দল থেকে বহিষ্কৃত অনিল বসু |
আরামবাগের প্রাক্তন সাংসদ অনিল বসুকে দল থেকে বহিষ্কার করল সিপিএম। দুর্নীতির অভিযোগে এর আগে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। সেই সময় আরামবাগে স্ত্রীকে নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য সম্পাদকের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এমনকি বিমান বসুকে আদালতে নিয়ে যাওয়ার হুমকিও দেন তিনি। এর ফলে দলের সঙ্গে তার দুরত্ব বাড়তে থাকে। আজ রাজ্য কমিটির বৈঠকে তাঁকে বহিষ্কার করা হল। কিন্তু প্রাক্তন সাংসদ হওয়ার সুবাদে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি। |
প্রবল দাবদাহের পর অবশেষে উত্তরবঙ্গে এল বর্ষা। আজ দুপুর থেকে সমগ্র উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ নামতে থাকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ রাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এটি বর্ষা বা প্রাক বর্ষার বৃষ্টি নয়। কাল থেকেই আবার তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুধু কলকাতাই নয় সমগ্র দক্ষিণবঙ্গ-সহ মুর্শিদাবাদেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে সময় লাগবে আরও দু’দিন। |
আর জি করে জুনিয়র ডাক্তারদের ‘কর্মবিরতি’ |
আর জি করে রোগী মৃত্যুর ফলে রোগীর আত্মীয়েরা জুনিয়র ডাক্তারদের মারধর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপত্তার দাবিতে ডাক্তাররা ‘কর্মবিরতি’ শুরু করেন। |
এক কর্মীকে মারধর করার অভিযোগে কর্মবিরতি শুরু করলেন পুরসভার কর্মীরা। ঘটনাটি ঘটেছে বিধাননগর পুরসভায়। আজ চেয়ারম্যান পারিষদ অশেষ মুখোপাধ্যায় জয়ন্ত সাঁধুখা নামে একজন কর্মীকে মারধর করেন বলে অভিযোগ। এর ফলে পুরসভায় চাঞ্চল্য শুরু হয় ও কর্মীদের একাংশ কর্মবিরতি শুরু করেন। |
প্রবল দাবদাহে রাজ্যে মৃত্যু ১০০ ছাড়াল |
গত তিন দিনে রাজ্যে প্রবল তাপপ্রবাহের বলি হল প্রায় একশোরও বেশি মানুষ। গত মঙ্গলবার তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উপরে। এই অনভ্যস্ত গরমে কলকাতা-সহ বিভিন্ন জেলায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। দুর্গাপুর-আসানসোলে মৃত ৪২, বর্ধমান ও বাঁকুড়ায় মৃত ৪, পুরুলিয়ায় ১৭, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ১৮,হাওড়া ও হুগলিতে ১০, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ৯ এবং কলকাতায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা অনুযায়ী দুর্গাপুর-আসানসোলে ৪৭ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ৪৫ ও বাঁকুড়াতে ৪৭, মেদিনীপুরে ৪৩, হাওড়া ও হুগলিতে ৪৩, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ৪৪ ও ৪১ ডিগ্রি সেলসিয়াস।
প্রবল গরমের জন্যে বিভিন্ন জায়গায় ওআরএস পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণ বৈদ্যুতিক পাখা ও জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে। সরকারি হাসপাতালে স্বাস্থ্য কর্মী ও চিকিত্সকদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। |
এ বারে জয়েন্ট এন্ট্রান্সের আগামী ইঞ্জিনিয়ারিং এর কাউন্সেলিং শুরু হবে ১১ জুন থেকে । তিন দফায় হওয়া এই কাউন্সেলিং এ পুরোটাই হবে অন লাইনে। আজ সকালে জয়েন্ট এন্ট্রান্সের চেয়ারম্যান এ কথা জানিয়েছেন। |