|
|
|
|
ফাঁদে পা দেবেন না, কালামকে নীতীশ |
স্বপন সরকার • পটনা |
নীতীশ কুমারই প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামকে বোঝালেন, কোনও রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। রাষ্ট্রপতি পদে সর্বসম্মত প্রার্থী হলে এক রকম ছিল। কিন্তু এক জন প্রাক্তন রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়ে হেরে গেলে ভারতীয় গণতন্ত্রের পক্ষে তা বাজে নজির হয়ে থাকবে। কালামও নীতীশকে জানান, কোনও হঠকারি পদক্ষেপ তিনি করবেন না।
আজ নীতীশ কুমারের আমন্ত্রণে পটনায় তাঁর সঙ্গে মধ্যাহ্ন ভোজে মিলিত হন কালাম। নীতীশের সঙ্গে কালামের সম্পর্ক মধুর। মূলত কালামের উদ্যোগে ও নীতীশের প্রচেষ্টায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। কালামই উদ্যোগী হয়ে নালন্দার মেন্টর হিসেবে অমর্ত্য সেনকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করেন। এই সম্পর্কের সুযোগ নিয়েই নীতীশ কালামকে বলেন, “আমি আপনার সঙ্গে সব সময়েই আছি। আপনিও এই রাজ্যের মানুষের সঙ্গে আছেন। রাজ্যের বহু উন্নয়নের কাজে আপনি অংশীদার। কিন্তু যেখানে রাষ্ট্রপতি পদে হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের সমর্থন বাড়তে চলেছে, সে ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়া ঠিক হবে না। আমি আপনাকে জেতার জন্য নির্দিষ্ট সংখ্যা দিতে পারব না।” |
|
প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামকে স্বাগত জানাচ্ছেন
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার পটনায়। ছবি: পি টি আই |
নীতীশের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, তাঁকে বহু রাজনৈতিক নেতা ফোন করছেন। কিন্তু দেশের প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে তিনি সজাগ। কোনও হঠকারী সিদ্ধান্ত তিনি নেবেন না। তবে নীতীশ বা কালাম কার্যত এই ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কোনও কথাই বলেননি। কালাম সাংবাদিকদের শুধু বলেন, “সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নেব।” আজ সকালে পটনার বিঠা এলাকায়, একটি কম্পিউটার ভবনের উদ্বোধনের পরে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে তাঁর নাম উঠে আসার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
আজ সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি নেতাজি সুভাষ ইনস্টিটিউটে উপস্থিত পড়ুয়াদের সামনে ‘মিসাইল’ নিয়ে একটি বক্তৃতা দেন। এর পর বিকেলে প্রাক্তন রাষ্ট্রপতি পটনার এস কে মেমোরিয়াল হলে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে উপস্থিত ছাত্রদের তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়ার পরামর্শ দেন। উপস্থিত পড়ুয়াদের কাছে জানতে চান, তোমরা কত জন রাজনৈতিক নেতা হতে চাও? তাঁর প্রশ্ন ছিল, কত জন শিক্ষক, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, আইএএস, আইপিএস এবং আইনজীবী হতে চাও? উপস্থিত পড়ুয়ারা সকলেই হাত তুলে কালামের প্রশ্নের উত্তর দেন। এর পরেই কালাম পড়ুয়াদের বলেন, “দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে।” কালাম বলেন, একটি কথাই ভাববে, ‘হোয়াট ক্যান আই গিভ টু মাই কান্ট্রি’। প্রাক্তন রাষ্ট্রপতি উপস্থিত ছাত্রদের উদ্দেশে বলেন, “কারও বাবা যদি দুর্নীতি করেন তবে তোমাদেরই সাহস করে এগিয়ে এর প্রতিবাদ করতে হবে। বলতে হবে, বাবা, দুর্নীতি থেকে সরে দাঁড়াও। বাড়ি থেকেই এই লড়াই শুরু করতে হবে।” তিনি উপস্থিত পড়ুয়াদের কাছে এক হিসেব দিয়ে জানান, দেশের মধ্যে ৬ লক্ষ পরিবার দুর্নীতিতে যুক্ত। তাঁর আরও পরামর্শ, “মাকে সুখী কর, পরিবারকে সুখী কর। তোমার পরিবার সুখী হলে সমাজ সুখী হবে। তা হলেই দেশ সুখী হবে। |
|
|
|
|
|