টুকরো খবর |
একশো দিনের কাজে ‘বেনিয়ম’
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
১০০ দিনের কাজের প্রকল্পে পুকুরের মাটি কাটায় যন্ত্র ব্যবহার করার অভিযোগ ওঠায় বিডিও কাজ বন্ধ করতে বলে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই পুকুরগুলিতে ফের মাটি কাটার কাজ শুরু হওয়ায় তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের বিডিও-র কাছে স্মারকলিপি দিলেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি মুরারই ১ পঞ্চায়েত সমিতির রাজগ্রামের। এখানকার তিনটি পুকুরে মাটি কাটার কাজে যন্ত্র ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে কিছু দিন আগে বাসিন্দাদের একাংশ ও শ্রমিকরা অভিযোগ তুলেছিলেন। এরপরেই কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সম্প্রতি ওই পুকুরগুলিতে ফের মাটি কাটার কাজ শুরু হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। তবে এ বার যন্ত্রের বদলে শ্রমিকরাই মাটি কাটছেন। তাহলে তদন্ত কী হয়নি? এমনই সন্দেহে বৃহস্পতিবার মুরারই ১ বিডিও, রামপুরহাটের এসডিও ও জেলাশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বাসিন্দাদের একাংশ। জাহিরুল শেখ, চন্দন রবিদাস, রফিক শেখদের অভিযোগ, “নিয়ম বর্হিভূত ভাবে ১০০ দিনের প্রকল্পে শ্রমিকদের বদলে যন্ত্র দিয়ে মাটি কাটা কেন হচ্ছিল তার জবাব প্রশাসন দেয়নি। অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নিল, তাও স্পষ্ট নয়। তদন্তে কী পাওয়া গিয়েছে তাও জানানো হয়নি। তদন্ত যদি শেষ না হয়ে থাকে, তাহলে ফের কেন কাজ শুরু করানো হল?” বিডিও আবুল কালাম বলেন, “তদন্ত শেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। তাঁদের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। বর্ষার কথা ভেবে পুকুরগুলি সংস্কারের জন্যই ফের কাজ শুরু করতে বলা হয়েছে।”
|
মন্দিরে চুরি, স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
এক সপ্তাহ কেটে গিয়েছে। অথচ পুলিশ মন্দির চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি। এমন কী কেউ ধরাও পড়েনি। স্বাভাবিক ভাবে রামপুরহাট শহরবাসী পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে চুরির কিনারার দাবিতে শুক্রবার রামপুরহাট মহকুমাশাসক ও মহকুমা পুলিশ আধিকারিকের কাছে স্মারকলিপি দেন বাসিন্দাদের একাংশ। পুলিশ আধিকারিক অভদেশ পাঠক বলেন, “শহরে চুরি, ছিনতাইয়ের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে কয়েক জনকে ধরাও হয়েছে।” প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে শহরের নিশ্চিন্তপুর এলাকায় মা ভবতারিনী মন্দিরে চুরি হয়েছিল। প্রতিবাদে পরের দিন সকালে এলাকাবাসী ও শহরবাসীর একাংশ ছ-ফুঁকোর কাছে রামপুরহাট-দুমকা রোড অবরোধ করেছিলেন। চুরি যাওয়া সম্পত্তি দ্রুত ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল প্রশাসন। যদিও মন্দিরে চুরির ঘটনায় এক জনকে ধরা হয়েছে বলে দাবি এসডিপিও-র।
|
টেলি-পরিষেবা ব্যাহত, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
দু’মাস ধরে বিএসএনএলের পরিষেবা ব্যহত হয়েছে মুরারই থানার পাইকর এলাকায়। বাসিন্দাদের ক্ষোভ, শতাধিক ল্যান্ডলাইন গ্রাহক, পাঁচ শতাধিক মোবাইল গ্রাহক এবং ব্রডব্যান্ড গ্রাহক আছে। পরিষেবা না পেয়ে সকলে হয়রান হচ্ছেন। কেউ কেউ ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করে বিভাগীয় অফিসে লিখিত ভাবে জানিয়েছেন। নলহাটির পাইকর এক্সচেঞ্জের আধিকারিক কৌশিক ভকত বলেন, “সম্প্রতি মহম্মদবাজারে বিএসএনএলের ট্রান্সমিশন টাওয়ারে বাজ পড়ে পরিষেবায় গণ্ডগোল হয়। তারও আগে পাইকর এক্সচেঞ্জে বাজ পড়ে পরিষেবা ব্যহত হয়েছিল। বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে। যেখানে যেখানে সমস্যা আছে তা দ্রুত মেরামতি করার চেষ্টা চলছে।”
|
অস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আসিফুল কামাল। বাড়ি মুরারই থানার ভীমপুর এলাকায়। পুলিশের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে মুরারই-হরিশপুর রাস্তায় ওই যুবককে ধরা হয়েছে। উদ্ধার হয়েছে একটি পাইপগান, কার্তুজ। ধৃতের মোটরবাইকটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। কী উদ্দেশ্যে ধৃত ওই যুবক রাতে অস্ত্র নিয়ে একা ঘোরাঘুরি করছিল পুলিশ তা খতিয়ে দেখছে।
|
কংগ্রেসের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
|
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
পানীয় জলের সমস্যা মেটানো-সহ কয়েক দফা দাবিতে শুক্রবার বোলপুরের পুরপ্রধানের কাছে স্মারকলিপি দিল কংগ্রেস। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দেওয়ায় গড়িমসি করা থেকে উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা করা হচ্ছে না বলে তাঁদের অভিযোগ। বোলপুর ব্লক কংগ্রেসের সভাপতি মহম্মদ জাহাঙ্গীর হোসেনের অভিযোগ, “শহরের বিভিন্ন পরিষেবার কাজ যাতে ঠিকমতো করা হয়, সে জন্য পুরপ্রধানের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি।” তৃণমূলের পুরপ্রধান সুশান্ত ভকত বলেন, “আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
|
সিউড়িতে গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
চুরি ও চোরাই সামগ্রী কেনার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন বাপি খান ও মীর বাবন। সিউড়ির পুরনো রেললাইন পাড়া এলাকায় তাঁদের বাড়ি। শুক্রবার সকালে ওই পাড়া থেকে তাঁদের গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে তিনটি ল্যাপটপ। এ দিন বিকেলে সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “চুরির অভিযোগে বাপি খান ও সেই চুরি সামগ্রী কেনার অভিযোগে মীর বাবনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও চুরি সামগ্রী উদ্ধার হবে বলে আশা করছি।”
|
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর ও রাজনগর |
মাঠে গরু চরানোর সময়ে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম রবীন পাল (২৮)। বাড়ি ময়ূরেশ্বর থানার তারাপুর গ্রামে। বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনা ঘটে। অন্য দিকে, ওই দিন বিকেলে বাজ পড়ে রাজনগরের জয়পুরে একটি মুরগি খামারে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। |
|