আজকের শিরোনাম
অনিল বসুকে বহিষ্কারের সিদ্ধান্ত
অনিল বসুকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল সিপিএম। প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগার করায় দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে আগেই তাঁকে বহিষ্কারের প্রস্তাব করেছিল রাজ্য নেতৃত্ব। পরে এই প্রস্তাবটি কেন্দ্রীয় কমিটির কাছে গেলে সেখানে এই প্রস্তাব অনুমোদন পায়।

প্রাক্তন সিপিএম সাংসদের স্বামী ও জামাই ধৃত
জমি কেলেঙ্কারি এবং জালিয়াতির অভিযোগে আজ সকালে বিধাননগর নর্থ থানার পুলিশ গ্রেফতার করে প্রাক্তন সিপিএম সাংসদ সরলা মাহেশ্বরীর স্বামী অরুন মাহেশ্বরী এবং জামাই অমিতাভ কেজরিওয়ালকে। প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার আই কার্ড প্রভৃতি জাল করে নিজেদের অফিসের কর্মচারীদের নামে ভুয়ো কোম্পানি দেখিয়ে সরকারের কাছ থেকে কয়েক শ’ একর জমি নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিভিন্ন ধারায় তাদের নামে মামলা রুজু করা হয়েছে। জানা যাচ্ছে সিআইডি-র ৫ সদস্যের একটি দল বিধাননগর নর্থ থানায় এসে পৌঁছেছে অভিযুক্তদের জেরা করার জন্য। আজ দু’জনকে আদালতে তোলা হলে তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

শ্যামল সেন কমিটির রিপোর্ট নিয়ে পাহাড়ে বৈঠক আজ
গতকাল শ্যামল সেন কমিটির রিপোর্টে মাত্র ৫টি মৌজা রয়েছে, এই কথা জানার পর ‘আশাহত’ হয়েছেন মোর্চার শীর্ষ নেতৃত্ব। সে জন্য আজ দুপুর ২টোয় দার্জিলিং-এর পাতলেবাসে জনমুক্তি মোর্চার সমস্ত শাখা সংগঠনকে নিয়ে বৈঠক করার ডাক দিয়েছেন রোশন গিরি এবং বিমল গুরুঙ্গ। জানা যাচ্ছে এই বৈঠকে থাকতে পারেন জন বার্লাও। এই বৈঠককে ঘিরে যথেষ্ট উত্তেজনা রয়েছে পাহাড়ে। স্থানীয় মানুষ থেকে পর্যটক, রাজনৈতিক শিবির থেকে প্রশাসন সকলেই তাকিয়ে রয়েছেন এই বৈঠকের ফলাফল জানতে। কারণ এর উপর নির্ভর করবে কি হবে পাহাড়ের পরিস্থিতি। কি বিরাজ করবে সেখানে, শান্তি, না ফের একবার জ্বলবে অশান্তির আগুন?

মাওবাদী-যৌথবাহিনী সংঘর্ষ
আজ ভোর থেকে গয়ার ডুমুরিয়ায় মাওবাদী-যৌথবাহিনী সংঘর্ষ শুরু হয়েছে। জানা যাচ্ছে গুলির লড়াইয়ে ৭ মাওবাদী এবং ১ জওয়ানের মৃত্যু হয়েছে। আহতদের সংখ্যা জানা যায়নি। এখনও পর্যন্ত লড়াই থামেনি। ঘটনাস্থলে আরও যৌথবাহিনী পাঠনো হচ্ছে।

এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি
গুয়াহাটি থেকে শিলচর যাওয়ার পথে যান্ত্রিক গোলযোগের কারণে আকাশে ওড়ার কিছু ক্ষণ পরই খুলে যায় বিমানের একটি চাকা। বিমানটিকে ফের ঘুরিয়ে এনে গুয়াহাটি বিমানবন্দরে জরুরি অবকরণ করানো হয়। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন।

হলদিয়ায় উত্তেজনা
নির্বাচনের আগেও পুরসভার ভোটকে কেন্দ্র করে যে ভাবে বারবার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পরেও তা অব্যাহত রয়েছে হলদিয়ায়। জানা যাচ্ছে গতকাল ১৭ নং ওয়ার্ডে এক সিপিএম সমর্থক বাসুদেব শিটের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। অন্য দিকে ১২ নং ওয়ার্ডে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা করা হয় কিছু বাড়িতে। ভাঙচুর চালানো হয় সেখানে বলে অভিযোগ।

অন্ধকারে বর্ধমান মেডিক্যাল
গতকাল রাত থেকে যান্ত্রিক গোলযোগের কারণে আচমকা বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায় বর্ধমান মেডিক্যালে। বিদ্যুত্ পর্ষদে ফোন করে ঘটনার কথা জানানো হলে কর্মীরা কাজ শুরু করে। তবে ১৪ ঘন্টা কেটে গেলেও ফেরেনি বিদ্যুত্। এর ফলে পরিষেবা বিঘ্নিত হচ্ছে। করা যাচ্ছে না কোনও অস্ত্রোপচার। প্রচন্ড গরমে অসুবিধায় পড়েছেন রোগী থেকে রোগীর আত্মীয়, ডাক্তার থেকে নার্স সকলেই। জরুরি ভিত্তিতে অন্তত ওটি-তে বিদ্যুত্ ফেরানোর চেষ্টা করা হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.