তাঁর সমর্থনে দেওয়াল লেখেনি কেউ। ছিল না পোস্টারও। মনোনয়ন জমা করতে একবারই বাঁকুড়ায় এসে কয়েকটি লিফলেট বিলি করেছিলেন কোচবিহারের গুড়িয়াহাটি ১ পঞ্চায়েতের পিলখানা এলাকার বাসিন্দা রাজীব ধর। ফোনে ফল শুনে আঁতকে ওঠেন, “বলেন কী? বিনা প্রচারেই এই!” জানিয়েছেন, সম্প্রতি তাঁদের সংগঠন রাষ্ট্রীয় জনাধিকার সুরক্ষা পার্টি নির্বাচন কমিশনের অনুমোদন মেলায় বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়ার ইচ্ছা সামলাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত দলের নামে লড়তে পারেননি। তবে তাঁর মোমবাতি প্রতীকে ভরসার ছাপ দিয়েছেন ২.৭৪ শতাংশ ভোটার। পিছনে ফেলে দিয়েছেন, স্থানীয় জেডিপি এবং জেএমএম প্রার্থীদের। উচ্ছ্বসিত রাজীববাবু বলেন, “আমরা মানুষের অধিকার রক্ষা নিয়ে কাজ করি। এ বার বাঁকুড়াতেও গিয়ে এ নিয়ে কাজ করব।” কোচবিহারের বাড়িতে তাঁর স্ত্রী বনানী ধর ও মেয়ে পঞ্চম শ্রেণির অঙ্কিতা রয়েছে। স্বামীর সাফল্যে খুশি বনানী দেবী বলেন, “ও মানুষের অধিকার নিয়ে কাজ করার পুরস্কার পেয়েছে। সেখানে জেতাটাই শেষ কথা নয়। আমি খুশি।”
|
আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে জেলায় জেলায় বিজ্ঞান মেলার আয়োজন করছে যুবকল্যাণ দফতর। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই উদ্যোগ বলে জানান যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। পড়ুয়ারা বিজ্ঞান-ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতাতেও যোগ দিতে পারবেন ওই মেলায়। |