আজকের শিরোনাম
বিধায়ককে বহিষ্কার স্পিকারের
বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসাংবিধানিক মন্তব্য করায় বিধায়ককে বহিষ্কারের সিদ্ধান্ত নিলেন স্পিকার। পুর বাজেট নিয়ে বিধানসভায় বিতর্ক চলাকালীন পুরসভার রং করা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক ইমরান আলি রামজ। তাঁর মন্তব্যের পর উত্তাল হয়ে ওঠে বিধানসভা এবং বিধায়ককে ১ দিনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেন স্পিকার। অন্যদিকে স্পিকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিধানসভা ওয়াক আউট করে বামেরা।

‘সিঙ্গুর আইন অসাংবিধানিক’, রায় হাইকোর্টের
আজ হাইকোর্টে সিঙ্গুর নিয়ে টাটাদের দায়ের করা আপিলের রায় ঘোষণা করে সিঙ্গুর আইনকে অসাংবিধানিক বলে রায় দিল পিনাকীচন্দ্র ঘোষ ও মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চ। বিধানসভায় ‘সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন় আইন ২০১১’ অনুযায়ী ৪০০ একর জমির ‘পুনর্দখল ’ নিয়েছিল রাজ্য সরকার। এই অধিগ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে টাটা মোটরস। কিন্তু বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাস টাটাদের আপিল খারিজ করে আইনকে বৈধতা দেয়। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পাল্টা আপিল করে টাটারা। আজ আদালতে টাটাদের পক্ষে রায় দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের মতে সংবিধানে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ তালিকা অনুযায়ী জমি অধিগ্রহণ হওয়া উচিত ছিল। হাইকোর্টের রায় অনুযায়ী সিঙ্গুর আইনের ৩, ৪ ও ৫ নং ধারা অর্থাত্ জমি অধিগ্রহণ, জমি খাস এবং ক্ষতিপূরণ এই তিন ধারা অসাংবিধানিক ও অবৈধ। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তবে এর ফলে সিঙ্গুরে জমি ফেরতের বিষয় নিয়ে ফের জটিলতার সৃষ্টি হল।
সিঙ্গুর রায় প্রসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তিনি জানান, আইন সংশোধন করে সিঙ্গুরবাসীকে জমি ফেরত দেওয়ার কথা বিরোধী পক্ষের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল। কিন্তু তিনি তা নাকচ করে দেন।
অন্যদিকে সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে অনিচ্ছুক কৃষকদের পাশেই আছে সরকার এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে। হাইকোর্টের দেওয়া রায়ের কপি হাতে পেলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
মামলার রায় নিয়ে আলোচনা করতে সরকার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়় ও ভূমি দফতরের সচিবকে বিধানসভায় ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। হাইকোর্টের রায়ের প্রসঙ্গে তিনি জানান যে আইন নিজের পথেই চলবে তাই এই নিয়ে কোনও মন্তব্য করছেন না তিনি। তবে হাইকোর্টের রায় নিয়ে সরাসরি মন্তব্য না করলেও ফেসবুকে তিনি জানান যে সারাজীবন গরিব মানুষের জন্যই তিনি লড়াই করেছেন। তাই তিনি ক্ষমতায় থাকুন বা না থাকুন তাদের প্রতি দায়বদ্ধতা তাঁর অটুট থাকবে।


বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা
আজ বাসন্তী হাইওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত হন অনেক যাত্রী। ঘটনাটি ঘটে হাইওয়ের বানতলা রোডে। নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হন কমপক্ষে ৩০ জন। এদের মধ্য আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে ভর্তি করা হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে।

সচিবালয় অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ৫
গতকাল দক্ষিণ মুম্বইয়ের মহারাষ্ট্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত হন কমপক্ষে ১৬ জন। মন্ত্রালয়ের পাঁচতলায় আদিবাসী উন্নয়নমন্ত্রীর ঘরে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। আজ আরও একটি দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ১৩ জন এখনও চিকিত্সাধীন। আজ সকাল ১১টা নাগাদ মন্ত্রালয়ের বৈঠকে আগুন লাগার কারণ নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

সিউড়িতে রাজনৈতিক সংঘর্ষ
আজ রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে সিউড়ির দু’নম্বর ব্লকের ইন্দ্রগাছা গ্রাম। গতকাল রাত থেকে গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। বাড়ি ফেরার পথে তৃণমূলের এক সমর্থকে মারধরের অভিযোগ ওঠে সিপিএমের এক সমর্থকের বিরুদ্ধে। এরপর দু’পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি শুরু হয়। এই সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় একজনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তবে এলাকার পরিস্থিতি এখনও যথেষ্ট থমথমে। ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.