বছর পাঁচেকের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে শুক্রবার এক ব্যক্তিকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ। ধৃতের নাম সুবোধ সরকার। তার বাড়ি নাকাশিপাড়ার বাগুন্ডা গ্রামে। দিন কয়েক আগে পড়শি ওই মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে সুবোধ তাকে ধর্ষণ করে বলে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা। তাঁর অভিযোগ, মেয়েকে ধর্ষণ করে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিল সুবোধ। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুবোধকে গ্রেফতার করে।
|
একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে শুক্রবার বেথুয়াডহরির জেসিএম হাইস্কুলের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল ওই স্কুলেরই কিছু ছাত্রছাত্রী। কিছুক্ষণের জন্য তারা জাতীয় সড়ক অবরোধও করে। পরে পুলিশ এসে অবশ্য তাদের হটিয়ে দেয়। তবে সন্ধ্যা পর্যন্ত স্কুলের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্ররা। পরে বিডিও পার্থসারথী চট্টোপাধ্যায় ঘটনাস্থলে এসে তাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। স্কুল পরিচালন সমিতির সভাপতি অংশুমান দে বলেন, “আমরা স্কুলের আসন সংখ্যা বাড়িয়েছি। এর থেকে বেশি ছাত্রকে ভর্তি নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।”
|
নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ হচ্ছে। এই অভিযোগ তুলে শুক্রবার জলঙ্গির ধনিরামপুর বাজারে ঘণ্টা তিনেক রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বালিবোনা গ্রামের বাসিন্দারা। দিন কয়েক আগে ওই গ্রামের এক কিলোমিটার রাস্তায় মোরামের কাজ শুরু হয়েছে। অভিযোগ, খারাপ মানের সামগ্রী দিয়ে কাজ সারছে ঠিকাদার সংস্থা। প্রশাসনের কাছে অভিযোগ করেও ফল মেলেনি। জলঙ্গির বিডিও শুভেন্দু রায় বলেন, “কাজ নিয়ে কিছু সমস্যা রয়েছে। আমরা এলাকার সব রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে শুক্রবার একটি কমিটি গঠন করেছি। তাঁরা এই রাস্তার কাজের দেখভাল করবেন।”
|
পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে রমজান শেখ (১০) নামে এক বালকের। শুক্রবার বিকেলে ভরতপুরের কান্দি-সালার রাজ্য সড়কের আঙ্গারপুরে দুর্ঘটনাটি ঘটে। এর পরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা আধ ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করেন। ট্রাকটি ভাঙচুরও করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ জানিয়েছে, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও খালাসি পলাতক।
|
গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সাবানা খাতুন (৮) নামে এক বালিকার। বাড়ি লালগোলার জনার্দনপুরে। বৃহস্পতিবার বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে একটি লিচু গাছে উঠেছিল সে। আচমকা পা পিছলে পড়ে যায় সাবানা। বুকে আঘাত নিয়ে বৃহস্পতিবার তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়।
|
এক মহিলা ও একটি সদ্যোজাত শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ফরাক্কার এনটিপিসি মোড়ে জাতীয় সড়কের পাশ থেকে দু’টি মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা এলাকায় ভিক্ষা করতেন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, প্রসবের সময়েই ওই মহিলা ও তাঁর সন্তানের মৃত্যু হয়।
|
ঘরের ভিতর থেকে অরবিন্দ বক্সি (১২) নামে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। তার বাড়ি করিমপুরের পাটাবুকায়। শুক্রবার ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে অরবিন্দ। |