জিততেও হবে না, পরের পর্বে যাওয়ার জন্য একটা ড্র-ই যথেষ্ট। কিন্তু গ্রিসের বিরুদ্ধে ড্রয়ের ভাবনা মোটেই মাথায় রাখছে না রাশিয়া। বরং রুশ গোলকিপার মালাফিভের মতো কেউ কেউ জানিয়ে রাখছেন, পোল্যান্ডের মতো গ্রিসকেও হালকা ভাবে নেওয়ার ভুল তাঁরা আর করবেন না। “নকআউটে উঠতে গেলে ড্র করলেই চলবে, এই ব্যাপারটা ভুলে যাওয়াই ভাল। একটা, দু’টো, তিনটে...যে ক’টা গোল সম্ভব দিতে হবে,” বলেছেন মালাফিভ। সঙ্গে আরও বলেছেন, “আমাদের ভাগ্য কিন্তু এখনও আমাদেরই হাতে।” ডিক অ্যাডভোকাটের টিম ভালই জানে, গ্রিসের কাছে শনিবারের ম্যাচটা মরণ-বাঁচন। গ্রিসের পর্তুগিজ কোচ ফের্নান্দো স্যান্টোস শুনিয়েও রাখছেন, “টিমের উপর পুরো আস্থা আছে আমার। আমি জানি সুযোগ এখনও আছে। আর এটাও জানি যে পরের পর্বে ওঠা এখনও সম্ভব।” |
রুশদের প্র্যাক্টিসে আর্শাভিন।ছবি: এএফপি |
উল্টো দিকে পোল্যান্ডকে নকআউটে উঠতে গেলে শনিবার হারাতেই হবে চেক প্রজাতন্ত্রকে। পোল্যান্ডের বাধা বলতে ফুটবলারদের চোট। একটা-দু’টো নয়, তিন-তিনটে। ডিফেন্ডার ড্যামিয়েন পারকুইসের পা কেটেছে রাশিয়ার বিরুদ্ধে ম্যাচে। মিডফিল্ডার দারিয়ুজ ডুডকা ভুগছেন কুঁচকির যন্ত্রণায়। ইগুয়েন পোলানস্কির আবার কনুইয়ে চোট। অন্য দিকে চেক প্রজাতন্ত্রের অধিনায়ক টমাস রসিস্কির-ও শনিবার খেলা নিয়ে সামান্য অনিশ্চয়তা রয়েছে। তাঁরও চোট। |