|
|
|
|
উত্যক্ত করায় কুপিয়ে খুন, অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক গৃহবধূকে উত্যক্ত করায় এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে নকশালবাড়ি থানার টুকুরিয়া মোড়ে। পুলিশ জানায়, নিহতের নাম টুলু বিশ্বাস (২৪)। তাঁর বাড়ি ওই থানার রায়পাড়াতে। খুনের অভিযোগে পুলিশ ওই মহিলার ভাগ্নে ছোটন রায় নামে ১ জনকে গ্রেফতার করেছে। যে অস্ত্রটি দিয়ে খুন করা হয়েছে সেটিও উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় জখম মহম্মদ সইদুলকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “ওই ঘটনায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুকুরিয়া মোড়ে টুলু’র সাইকেলের দোকান রয়েছে। সেখানেই পরেশ রায়ের বাড়ি। অভিযোগ, পরেশবাবুর স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করত টুলু। তা নিয়ে কয়েক দফায় বচসা হয়। স্থানীয় এক পঞ্চায়েত সদস্যা বিষয়টি নিয়ে মিটিংয়েও বসেন। নকশালবাড়ি থানাতেও একটি অভিযোগ দায়ের করা হয়। পরে আলোচনার মাধ্যমে তা নিয়ে মিটিয়ে নেওয়ার চেষ্টা করে দুই পক্ষ। ইদানিং ফের টুলু পরেশবাবুর স্ত্রীকে উত্যক্ত করতে শুরু করে বলে অভিযোগ। পরেশবাবু পেশায় গাড়ি চালক। পরেশবাবু ও ছোটনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই দিন রাতে পরেশবাবু বাড়িতে ছিলেন না। সেই সুযোগ নিয়ে টুলু ওই বাড়িতে যান বলে অভিযোগ। তিনি পরেশবাবুর স্ত্রীকে ডাকাডাকি শুরু করলে পাশেই তাঁর আত্মীয় ছোটন ও তাঁর এক বন্ধু সইদুল বাড়ি থেকে বেরিয়ে আসেন। ছোটন টুলুকে সতর্ক করে দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু তা না মানায় দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় একটি ধারাল অস্ত্র দিয়ে টুলুই প্রথমে আক্রমণ চালায় বলে অভিযোগ। তাতে ছোটনের ওই বন্ধু জখম হন। এর পরেই টুলুকে খুকরি দিয়ে ছোটন এলোপাথারি কোপ দিতে থাকে বলেই অভিযোগ। সেখানেই টুলুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। সইদুলকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাতেই সেখানে যান নকশালবাড়ি অঞ্চল তৃণমূলের সভাপতি তপন কুন্ডু। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। টুলুর বাবা তাপসবাবু বৃহস্পতিবার পুলিশের কাছে অভিযোগ করেন, পরেশের সঙ্গে দীর্ঘদিন ধরে টুলুর সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই ওই বাড়িতে যাতায়াত করতেন টুলু। কিছুদিন আগে টাকাপয়সা লেনদেন নিয়ে পরেশের সঙ্গে টুলুর বচসা হয়। সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে। শিলিগুড়ি পুলিশের এক কর্তা বলেন, “এক যুবক খুন হয়েছে। তা নিয়ে মামলা দায়ের করা হয়েছে। এর পিছনে কি ঘটনা রয়েছে তা নিয়ে নানা অভিযোগ শোনা যাচ্ছে। প্রতিটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে।” তৃণমূল নেতা তপনবাবু বলেন, “পুলিশের কাছে আবেদন জানিয়েছি উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নিতে।” |
|
|
|
|
|