এলাকা টানা পাঁচ দিন বিদ্যুৎহীন থাকার প্রতিবাদে পথ অবরোধ করলেন পুরুলিয়া শহরের বেলগুমা এলাকার বাসিন্দারা। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে শ’খানেক বাসিন্দা পুরুলিয়া-জামশেদপুর ও পুরুলিয়া-বোকারো জাতীয় সড়কের সংযোগকারী উইলকক্স রোড অবরোধ করেন। অবরোধকারীদের অভিযোগ, গত রবিবার সন্ধ্যা থেকে বেলগুমা, চাঁদমারিডাঙ্গা, জগদানন্দপল্লি, মাহাতোপাড়ায় বিদ্যুৎ নেই।
এলাকার বাসিন্দা সাধন মর্দনা, গোপাল দে, চঞ্চল সহিস, নন্দদুলাল পালদের ক্ষোভ, “সোমবার বিদ্যুৎ দফতরের লোকজন এলাকায় এসে জানিয়েছিলেন ট্রান্সফর্মার বিকল হয়ে গিয়েছে। পর দিনই দফতরে গিয়ে সে কথা জানিয়ে অবিলম্বে মেরামত করার লিখিত আবেদন করি। এই গরমে বিদ্যুৎ না থাকায় এমনিতেই অবস্থা খারাপ। তার উপর দফতরে সকালে গেলে বলা হচ্ছে বিকেলে। বিকেলে গেলে বলা হচ্ছে সকালে ঠিক হয়ে যাবে। এখনও বিদ্যুৎ না আসায় বাধ্য হয়ে দফতরের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তা অবরোধ করেছি।” তবে রোগীর ও পড়ুয়াদের গাড়ি বা ছোট গাড়ি আটকানো হয়নি বলে তাঁদের দাবি। পুলিশের হস্তক্ষেপে দুপুর ২টা নাগাদ অবরোধ ওঠে।
বরাবাজারের বিস্তীর্ণ এলাকাও বৃহস্পতিবার বিকেল থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ বণ্টন কোম্পানির পুরুলিয়ার সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার অশোক দলুই বলেন, “পুরুলিয়ায় ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ায় সমস্যা হয়েছিল। নতুন ট্রান্সফর্মার আনার জন্য যেটুকু সময় লাগে, তা লেগেছে। ওখানকার সমস্যার সমাধান করা হয়েছে। আর বরাবাজারে আমাদের কন্ট্রোল রুমে ঝড়-বৃষ্টির জন্য সরবরাহে সমস্যা হয়েছিল। ওখানেও দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।” |