এক শীর্ষ আল কায়দা নেতাকে লক্ষ্য করে ফের পাকিস্তানে ড্রোন বিমান থেকে হামলা চালাল আমেরিকা। উত্তর ওয়াজিরিস্তানে ওই হামলায় কায়দা নেতা ইয়াহিয়া অল লিবি নিহত হয়েছেন কি না, এখনও নিশ্চিত নন মার্কিন ও পাক গোয়েন্দারা।
ওসামা বিন-লাদেন মার্কিন বাহিনীর হাতে নিহত হওয়ার পরে ওই জঙ্গি গোষ্ঠীর নেতৃত্ব হাতে নেন আয়মান অল জাওয়াহিরি। ক্রমে ওই সংগঠনের দু’নম্বর স্থানে উঠে আসেন আদতে লিবিয়ার বাসিন্দা ইয়াহিয়া। গোপন সূত্রে গত কাল উত্তর-পশ্চিম পাকিস্তানের মির আলি শহরে ইয়াহিয়ার উপস্থিতির খবর পান মার্কিন গোয়েন্দারা। তার পরেই ড্রোন হামলা চালানো হয়। হামলায় ১৫ জন নিহত হলেও তাদের মধ্যে ইয়াহিয়া রয়েছেন কি না তা স্পষ্ট নয়। আফগান সীমান্তের কাছে ওই এলাকায় ড্রোন হামলায় কোনও জঙ্গির মৃত্যু হলেই তালিবান ও আল কায়দা জঙ্গিরা ওই এলাকা ঘিরে ফেলে তারা। ফলে, মৃতদের পরিচয় জানা কঠিন হয়ে পড়ে। তবে পাক গোয়েন্দারা ওই এলাকার দুই জঙ্গির কথোপকথন টেপ করেছেন। এক শীর্ষ নেতার মৃৃত্যুর কথা আলোচনা করছিল তারা। গোয়েন্দাদের ধারণা, ওই নেতা ইয়াহিয়া হতে পারেন। |