লাইনে ফাটল, বিপর্যস্ত ট্রেন |
রেললাইনে ফাটল দেখা দেওয়ায় রবিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। রেল সূত্রের খবর, এ দিন সকাল সওয়া ৭টা নাগাদ পার্ক সার্কাস ও বালিগঞ্জের মধ্যে ডাউন লাইনে ফাটল ধরা পড়ে। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দিতে হয়। রেলকর্মীরা প্রায় এক ঘণ্টা ধরে মেরামতি চালানোর পরে ওই লাইনে ফের শুরু হয় ট্রেন চলাচল। ঘটনার জেরে সকালে ৮ জোড়া লোকাল ট্রেন গড়ে আধ ঘণ্টা করে দেরিতে চলেছে।
|
ট্রেনের ছাদে উঠে যুবক বিদ্যুৎস্পৃষ্ট |
শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা কল্যাণী সীমান্ত লোকালের ছাদে উঠে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হলেন এক যুবক। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। যুবকটি তার ছাদে উঠে পড়েন। তার পরে অসতর্ক মুহূর্তে ওভারহেড তারে তড়িদাহত হয়ে পড়ে যান তিনি। কিন্তু রেল পুলিশ দীর্ঘ ক্ষণ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। কিছু সাংবাদিকের উদ্যোগে স্টেশনের লোকই গুরুতর দগ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যান।
|
পানশালায় শ্লীলতাহানি, ধৃত ৩ যুবক |
পার্ক স্ট্রিট, নিউ টাউনে ধর্ষণের পরে এ বার নিউ মার্কেটের কাছে একটি পানশালায় শ্লীলতাহানির অভিযোগ উঠল। পুলিশ জানায়, রবিবার রাতে তিন যুবক ওই পানশালায় এক মহিলার সঙ্গে জোর করে নাচতে চাওয়ায় ঝামেলা বাধে। মহিলা নাচতে না-চাওয়ায় তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ধস্তাধস্তিতে ওই মহিলা গুরুতর আহত হন। তাঁর হাত কেটে যায়। পুলিশ তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। রাতেই তিন যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশি সূত্রের খবর, রাত সাড়ে ১০টা নাগাদ ওই মহিলা দুই সঙ্গিনীর সঙ্গে পানশালায় নাচছিলেন। সেই সময়েই তিন যুবকের মধ্যে হরপ্রীত সিংহ নামে এক জন ওই মহিলার সঙ্গে নাচতে চায়। মহিলা রাজি না-হওয়ায় হরপ্রীত তাঁকে টাকার লোভ দেখায়। তাতেও মহিলা রাজি না-হওয়ায় যুবকটি তাঁর শ্লীলতাহানি করে বলে মহিলার অভিযোগ। মহিলা তখন হরপ্রীতকে চড় মারেন। পুলিশকে ওই মহিলা জানান, তার পরেই দুই সঙ্গীকে নিয়ে হরপ্রীত তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। সঙ্গিনীরা বাঁচাতে এলে তাঁরাও আক্রান্ত হন। তিন যুবকের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। ভেঙে যায় পানশালার কাচের দরজা। হাত কেটে যায় ওই মহিলার। হরপ্রীত দুই সঙ্গী মণিবিন্দর সাবরিওয়াল ও কাওয়াল সাবরিওয়ালকে নিয়ে পালায়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। রবিবার, মানিকতলা মোড়ে। মৃতার নাম রিক্তা সরকার (৬৫)। পুলিশ জানায়, সকালে রাজা দীনেন্দ্র স্ট্রিটের বাসিন্দা রিক্তাদেবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একটি বাস তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। বাসের চাকার নীচে পড়ে যান রিক্তাদেবী। আরজিকরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বাসটি আটক হয়েছে। চালক পলাতক।
|
পরিচারিকার শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি পাটুলি থানার নাকতলার সম্মিলনী এলাকায়। অভিযোগ, রবিবার সকালে বাড়িতে অন্য কেউ না-থাকার সুযোগে ওই তরুণীর শ্লীলতাহানি করেন দেবাশিসবাবু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ শহরতলির জয়নগর থেকে দিন দশেক আগে ওই বাড়িতে পরিচারিকার কাজ করতে এসেছিলেন ওই তরুণী। |