|
|
|
|
|
|
তিনি বলেন
|
ছিনতাই তো দূর অস্ৎ, চুরি বা পকেটমারির মতো
ঘটনার ক্ষেত্রেও পুলিশের দেখা পাওয়া যায় না। |
রাহুল পাত্র |
প্রসঙ্গ দমদম স্টেশনে যাত্রী-সুরক্ষা |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ৩, ৫, ৬, ৭ ও ৯।
শুভ দিন: মঙ্গল, বৃহস্পতি ও শুক্র।
শুভ রং: সোনালি, সবুজ, বেগুনি, ফিকে হলুদ ও লালচে নীল।
শুভ রত্ন:পীত পোখরাজ, পান্না ও ক্যাট্স আই।
স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আবশ্যক। নানা কারণে মানসিক চাপ থাকতে পারে। কর্মক্ষেত্রে প্রতিকূলতার মধ্যেও ধৈর্য হারাবেন না। চাকরি বা সংস্থা পরিবর্তনের চেষ্টা সফল হতে পারে। ব্যবসায়িক প্রচেষ্টার ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতির সম্ভাবনা। অর্থলগ্নি বিষয়ে সতর্ক সিদ্ধান্ত প্রয়োজন। সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা আপসে মিটিয়ে ফেলাই বাঞ্ছনীয়। প্রিয়জনের বিয়ের কথাবার্তা চলবে। ধার দেওয়া টাকা ফেরত পাবেন না। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
হাসপাতালের নিয়ম
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর হইতে রাজ্যের হাসপাতাল সমূহের এমার্জেন্সী ও বহির্বিভাগে সার্কুলার পাঠান হইতেছে, প্রতিদিন হাসপাতালে কোন রোগীর অবস্থা আশংকাজনক যাচাই করিয়া সর্বাগ্রে তাহারই চিকিৎসা করিতে হইবে। স্বাস্থ্য দপ্তর মনে করেন, এই ব্যবস্থা কার্যকর হইলে, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ কমিবে।
— আনন্দবাজার পত্রিকা, ৫ জুন ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|