পার্ক স্ট্রিট, নিউ টাউনের পরে এ বার নিউ মার্কেট। ফের মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ। এবং নিউ টাউনের মতো এখানেও অভিযুক্তদের গ্রেফতারে দেরি করল না পুলিশ। তবে, রাতের শহরে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রবিবার রাতে নিউ মার্কেট অঞ্চলের এক পানশালায় ‘শ্লীলতাহানি’র ঘটনার কথা জানিয়ে অভিযোগকারিণীরা বলেছেন, পানশালার কর্মীরা তাঁদের সাহায্য না-করে অভিযুক্ত যুবকের পক্ষ নেন। এমনকী, দুই পক্ষের বচসা-ধস্তাধস্তির পরে ওই তরুণীদেরই পানশালা থেকে বার করে দেওয়া হয় বলে অভিযোগ। |
এর প্রেক্ষিতে সোমবার ওই পানশালার কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ দায়ের করেন অভিযোগকারিণীর বন্ধু। তাঁর বক্তব্য, ঘটনার পরে তাঁকে সাহায্য না-করে অভিযুক্ত হরপ্রীত এবং তাঁর দুই বন্ধুকে আড়াল করার চেষ্টা করেছিলেন পানশালা-কর্মীরা। যদিও পানশালা কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ জানায়, ওই রাতে নিউ মার্কেটের ওই পানশালায় তিন তরুণীর শ্লীলতাহানির অভিযোগ মেলে। তার ভিত্তিতে হরপ্রীত সিংহ চাড্ডা, মনমিন্দর সিংহ এবং কাওয়াল সাবরওয়াল নামে তিন জনকে ধরা হয়। হরপ্রীতের বাড়ি পিকনিক গার্ডেনে। বাকি দু’জনের এসএন ব্যানার্জি রোডে। অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানি ছাড়াও খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে। এ দিন আদালত ধৃত যুবকদের ১৫ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।
অভিযুক্তদের সঙ্গে ধস্তাধস্তির জেরে আহত হয়েছিলেন দুই তরুণী। রবিবার রাতেই ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ দিন মধ্য কলকাতায় নিজের বাড়িতে বসে তাঁদের মধ্যে এক তরুণী জানান, রবিবার রাত এগারোটা নাগাদ তিনি তাঁর বোন এবং এক বন্ধুকে নিয়ে ওই পানশালায় গিয়েছিলেন। তাঁর অভিযোগ, হরপ্রীত সিংহ নামে ওই ব্যক্তি এসে তাঁর বন্ধুকে নাচার জন্য জোরাজুরি করতে থাকে। রাজি না-হওয়ায় হরপ্রীত ওই তরুণীর গায়ে হাত দেন। এর প্রতিবাদ করায় বাধে গোলমাল। তাঁর অভিযোগ, পানশালা-কর্মীরা হরপ্রীতকে ভিতরে নিয়ে যান। তাঁদের তিন জনকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তরুণী আরও জানিয়েছেন, এর কিছুক্ষণ পরে হরপ্রীত বাইরে এলে ফের গোলমাল শুরু হয়। হরপ্রীতের এক সঙ্গিনী তাঁদের গালিগালাজ করলে গোলমাল বড় আকার নেয়। হরপ্রীত এবং তাঁর বন্ধুরা ওই তরুণীদের উপরে চড়াও হন বলেও অভিযোগ। এ দিন ওই তরুণী বলেন, “বন্ধুকে বাঁচাতে আমি হরপ্রীতকে চড় মারি। ও পাল্টা ঠেলা মারলে আমার বন্ধু কাচের উপরে পড়ে গিয়ে জখম হয়। ওর হাতে দশটারও বেশি সেলাই পড়েছে।” ওই তরুণী জানান, এর পরেই তিনি ভাঙা কাচ নিয়ে হরপ্রীতকে আক্রমণ করেন। ভাঙা কাচে হাত জখম হয় তাঁরও।
তবে পানশালার কর্মীদের বক্তব্য, তাঁরা কোনও পক্ষ নেননি। শুধু ভিতরে গোলমাল না করতে দু’পক্ষকেই অনুরোধ করা হয়েছিল। পানশালার ম্যানেজার টেরেন্স লোবো বলেন, “গোলমাল থামাতে দু’পক্ষকে আলাদা করে দেওয়া হয় মাত্র। কোনও পক্ষ নেওয়া হয়নি।” সেখানকার আর এক কর্মী বলেন, “ওই তরুণীরা বিল মিটিয়ে দিয়ে চলে যান। হরপ্রীত ভিতরেই বসে থাকেন। আমরা কাউকে বেরোতে বলিনি।”
ওই তরুণী জানান, তাঁরা তিন জন নিয়মিত পানশালায় যেতে অভ্যস্ত। এর আগে অবশ্য কখনও এমন অভিজ্ঞতা হয়নি। তবে ওই তরুণীর বক্তব্য, “আমরা আনন্দ করতে যাই। কেউ ক্ষতি করতে এলে তা আটকানোর সাহস আমাদের আছে।” এই ঘটনার পরে কি সেই অভ্যাসে ছেদ পড়বে তাঁদের? তরুণীর জবাব, “মোটেও না। আজ রাতেও ফের পানশালায় যাব।” অন্য দিকে, এ দিনই নিউ টাউন ধর্ষণ-কাণ্ডের গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করিয়েছে পুলিশ। |