশকোপা শিল্পতালুক হয়ে গোপালপুর যাওয়ার রাস্তাটি পিচ উঠে খানাখন্দে ভরে গিয়েছে। জমেছে জল। তার মধ্যে দিয়েই বিপজ্জনকভাবে চলাচল করছে লরি, গাড়ি। ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বাসিন্দারাও।
এরই প্রতিবাদে মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে ওই রাস্তায় ঘন্টাখানেকের জন্য যানবাহন চলাচল বন্ধ করে রেখে প্রতিকী অবরোধ করা হয়। দলের কাঁকসা ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায় জানান, গোপালপুরে দু’টি হাইস্কুল রয়েছে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি পড়ুয়ারাদের ওই ভাঙা রাস্তা দিয়ে সাইকেলে বা হেঁটে যাতায়াত করতে হয়। পড়ে গিয়ে জখমও হচ্ছে তারা। এছাড়া শিল্পতালুকে ২৮টি কারখানা আছে। তাদের লরি বা যানবাহন চলাচলেও অসুবিধা হচ্ছে। অশোকবাবু বলেন, “প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। রাস্তা সংস্কারের আর্জি জানানো হয়েছে কারখানা মালিকদের কাছেও।” |
কারখানার গাড়ি আটকে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
শিল্পতালুকের কারখানার গাড়ি আটকে ঘন্টা খানেক অবরোধ ও বিক্ষোভ দেখালেন জামুড়িয়ার দামোদরপুরের বাসিন্দারা। মঙ্গলবার জামুড়িয়া চাকদোলা রাস্তার ঘটনা।
সোমবার দামোদরপুরে এই রাস্তাতেই একটি ইট বোঝাই লরির তলায় পড়ে জখম হন এক ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এর জেরেই লরিটি ভাঙচুর ও দফায় দফায় রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। পরে মোরাম, গিটি ফেলে রাস্তা সংস্কারের লিখিত প্রতিশ্রুতি দেন স্থানীয় পুরপ্রধান।
মঙ্গলবার সকালে শিল্পতালুকের কারখানার গাড়িগুলি আটকে দেন বাসিন্দারা। তাঁরা জানান, শিল্পতালুক হওয়ার আগে প্রতিটি কারখানা সামাজিক দায়বদ্ধতা থেকে রাস্তা, জল এবং বিদ্যুতের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কিছুই করেননি তাঁরা। উপরন্তু কারখানার ভারি যান চলাচলের দাপটে রাস্তা বারবার ভেঙেচুরে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কারখানার পরিবহন বিকল্প রাস্তা দিয়ে করতে হবে। পরে অবশ্য ঘন্টা খানেক পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। |
মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুই আইএনটিইউসি সমর্থককে মারধরের অভিযোগ উঠল দুর্গাপুরে। ওয়ারিয়ার গোঁসাইতলার দুর্গাপুর ইস্পাতের গড়ে দেওয়া জলাধার সংস্কারের কাজে ঠিকা শ্রমিক নিয়োগ করা হয় সোমবার। এই নিয়োগ নিয়ে আইএনটিইউসি এবং আইএনটিটিইউসি-র সমঝোতাও হয়। কিন্তু মঙ্গলবার কাজ করতে গেলে দুই আইএনটিইউসি সমর্থককে মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে ওয়ারিয়া ফাঁড়ি ঘেরাও করা হয়। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ থামে। |
নতুন জল প্রকল্প
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
একটি পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন ইসিএলের ডিরেক্টর (টেকনিক্যাল) সুব্রত চক্রবর্তী। বাঁকোলা এরিয়ার কুমারডি কোলিয়ারি এলাকায় ওই প্রকল্পের উদ্বোধনে এসে তিনি জানান, এই প্রকল্পে এলাকার খনি কর্মীদের পানীয় জলের সমস্যা পুরোপুরি মিটে যাবে। ১১ লক্ষ ৩৪ হাজার টাকায় নির্মিত এই প্রকল্প ঘন্টায় ৫ হাজার গ্যালন জল পরিশ্রুত করার ক্ষমতাসম্পন্ন। |
দুর্গাপুর
রথযাত্রা উপলক্ষে মেলা ও পালাকীর্তন। রথের মেলা ময়দান।
সন্ধ্যা সাড়ে ৬টা। উদ্যোগ: রথযাত্রা উৎসব ও সমাজ কল্যান সমিতি।
রানিগঞ্জ
রথের মেলা। সিহারশোল। সকাল ৮টা।
হিরাপুর
ফুটবল প্রতিযোগিতা। ক্লাবের মাঠ। উদ্যোগ: ডায়মন্ড ক্লাব। |