দোকান দখলে অভিযুক্ত তৃণমূল |
দোকানঘর দখল করে দলীয় পতাকা লাগিয়ে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ফালাকাটা থানার সাতপুকুরিয়া গ্রামের ঘটনা। ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সঞ্জয় দাস-সহ পাঁচজনের বিরুদ্ধে দোকান দখল করার অভিযোগ করেছেন এলাকার বাসিন্দা সতীশ বর্মন। তাঁর অভিযোগ, “বিধানসভা নির্বাচনে তৃণমূল জেতার পর গত বছর তাঁর কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। তাঁর দোকানটি এতদিন বন্ধ ছিল। বৃহস্পতিবার বিকালে আচমকা সঞ্জয় দাস দলবল নিয়ে গিয়ে দোকানে ২৫-৩০ টি দলীয় পতাকা টাঙিয়ে দিয়ে দোকান খুলে তারা বৈঠক করে। শুক্রবার দুপুরে ফালাকাটা থানায় অভিযোগ জমা দিতে যাওয়ার পথে সঞ্জয়বাবু দলবল নিয়ে তাঁকে ও তাঁর ভাইকে প্রাণনাশের হুমকি দিয়ে যান। সন্ধ্যায় অবশ্য অভিযোগ জমা দেন সতীশবাবু। ফালাকাটা থানার আইসি ফরিদ হোসেন বলেন, “দোকান দখল করে পার্টি অফিস তৈরি-সহ প্রাণনাশের হুমকির অভিযোগ জমা পড়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।” তৃণমূলের ব্লক সভাপতি শ্যামল ভদ্র বলেন, “যদি তার দোকান হয়ে থাকে তা হলে তিনি আইনানুগ ব্যবস্থা নিতে পারেন।” তৃণমূল ছাত্র পরিষদের ফালাকাটা ব্লক সভাপতি অভিযুক্ত সঞ্জয় দাস অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
|
শুক্রবার জলপাইগুড়ি জেলা সর্বশিক্ষা মিশনে তৃণমূলের একটি সরকারি কর্মী সংগঠন নতুন ইউনিট তৈরি করল। এদিন তৃণমূল প্রভাবিত সরকারি কর্মীদের একটি সংগঠনে সর্বশিক্ষা মিশনের ৪২ জন কর্মী যোগদান করেছেন বলে দাবি করা হয়েছে। রাজ্যে পরিবর্তনের আগে জেলায় সর্বশিক্ষা মিশনে শুধুমাত্র সিপিএম প্রভাবিত সংগঠনই ছিল। একসময়ে সিপিএমের ১২ জুলাই কমিটির সদস্য মনোজিত মিশ্র এদিন তৃণমূলে যোগ দেন। তিনি বলেন, “নীতি আদর্শের কারনেই তৃণমূলে যোগ দিয়েছি।” ১২ জুলাই কমিটির সূত্রে জানানো হয়েছে, কয়েকজন সদস্য অন্যদলে যোগ দিলেও তাদের সংগঠনে কোনও প্রভাব পড়বে না।
|