টুকরো খবর |
শিক্ষক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কলেজের আংশিক সময়ের চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে গঠিত ‘পশ্চিমবঙ্গ কনট্রাক্টচুয়াল অ্যান্ড গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশন’-এর সম্মেলন হল মেদিনীপুর শহরে। যে সব কলেজে নেতাজী সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়, ইগনু, রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে, সেগুলিতে পড়ানোর সুযোগ দেওয়া-সহ ছ’দফা দাবি জানানো হয়েছে।
|
বার্ষিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মেদিনীপুরে ‘নৃত্য ক্ষেত্র’ র বার্ষিক অনুষ্ঠান |
‘নৃত্য ক্ষেত্র’ সংস্থার বার্ষিক অনুষ্ঠান হল মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে। ছিলেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী জয়ন্ত সাহা-সহ বিশিষ্ট ব্যক্তিরা। গত ৪ জুন থেকে সংস্থার উদ্যোগে এক নৃত্য কর্মশালা হয়েছিল মেদিনীপুর জেলা পরিষদ চত্বরে। নাট্য শাস্ত্রের উপর ওই কর্মশালা শেষ হয় গত বৃহস্পতিবার। সংস্থার ডিরেক্টর অনুসূয়া ঘোষ বন্দ্যোপাধ্যায় জানান, প্রায় ৫০ জন ছাত্রছাত্রী যোগ দেন।
|
শর্ত শিথিলের দাবি
নিজস্ব সংবাদদদাতা • ঝাড়গ্রাম |
শিশুর আবশ্যিক শিক্ষার অধিকার আইন কার্যকর করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এ জন্য রাজ্যের বেসরকারি প্রাথমিক স্কুলগুলিকে সরকারি অনমোদন নিতে হবে। অনুমোদন দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার যে সব শর্ত রেখেছে, তাতে ছোট বেসরকারি স্কুলগুলি আদৌ অনুমোদন পাবে কিনা তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অভিভাবকেরা। এই পরিস্থিতিতে রবিবার ঝাড়গ্রাম শহরের এক অতিথিশালায় পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার ২৭টি স্কুলের কর্তৃপক্ষকে নিয়ে ‘জঙ্গলমহল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সুরক্ষা সমিতি’ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। সংগঠনের সভাপতি চিন্ময় সেনগুপ্ত ও সম্পাদক তিমির মল্লিক জানান, সরকারের কাছে শর্ত শিথিল ও সরলীকরণ এবং শর্তপূরণের জন্য ‘যথেষ্ট সময়’ চেয়ে আর্জি জানানো হবে। পাশাপাশি, জঙ্গলমহলের ছোট বেসরকারি প্রাথমিক স্কুলগুলিকে সরকারি আর্থিক প্যাকেজ দেওয়ারও দাবি তুলেছেন চিন্ময়বাবুরা। তাঁদের বক্তব্য, প্রাথমিক ভাবে অস্থায়ী অনুমোদনের ব্যবস্থা করা হোক। এবং স্থায়ী অনুমোদন পাওয়ার শর্ত পূরণের জন্য কমপক্ষে তিন বছর সময় দেওয়া হোক।
|
অপহরণের নালিশ, জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • এগরা |
কাজ দেওয়ার নাম করে গ্রামের এক বধূকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। যদিও ওই বধূর খোঁজ মেলেনি। এগরার বাতাসপুর গ্রামের বাসিন্দা ধৃত রাধাশ্যাম বেরাকে রবিবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, বাতাসপুর গ্রামের বাসিন্দা গুরুপদ বেরা কাঁথি এসিজেএম আদালতে রাধাশ্যাম-সহ গ্রামের আরও তিন জনের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে অপহরণের অভিযোগ জানান। আদালতের নির্দেশে তদন্তে নামে পুলিশ। অন্য তিন অভিযুক্ত পলাতক। পুলিশের দাবি জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, রাধ্যাশ্যাম ওই বধূকে দিল্লির এক দালালের হাতে দিয়ে এসেছে।
|
অপহরণ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নাবালিকাকে অপহরণের অভিযোগে শঙ্কর শীট নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার কুলাপাড়া গ্রামের ওই যুবককে হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। অপহৃত নাবালিকাও উদ্ধার হয় সেখান থেকে। রবিবার শঙ্করকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শঙ্কর গ্রামেরই এক স্কুল ছাত্রীকে গত ২৭ মে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ওই নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
হলদিয়া -মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে ঝোপ থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ের দেহ। রবিবার সকালে তমলুক থানার রাধামণির কাছে রাজগোদা গ্রামে জাতীয় সড়কের পাশ থেকে ওই দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
|
জামিন কংগ্রেস কর্মীর
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের রসুলপুর বাসস্ট্যান্ডের কাছে ‘বেআইনি’ দোকানঘর উচ্ছেদে বাধাদানের অভিযোগে শুক্রবার ধৃত কংগ্রেস নেতা কনিষ্ক পণ্ডা -সহ ১৫ জনকেই শনিবার জামিনে মুক্তি দিল কাঁথি আদালত।
|
অনুষ্ঠান |
শনিবার এগরা শহরের কসবা এগরা শীতলা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল সাংস্কৃৃতিক অনুষ্ঠান। আয়োজক রাজ্য কো-অর্ডিনেশন কমিটির এগরা মহকুমা শাখা। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক গোবিন্দ চক্রবর্তী, মহকুমা সম্পাদক দুলালচন্দ্র খাঁড়া সহ কমিটির সদস্যরা। সকালে রবীন্দ্র-নজরুল ও সুকান্ত স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দুপুরে রক্তদান শিবির।
|
বধূ নির্যাতন, ধৃত |
বধূ নির্যাতনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। এগরা থানার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা জুলু মল্লিক ও জালেক মল্লিককে রবিবার কাঁথি আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পটাশপুরের কসবা গ্রামের মিনার সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয় জুলুর। অভিযোগ, প্রথম থেকেই মিনার উপরে অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা। অন্য এক মহিলার সঙ্গে জুলুর বিবাহ বহির্ভূত সম্পর্ক গনে ওঠার পর নির্যাতন বাড়ে। গত ৬ জুন মিনা বিবি স্বামী -সহ শ্বশুরবাড়ির তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। |
|