টুকরো খবর
ভারতে ১০,৫০০ কোটি টাকা লগ্নি করতে চায় আইকিয়া
যখন একের পর এক আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা দেশের রেটিং কমানোর হুঁশিয়ারি দিচ্ছে, তখনই ভারতের বাজারে পা রাখতে চায় বিশ্বের বৃহত্তম আসবাবপত্র নির্মাতা সংস্থা আইকিয়া। শুক্রবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, ১০,৫০০ কোটি টাকা লগ্নিতে দেশে ২৫টি বিপণি খুলতে চায় সুইডেনের এই সংস্থাটি। যার মধ্যে প্রথম পর্যায়ে ৪,২০০ কোটি টাকায় ১০টি এবং দ্বিতীয় পর্যায়ে আরও ৬,৩০০ কোটি লগ্নিতে ১৫টি বিপণি খুলবে তারা। এ জন্য দেশে নিজেদের শাখা সংস্থাও তৈরি করবে আইকিয়া। এ সবের জন্যই অনুমতি চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করেছে সংস্থাটি। আপাতত তা মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির বিবেচনাধীন। লগ্নির অঙ্ক ১২০০ কোটি টাকা পেরোলেই সে বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেয় এই কমিটি। গত এপ্রিলে ভারতে প্রত্যক্ষ বিদেশি লগ্নির পরিমাণ কমেছে প্রায় ৪১%। যার প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারের উপরেও। এই অবস্থায় আইকিয়ার লগ্নি প্রস্তাবে স্বস্তির নিশ্বাস সংশ্লিষ্টমহলে। চলতি বছরের শুরুতেই এক ব্র্যান্ডের খুচরো বিপণনে ১০০% বিদেশি লগ্নির অনুমতি দিয়েছে কেন্দ্র। তবে শর্ত রেখেছে এর জন্য প্রয়োজনীয় কাঁচামালের ৩০% দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলি থেকেই কিনতে হবে বিদেশি লগ্নিকারীদের। এই শর্তে অবশ্য নিজেদের আপত্তি জানিয়েছে আইকিয়া। তাদের দাবি, এখনই তারা ভারত থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পণ্য রফতানি করে। কিন্তু দেশে বিপণি খুললে প্রাথমিক ভাবে এই শর্তের প্রভাব টের না পাওয়া গেলেও ভবিষ্যতে এই বাধ্যবাধকতায় কিছুটা হলেও ধাক্কা খেতে পারে তাদের ব্যবসা।

বিশ্বের প্রথম সারির ১৫টি ব্যাঙ্কের রেটিং কমাল মুডিজ
বিশ্বের আর্থিক পরিস্থিতি নিয়ে এমনিতেই আস্থা তলানিতে। তার উপর এ বার এক ঝটকায় পৃথিবীর প্রথম সারির ১৫টি ব্যাঙ্কের ক্রেডিট-রেটিং এক থেকে তিন ধাপ কমাল মার্কিন মূল্যায়ন সংস্থা মুডিজ। এই তালিকায় রয়েছে গোল্ডম্যান স্যাক্স, ব্যাঙ্ক অফ আমেরিকা, মর্গ্যান স্ট্যানলি, ক্রেডিট সুইস, সিটিগ্রুপ, জেপি মর্গ্যান চেজ, রয়াল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ড, ডয়েশ ব্যাঙ্ক, এইচএসবিসি, বিএনপি পারিবাস, বার্কলেজ, ইউবিএস প্রভৃতি। সবচেয়ে বেশি রেটিং কমেছে সুইৎজারল্যান্ডের ক্রেডিট সুইস-এর। ঋণ পাওয়ার ক্ষেত্রে তাদের ‘যোগ্যতা’ নেমেছে তিন ধাপ।রেটিং কমানোর পিছনে মুডিজের যুক্তি, বিশ্ব জুড়ে অর্থনীতি টালমাটাল। স্বাভাবিক ভাবেই ব্যাঙ্কের মুনাফার উপরই তার প্রথম প্রভাব পড়ার সম্ভাবনা। শুধু তাই নয়, এই সমস্ত ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্য বাজারের ওঠা-পড়ার উপরেও যথেষ্ট নির্ভরশীল। তাই বাজার এখন যে রকম টালমাটাল, তাতে তাদের ক্ষতির অঙ্কও বিপুল হওয়ার সম্ভাবনা। মুডিজের এই যুক্তি অবশ্য মানতে চায়নি ব্যাঙ্কগুলি। তাদের দাবি, হাল ফেরাতে করা পদক্ষেপ না দেখেই রেটিং কমানো হয়েছে। সিটিগ্রুপের অভিযোগ, এই বিষয়ে ‘অবিচারের শিকার’ হয়েছে মার্কিন ব্যাঙ্কগুলি।তবে সংশ্লিষ্টমহলের মতে, এই রেটিং কমা প্রত্যাশিতই ছিল। যেমন, মনে করা হয়েছিল মর্গ্যান স্ট্যানলির রেটিং কমবে তিন ধাপ। শেষ পর্যন্ত তা দু’ধাপ কমায় আখেরে স্বস্তিই পেয়েছেন তার শেয়ারহোল্ডাররা।

কোল ইন্ডিয়াকে সাময়িক স্বস্তি
কোল ইন্ডিয়ার দাবি মেনে বিদ্যুৎ সংস্থাগুলিকে কয়লার ন্যূনতম জোগানের পরিমাণ কমাল কেন্দ্র। এর আগে বিদ্যুৎ শিল্পে কয়লার নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করতে রাষ্ট্রপতির নির্দেশিকায় বলা হয়েছিল যে, কোনও বিদ্যুৎ সংস্থার সঙ্গে চুক্তিতে যতটা কয়লা সরবরাহের কথা লেখা থাকবে, তার অন্তত ৮০% জোগানোর প্রতিশ্রুতি দিতে হবে কোল ইন্ডিয়াকে। নইলে মেটাতে হবে মোটা জরিমানা। শুক্রবার প্রথম তিন বছরের জন্য ওই ন্যূনতম জোগান ৬৫% করেছে প্রধানমন্ত্রীর দফতর। তবে চতুর্থ ও পঞ্চম বছরে তা বেড়ে হবে যথাক্রমে ৭২ ও ৮০%।

২৮শে জুন মিছিল বই ব্যবসায়ীদের
স্কুলের পাঠ্য বইয়ের ব্যাপারে রাজ্য সরকারের নয়া নীতির বিরুদ্ধে পথে নামতে চলেছেন বইপাড়ার প্রায় দশ হাজার ব্যবসায়ী। ‘জয়েন্ট ফোরাম ফর বুক ট্রেডার্স অ্যান্ড অ্যালায়েড ইন্ডাস্ট্রিজ’-এর আহ্বায়ক অশোক রায় শুক্রবার জানান, ২৮ জুন কলেজ স্ট্রিট কফি হাউস থেকে মেট্রো চ্যানেল পর্যন্ত মিছিল করে গিয়ে ধর্নায় বসবেন। পরে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করবেন। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, ২০১৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব পাঠ্যবই ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিতরণ করা হবে।

তেলাং-এর অবসর
ভারতে টাটা মোটরসের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে অবসর নিলেন পি এম তেলাং। সেই সঙ্গেই পরিচালন পর্ষদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.