খেলার টুকরো খবর

• আনাড়ার ফুটবলের হৃত গৌরব ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে আনাড়া একাদশ। সম্প্রতি আনাড়া রেল ময়দানে এই ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে ফুটবলের প্রশিক্ষণ শিবির। ক্লাব সূত্রে জানানো হয়েছে, দুবরাজপুর, জয়চন্ডী, ধনজোড়, সোনাইজুড়ি, রামপুর, আদ্রা-সহ এলাকার বিভিন্ন গ্রাম-শহর থেকে খেলোয়াড়েরা প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন।. অনূর্ধ্ব ১৫ বিভাগে ৩০ জন ও অনূর্ধ্ব ২২ বিভাগে ৪০ জন এই শিবিরে যোগ দিয়েছেন। প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন, প্রবীর ভট্টাচার্য। প্রবীরবাবু জঙ্গলমহলে ফুটবল প্রশিক্ষক হিসেবে পরিচিত। তিনি জানিয়েছেন, বেশ কয়েকজন খেলোয়াড় ইতিমধ্যেই চোখে পড়েছে। তবে প্রশিক্ষণ পেলেই তাঁরা উপযুক্ত হয়ে উঠবেন।” উদ্যোক্তাদের তরফে পিন্টু মুখোপাধ্যায় বলেন, “কলকাতার সাদার্ন সমিতি আমাদের সহায়তা করছে। এখান থেকে প্রতিভাবান খেলোয়াড়েরা সাদার্ন সমিতির হয়ে আগামী দিনে খেলবে।”

• পুরুলিয়া মফস্সল থানার উদ্যোগে আয়োজিত নৈশ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পুরুলিয়া মফস্সল থানা আরজি পার্টি। সম্প্রতি পুরুলিয়ার মানভূম ক্রীড়া সংস্থার মাঠে ফাইনালে ম্যাচে তাঁরা সোনাইজুড়ি পঞ্চায়েত একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে আরজি পার্টি একাদশ নির্ধারিত ১০ ওভারে তিন উইকেটে ১২১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সোনাইজুড়ি পঞ্চায়েত একাদশ ৭৩ রানে অল আউট হয়ে যায়। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নিয়েছিল। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সি সুধাকর, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি মন্ত্রী শান্তিরাম মাহাতো, বিধায়ক কেপি সিংহ দেও, অতিরিক্ত পুলিশ সুপার (বলরামপুর) সন্তোষ নিম্বলকার রাও প্রমুখ।

• সিএবি পরিচালিত টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জয়ী হল বীরভূম জেলা দল। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ওই প্রতিযোগিতা হয়। ৯টি জেলা দল এতে যোগ দিয়েছে। এ দিন প্রথমে মালদহ জেলা দল ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ৯৬ রান করে। জবাবে বীরভূম জেলা দল ১২.২ ওভারে বিনা উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বীরভূমের শুভজিৎ দাস এবং সুমন্ত গুপ্ত যথাক্রমে ৫৮ ও ২৮ রান করেন। আজ বুধবার নদিয়ার মুখোমুখি হবে মুর্শিদাবাদ। ওই দিনের খেলায় জয়ী দলের বিরুদ্ধে খেলবে বীরভূম জেলা দল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.