আজকের শিরোনাম
মহারাষ্ট্রে বাস দুর্ঘটনা, মৃত ৩০
মুম্বই থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ওসমানাবাদে আজ ভোরে একটি বেসরকারি বাস নদীতে পড়ে যায়। বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিল। বাসটি হায়দরাবাদ থেকে মহারাষ্ট্রের শিরডিতে যাচ্ছিল। ওসমানাবাদের কাছে নদীর উপর সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩০ জনের। আহত প্রায় ১৪। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মৃতদের পরিচয় জানারও চেষ্টা চালানো হচ্ছে।

ধানবাদ-গয়া এক্সপ্রেসে ডাকাতি
ফের ডাকাতির ঘটনা ঘটল চলন্ত ট্রেনে। গতকাল রাতে ধানবাদ-গয়া এক্সপ্রেসে তাণ্ডব চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। গিরিডি ও হিচকি স্টেশনের মাঝে ডাকাতরা অপারেশন চালায় বলে জানিয়েছেন যাত্রীরা। তাদের ব্যাপক মারধর করে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় তারা। তারা আরও জানিয়েছেন, ট্রেন গিরিডি স্টেশন ছাড়ার পরই ডাকাতরা বন্দুক দেখিয়ে লুঠপাট শুরু করে। তাদের মধ্যে কেউ বাধা দিতে গেলে গুলিও চালায় ডাকাতরা। এই ঘটনায় জখম হয়েছেন এক শিশু-সহ তিন জন।

জঞ্জাল ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, মৃত্যু বৃদ্ধের
জঞ্জাল ফেলাকে কেন্দ্র করে আজ সকালে সংঘর্ষ বাধে দুই পরিবারের মধ্যে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের উখরাডাঙ্গাল পাড়ায়। ঘটনার জেরে মৃত্যু হয় ভরত রুইদাস নামে এক ব্যক্তির। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জঞ্জাল ফেলা নিয়ে ভরতবাবুর সঙ্গে গেনু রুইদাসের মধ্যে বচসা শুরু হয়। হঠাত্ই সেই পরিস্থিতি চরমে ওঠে। অভিযোগ, গেনু রুইদাস উত্তেজনার বশে ভরতবাবুকে মারতে শুরু করেন। সঙ্গে যোগ দেন তার ছেলে রাজু রুইদাস। গুরুতর আহত হয়ে মারা যান ভরতবাবু। এ দিকে, তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন আরও ২ জন। জানা গেছে, দীর্ঘদিন ধরে এই দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়েছে গেনু ও তার ছেলে। তাদের খোঁজে তল্লাশি চলছে।

কারনানি এস্টেটে আগুন
আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ পার্ক স্ট্রিটের কলামন্দিরের কাছে কারনানি এস্টেটে আগুন লাগে। আগুন লাগার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। আটকে পড়েন প্রায় কয়েকশরও বেশি বাসিন্দা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার করা হয়েছে বাসিন্দাদেরও। আগুনের কারণ সম্পর্কে দমকলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কিছু বলা না হলেও শট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করছে তারা। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন দমকলমন্ত্রী জাভেদ খান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.