ফের সেনার গুলি, সিরিয়ায় নিহত ২৩
ক্তপাতে বিরতি নেই সিরিয়ায়। হাউলা এবং আল কুবেইরে গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে প্রতিবাদের মধ্যেই দু’টি শহরে মোট ২৩ জনকে হত্যা করল সে দেশের সেনা। এর মধ্যে ১৭ জন নিহত হয়েছেন দারা শহরে এবং ৬ জন হোমস শহরে। ব্রিটেনের পর্যবেক্ষক দলের তরফে জানানো হয়েছে, দারায় নিহতদের মধ্যে নয় মহিলা এবং তিনটি শিশু রয়েছে। গুরুতর আহত বেশ কয়েক জন।
প্রসঙ্গত, দক্ষিণ সিরিয়ার দারা শহরেই গত বছরের মার্চ মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে এই বিদ্রোহের সূত্রপাত হয়েছিল।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতের নমাজের পরই জর্ডন সীমান্তের কাছে দারায় গোলাবর্ষণ শুরু করে সেনা। শনিবার সকাল পর্যন্ত চলে তা। দারা শহরের সমস্ত মোবাইল সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক দল। ঘটনার পরিপ্রেক্ষিতে ফের সিরিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবিতে সরব হয়েছে বিভিন্ন দেশ। রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর মধ্যেই শুক্রবার আল-কুবেইর গ্রামে ঢোকার অনুমতি দেওয়া হয় রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দলকে।
গ্রামের অবস্থার বর্ণনা দিতে গিয়ে রাষ্ট্রপুঞ্জের এক মুখপাত্র বলেন, “কয়েক জন বাদে প্রায় গোটা গ্রামটাই মৃত। বাড়ির দেওয়ালে-মেঝেয় এখনও রক্তের দাগ। চার দিকে পোড়া মাংসের দমবন্ধ করা গন্ধ।”
ঠিক ক’জন বুধবারের ওই হত্যাকাণ্ডের বলি হয়েছেন, তা অবশ্য এখনও জানাতে পারেনি রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি দল। তবে, এর পিছনে যে আসাদ-সরকারেরই হাত রয়েছে সে ব্যাপারে তারা নিশ্চিত।

প্রধান বিচারপতির ইস্তফা চায় পিপিপি
রাজনীতিকদের ক্ষমতার অপব্যবহারের অনেক মামলার বিচার করেছেন তিনি। এ বার প্রধান বিচারপতি ইফতিকার মহম্মদ চৌধুরির পদত্যাগের দাবিতে সরব হল পাকিস্তানের প্রধান শাসক দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। সম্প্রতি একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন ইফতিকারের ছেলে আর্সলান। নির্মাণ ব্যবসায়ী হুসেনের কাছ থেকে আর্সলান কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ। ছেলের বিরুদ্ধে মামলা শুরুর নির্দেশ দেন প্রধান বিচারপতিই। কিন্তু, এই মামলার বিচার থেকে প্রথমে নিজেকে সরাতে রাজি হননি ইফতিকার। পরে চাপের মুখে সিদ্ধান্ত বদল করেন তিনি। পিপিপি নেতা রাজা ইজাজের দাবি, এখনই পদত্যাগ করা উচিত ইফতিকারের। তা না হলে অন্য বিচারপতিদের পক্ষে আর্সলানের নিরপেক্ষ বিচার করা সম্ভব নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা ফের শুরু করেননি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। তাঁকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে ইফতিকারের নেতৃত্বাধীন বেঞ্চ। সম্প্রতি দ্বৈত নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে বিপাকে পড়েছিলেন অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকও। ফলে, ইফতিকারের উপরে যথেষ্ট খাপ্পা রাজনীতিক মহল। আর্সলান মামলা নিয়ে প্রধান বিচারপতিকে আক্রমণের কোনও সুযোগই তাঁরা ছাড়বেন না বলে মনে করা হচ্ছে। আর্সলানের বিরুদ্ধে অভিযোগ রাজনীতিকদেরই তৈরি হতে পারে বলেও দাবি কয়েকটি শিবিরের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.