|
|
|
|
বাসন্তীতে সংঘর্ষে জখম ১২, পুড়ল ৮টি বাড়ি |
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
একটি জমিতে চাষ করাকে কেন্দ্র করে দুই ভাই ও তাঁদের পরিবারের মধ্যে বিবাদ চলছিলই। সেই বিবাদ থেকে মারামারির ঘটনায় বৃহস্পতিবার সকালে তেতে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ৬ নম্বর সোনাখালি এলাকা। এক ভাই আরএসপি, অন্য জন তৃণমূল সমর্থক হওয়ায় গোলমালে রাজনীতির রং লাগে। জখম হন ১২ জন। আগুন ধরিয়ে দেওয়া হয় ৮টি বাড়িতে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে ৫ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কঙ্করপ্রসাদ বারুই। |
|
ছবি: সামসুল হুদা। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা সগিয়েছে, ওই গ্রামের বাসিন্দা দাউদ নেয়েরের সম্পর্কিত ভাই আয়ুবের বাড়ি পাশাপাশি। পারিবারিক ৬৬ শতক জমির দখল নিয়ে দুই ভাই ও তাঁদের পরিবারের মধ্যে বিবাদ রয়েছে। অভিযোগ, এ দিন সকালে আয়ুবের পরিবার ওই জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করতে গেলে বাধা দেন দাউদের পরিবারের লোকজন। তা নিয়ে দু’পক্ষের বচসা থেকে মারামারি বেধে যায়। দাউদ আরএসপি এবং আয়ুব তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত। ফলে, গোলমালে রাজনীতির রং লেগে যায়। দু’দলের কর্মী-সমর্থকেরাও মারামারিতে জড়িয়ে পড়েন। এসডিপিও (ক্যানিং) পিনাকীরঞ্জন দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামলায়। পুলিশই গ্রামবাসীদের সাহায্যে অগ্নিদগ্ধ বাড়িগুলির আগুন নেভানোর ব্যবস্থা করে। দুই ভাই-সহ জখমদের বাসন্তী ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বাসন্তী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরএসপি-র মিন্টু ইসলামের অভিযোগ, “তৃণমূলের উস্কানিতে আয়ুব ওই জমি চাষ করতে যায়। আমাদের দলীয় সমর্থক দাউদ বাধা দিতে গেলে ওরা মারধর করে। ৫ জন জখম হন। দাউদ-সহ দলের তিন সমর্থকের বাড়িতে ওরা আগুন লাগায়।” অভিযোগ উড়িয়ে দিয়ে ব্লক তৃণমূল সভাপতি মান্নান শেখের দাবি, “জমিজমা নিয়ে বিবাদের সুযোগে আরএসপি পরিকল্পিত ভাবে আমাদের দলীয় সমর্থক আয়ুবকে মারধর করে এবং তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ৫ দলীয় সমর্থকের বাড়ি পুড়ে যায়। আমাদের ৭ জন জখম হন।” |
|
|
|
|
|