|
|
|
|
মামলা শিকেয় |
দহনের দোহাই দিয়ে ফের ছুটি আইনজীবীদের |
নিজস্ব সংবাদদাতা |
গ্রীষ্মের ছুটির পরে সবে খুলেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু আজ, বুধবার থেকে ফের মামলার কাজ বন্ধ। প্রচণ্ড গরমের জন্য আদালতে হাজিরই হবেন না আইনজীবীরা। গ্রীষ্মাবকাশের পরে তাঁদের মামলার শুনানির হতে পারে বলে যে-সব আবেদনকারী আশা করেছিলেন, তাঁদের আবার লম্বা প্রতীক্ষায় থাকতে হবে। এমনিতেই সাড়ে তিন লক্ষ মামলা বকেয়া কলকাতা হাইকোর্টে। গরমের জন্য আইনজীবীদের গরহাজিরায় আরও বিলম্বিত হবে সেগুলির ফয়সালা।
প্রবল গরমে আইনজীবীদের পক্ষে কোট ও গাউন পরে এক এজলাস থেকে অন্য এজলাসে গিয়ে সওয়াল করা সম্ভব হচ্ছে না বলে হাইকোর্টের বার লাইব্রেরি এই সিদ্ধান্ত নিয়েছে। পরে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনও এই সিদ্ধান্তের শরিক হয়। স্থির হয়, আগামী সোমবার পর্যন্ত আইনজীবীরা কোনও মামলায় যোগ দেবেন না। সোমবার পরিস্থিতি পর্যালোচনা করে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। গ্রীষ্মাবকাশের পরে গত ১ জুন হাইকোর্ট খুলেছিল। তবে এক প্রবীণ আইনজীবীর মৃত্যুতে সে-দিন আদালতের কাজ হয়নি। ৪ জুন, সোমবার এবং ৫ জুন, মঙ্গলবার হাইকোর্টে কাজ হয়। তবে এই দু’দিনই কাজ হয়েছে বেলা সাড়ে ৩টে পর্যন্ত। আপাতত আরও পাঁচ দিন আইনজীবীরা কাজ করবেন না। তাপমাত্রা যে লাগামছাড়া, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই। তবে তার মধ্যেই সরকারি ও বেসরকারি অফিস, কলেজ-বিশ্ববিদ্যালয়ে কাজ হচ্ছে। সেখানে সর্বত্র যে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে, তা-ও নয়। পরিবহণকর্মীরা এর মধ্যেই যান চলাচল অব্যাহত রেখেছেন। রাস্তায় নেমে যান নিয়ন্ত্রণ করে চলেছেন পুলিশকর্মীরা। ট্রেন চলছে নিয়ম মেনেই। একই ভাবে হাইকোর্টের অফিসার-কর্মীদেরও অফিস করতে হবে। আসবেন বিচারপতিরাও। কিন্তু শুধু আইনজীবীরাই মামলা লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। কেবল হাইকোর্টের কৌঁসুলিরাই নন, আলিপুর মহকুমা আদালতেও সোমবার পর্যন্ত ফৌজদারি মামলায় যোগ দেবেন না আইনজীবীরা। এই সিদ্ধান্ত নিয়েছে আলিপুর ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন। তবে আলিপুর দায়রা আদালত ও দেওয়ানি আদালত বন্ধ রাখার কোনও সিদ্ধান্ত হয়নি। |
|
|
|
|
|