একই সঙ্গে বদলি কুড়ি
র্মসংস্কৃতি ফেরানোর বিষয়টি মাথায় রেখে কোচবিহার ডিপো থেকে একযোগে ২০ জন কর্মীকে বদলির নির্দেশ দিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম কর্তৃপক্ষ। মঙ্গলবার সংস্থার কোচবিহারের ডিভিশনের কর্তাদের কাছে ওয়ার্কশপের কর্মীদের বদলির বিষয়ে সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর সি মুরুগণের নির্দেশনামা পৌঁছেছে। নিগম সূত্রের খবর, গত শুক্রবার কোচবিহার ডিপো থেকে বিভিন্ন রুটে যাতায়াতের ৫৯টি ‘ট্রিপ’ বাতিল হয়। যার জেরে টিকিট বিক্রি বাবদ লক্ষ টাকা লোকসান হয় বলে সংস্থার দাবি। ‘ট্রিপ’ বাতিলের বিষয়টি দেখতে গিয়ে নিগম দেখে, পরিস্থিতির জন্য রাস্তায় কিছু বাস অচল হয়ে পড়ার সমস্যা যেমন ছিল, ওয়ার্কশপে আসা বাস নির্দিষ্ট সময়ে মেরামত না হওয়ার কারণও রয়েছে। নিয়ম মেনে বাস রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ পরীক্ষা, ফিটনেস যাচাই করা হলে ওই সমস্যা এড়ানো যেত। ওয়ার্কশপের আর্টিজেন, টেকনেশিয়ান, জুনিয়র ফোরম্যান, চার্জহ্যান্ড সহ বিভিন্ন পদে নিযুক্ত ২০ জন কর্মীর ‘ফাঁকিবাজির’ জন্য ওই পরিস্থিতি তৈরি হয়েছে বলে নিগম কর্তারা অভিযোগ পান। রবিবার বদলির তালিকাও চূড়ান্ত করে নির্দেশ জারি করেন এমডি। কোচবিহারের ডিভিশনাল ম্যানেজারের কাছে ওই নির্দেশ পৌঁছয় মঙ্গলবার। এমডি’র নির্দেশে তাঁদের বহরমপুর, শিলিগুড়ি, সিউড়ি, রায়গঞ্জ, বালুরঘাট সহ বিভিন্ন ডিপোয় বদলির নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। এমডি বলেন, “কর্মসংস্কৃতি ফেরানোর জন্য কিছু পদক্ষেপ করতে হচ্ছে। বিভিন্ন ডিপোর বাড়তি কর্মীদের কম কর্মী আছে এমন ডিপোয় পাঠানো হচ্ছে। কোচবিহার ডিপোর ওয়ার্কশপে ১৩০ জন কর্মীর মধ্যে ২০ জনকে বদলি করা হয়েছে।” কোচবিহার ডিপো থেকে জেলা তো বটেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ৮৪টি রুটে বাস চালানো হয়। সব মিলিয়ে ওই সব রুটে ‘ট্রিপ’ হয় ২০০টির মত। গত শুক্রবার তার ৫৯টি ট্রিপ হয়নি। সাধারণ যাত্রীরা যেমন ভোগান্তির মুখে পড়েন, সংস্থা আয় থেকে বঞ্চিত হয়। সংস্থার কয়েক জন আধিকারিক জানান, ঘটনার দিন প্রয়োজনীয় বাস ঠিক তৈরি করা ছিল না। তার পরে রাস্তায় আরও কিছু বাস বিকল হয়। ওয়ার্কশপের কর্মীরা ঠিকঠাক কাজ করলে সমস্যা অনেকটাই এড়ানো যেত। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে সরকার ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেন। আগে ব্যবস্থা নেওয়া হলে সংস্থার অবস্থা এতটা খারাপ হত না। এনবিএসটিসি ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুর রহমান বলেন, “বাম আমলে অনেকে কাজ না করে বসে বেতন পেতেন। এখনও অভ্যাস বদলায়নি। ৫৯টি ট্রিপ বাতিলের ঘটনা অভ্যাসের জের। এমডি সঠিক কাজ করেছেন।” সিটুর এনবিএসটিসি এমপ্লয়িজ ইউনিয়ন সম্পাদক জগৎজ্যোতি দত্ত বক্তব্য, “শুধু কর্মীদের বদলি করা ঠিক হয়নি। কর্তারাও দায় এড়াতে পারেন না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.