মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতর এবং রবীন্দ্রসদন কমিটির যৌথ উদ্যোগে ২৫ মে বহরমপুর রবীন্দ্রসদনে নজরুল জন্মোৎসবে আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন ৪৯টি সংস্থার প্রায় ৪০০ জন শিল্পী। মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারীক করুণাময়ী ভৌমিক বলেন, “এই প্রথম বহরমপুর রবীন্দ্রসদনে এত গুলি সংস্থা এক সঙ্গে নজরুল স্মরণে মিলিত হয়। জেলার ২টি ব্লকের প্রত্যম্ত এলাকার ৩টি সাংস্কৃতিক সংস্থা ও সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু শিল্পী বহরমপুর রবীন্দ্রসদনের অনুষ্ঠানে এই প্রথম আমন্ত্রিত হন।”
|
‘বহরমপুর নজরুল কমিটি’র উদ্যোগে অনুষ্ঠিত হল দু’দিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী। নজরুলের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন শক্তিনাথ ঝা ও আবুল হাসনাৎ। বহরমপুর কালেক্টরেট ক্লাবের কমিউনিটি হলে গীতিআলেখ্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন ১৬টি সংস্থার সদস্যরা।
|
জিয়াগঞ্জের ‘মূচ্ছর্র্না সংগীত মহবিদ্যালয়’-এর ৪০ বছর পূর্তি উৎসব পালন করা হয় গত ২৯ মে মঙ্গলবার। এ দিন জিয়াগঞ্জের লক্ষ্মী টকিজে নাচ, গান, আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন শিল্পীরা। বক্তব্য রাখেন শ্যামল রায় ও সমীর ঘোষ।
|
গত ১৫ মে রবীন্দ্রভারতীর ৩৭ তম সমাবর্তন অনুষ্ঠানে বহরমপুর কৃষ্ণনাথ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বহরমপুরের শক্তিনাথ ঝাঁকে ‘আচার্য দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার’-এ সম্মানিত করেন রাজ্যপাল এম কে নারায়ণন। অধ্যাপক ঝাঁ-এর সার্বিক গবেষণা, বাউল ফকির ও অন্য লোকশিল্পীদের সংগঠিত করার অবদান হিসাবে পশ্চিমবঙ্গ নাট্য অ্যকাদেমি থেকে তাঁকে পুরস্কার-এ সম্মানিত করা হয়।
|
ভগবানগোলার কানাপুকুরের মতো প্রত্যন্ত গ্রাম থেকে ৩৩ বছর ধরে এবাদুল হক সম্পাদিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘আবার এসেছি ফিরে’ নিয়মিত প্রকাশিত হচ্ছে। সমীরণ ঘোষের আঁকা প্রচ্ছদ। রয়েছে দুই বাংলার মূল্যবান ১৩টি প্রবন্ধ, ১১টি ছোট গল্প, ৪টি অনুবাদ গল্প, কবিতা ও একটি করে উপন্যাস, নাটক ও ভ্রমণ কাহিনি। রয়েছে কবি অমরেন্দ্র গনাইকে নিয়ে ১২৪ পাতার বিশেষ ক্রোড়পত্র।
|
ছান্দিকের তিন দিনের রবীন্দ্রনাট্যোৎসব শেষ হল সোমবার। প্রয়াত কিশলয় সেনগুপ্তের নির্দেশিত ‘রথের রশি’, শক্তিনাথ ভট্টাচার্য পরিচালিত ‘চিরকুমার সভা’ ছাড়াও ছান্দিকের নতুন প্রয়োজনা ‘রাজা’র প্রথম মঞ্চস্থ হয় গত রবিবার। |