আজকের শিরোনাম
বাড়ানো হল স্কুলে গরমের ছুটি
রাজ্যে গরমের প্রকোপ বাড়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো সরকারি ও সরকারি অনুমোদনপ্রাপ্ত স্কুলগুলিতে শুরু হয়ে গিয়েছিল গরমের ছুটি। নির্ধারিত ছুটি শেষে আগামিকাল স্কুলগুলি খোলার কথা থাকলেও গরমের প্রকোপ কমেনি রাজ্য জুড়ে। তাই স্কুল শিক্ষা দফতরকে ফের মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, ছুটি বাড়ানোর। আর সেই নির্দেশ মেনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সিদ্ধান্ত জানালেন, আগামী ১৭ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হল। স্কুলগুলিতে পঠনপাঠন বন্ধ থাকলেও চলবে ভর্তি সংক্রান্ত প্রক্রিয়া। তাই ছাত্রছাত্রীদের স্কুলে না-আসতে হলেও, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আসতে হবে নিয়মিত। তাপমাত্রা বাড়ার পাশাপাশি বেড়েছে স্কুলের ছুটি, বেড়েছে মানুষের অস্বস্তি। গরমে মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৪৭। গরমের জেরে আজ পুরুলিয়ায় ৩, হুগলিতে ২ ও উত্তর ২৪ পরগনায় ১ জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে প্রচণ্ড গরমের জন্য শুক্রবার পর্যন্ত কলকাতা হাই কোর্টের সমস্ত কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতায় আজ মরসুমের সর্বোচ্চ অস্বস্তিসূচক, ৭১। চলছে তাপপ্রবাহ, জানাল আবহাওয়া দফতর। আসানসোলে গরমে মানুষের মৃত্যু অব্যাহত। কাল থেকে এ পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ২৭। এদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে সানস্ট্রোকে, জানিয়েছেন চিকিত্সকেরা।

সন্ধে ৬.৩০...
হলদিয়াতে পুরসভা বামফ্রন্ট দখল করার পর দুর্গাচকে সভা করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। হলদিয়ায় পরাজয় হয়েছে, বিপর্যয় নয়, এই মন্তব্য করে তিনি জানান, ‘‘আমাদের দল ঐক্যবদ্ধ ভাবে এই নির্বাচনে লড়াই করেছে। তাতে আমরা ৪টি পুরসভা দখল করেছি। হলদিয়ার এই ফলে বিচলিত হওয়ার কোনও কারণ নেই।’’

দুপুর ১.১৫...
তৃণমূল একা লড়ে ছ’য়ে চার, অন্য দু’টিতে বাম ও কংগ্রেস
রাজ্যের ৬টি পুরসভার মধ্যে ৪টিতে পুরবোর্ড গঠন করছে তৃণমূল কংগ্রেস। অন্য দু’টির একটিতে কংগ্রেস ও অন্যটিতে বামেরা গঠন করবে পুরবোর্ড। সকাল থেকে চলতে থাকা ভোটগণনার শেষে এমন ফলাফলই দেখলেন রাজ্যবাসী। দুর্গাপুর, ধূপগুড়ি, নলহাটি ও পাঁশকুড়ায় তৃণমূল কংগ্রেস, কুপার্স ক্যাম্পে কংগ্রেস এবং হলদিয়ায় বামেরা জিতেছে। ৬টি পুরসভায় মোট ১২৯টি আসনে ভোট হয়েছিল গত ৩ জুন। এর মধ্যে ৭২টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। একটু আগে তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দলের সর্বভারতীয় সভাপতি মুকুল রায় এবং রাজ্যের শিল্প-বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মুকুলবাবু জানিয়েছেন, ‘‘তৃণমূল একক শক্তিতে লড়াই করেছে। তাতে ১২৯ টি আসনের মধ্যে আমরা ৭২টিতে জিতেছি। এর ফলে প্রমাণ হয়, রাজ্যের মানুষের আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অটুট রয়েছে এবং তা কমেনি বরং বেড়েছে বলা যায়।’’ কুপার্স ক্যাম্প বা হলদিয়ার ফল নিয়ে তাঁরা মোটেও চিন্তিত নন, বরং তিনি সিপিএমের আত্মবিশ্লেষণের প্রয়োজনের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘‘সিপিএমের আত্মবিশ্লেষণ দরকার। তারা এ বার বিরল প্রজাতি হিসাবে প্রমাণিত হবে। আমাদের বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ মানুষের এই রায়ের ফলে অপ্রাসঙ্গিক হয়ে গেল। একক ভাবে তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে আত্মপ্রকাশ করেছে, কারও কোনও সাহায্য ছাড়াই যে আমরা লড়তে পারি সেটা এ বার প্রমাণিত হল।’’ এর পরই পার্থবাবু সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘কোনও কোনও মহল থেকে সামগ্রিক ভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কুত্সা ছড়ানো হচ্ছিল, মানুষ সেই কুত্সার জবাব যোগ্য ভাবে দিয়েছেন।’’

অন্য দিকে এই ফলাফল নিয়ে দীপা দাশমুন্সি মুখ খুললেন সংবাদ মাধ্যমে। তিনি বলেছেন, ‘‘পুরসভার এই ফলাফলে তৃণমূল কংগ্রেস যেটা বলছে, তারা একা লড়াই করতে পারবে, এটা যেমন সত্যি, তেমনই এটাও সত্যি যে কুপার্স ক্যাম্পে তৃণমূলের বিধায়ক যেখানে ৩২০০ ভোটে জিতেছিলেন সেখানে কংগ্রেস একাই ১১-১ করে দিয়েছে। কাজেই এক বছরে পরিবর্তনের ফল কী সেটা বিশ্লেষণ না করে একা লড়াই করার মন্তব্য কতটা যুক্তিযুক্ত!’’

দুপুর ১ টা..
পুরভোটের সামগ্রিক ফলাফল
পুরসভা মোট আসন
তৃণমূল কংগ্রেস

বামফ্রন্ট

কংগ্রেস

অন্যান্য
হলদিয়া
দুর্গাপুর
ধূপগুড়ি
নলহাটি
পাঁশকুড়া
কুপার্স ক্যাম্প


দুপুর ১২.৩০...
‘মানুষকে কৃতজ্ঞতা’
৩ বার পর পর বামেদের দখলে থাকার পর দুর্গাপুরে মোট ৪৩টি আসনের মধ্যে ২৯টি আসন দখল করে তৃণমূলই পুরবোর্ড গঠন করছে। দুর্গাপুর পুরনিগম দখল করার পর সংবাদ মাধ্যমকে তৃণমূলের মেয়র পদপ্রার্থী অপূর্ব মুখোপাধ্যায় বললেন, ‘‘মানুষকে কৃতজ্ঞতা ও নমস্কার জানাচ্ছি। দায়িত্ব নিয়ে প্রতিনিয়ত আমাদের পুরবোর্ড মানুষের জন্য কাজ করে যাবে।’’

সকাল ১১.৩০...
লড়াই শেষ
হাড্ডাহাড্ডি লড়াই শেষে দুর্গাপুরে এগিয়ে থাকল তৃণমূল কংগ্রেস। কেন না যে ক’টি ওয়ার্ডের ফল বেরিয়েছে তাতে বোর্ড গঠন করার জন্য প্রয়োজনীয় সংখ্যা বা ‘ম্যাজিক ফিগার’ তারা পেয়েছে বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে সব ক’টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়নি। অন্য ৫টি পুরসভার ক্ষেত্রে বিষয়টা কী রকম? হলদিয়ায় সম্ভবত পুরবোর্ড গঠন করছে বামেরা, কুপার্স ক্যাম্পে কংগ্রেস, নলহাটি-ধূপগুড়ি-পাঁশকুড়াতে তৃণমূল কংগ্রেস এবং দুর্গাপুরেও তৃণমূল কংগ্রেস।

সকাল ১১টা...
উত্তেজনা হলদিয়ায়
হলদিয়ায় ভোটগণনাকে কেন্দ্র করে হঠাত্ উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে ১৩ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী ও সিপিএমের চেয়ার পার্সন পদপ্রার্থী তমালিকা পণ্ডা শেঠের গাড়িতে ভাঙচুর করা হয় এবং ঘটনায় পুলিশকে লাঠিচার্জও করতে হয়েছে বলে জানা গিয়েছে। একটু আগে কর্মী-সমর্থক ও আত্মীয়দের নিয়ে দু’টি গাড়িতে প্রশাসনিক কিছু কাজ সারতে তমালিকাদেবী গণনাকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী-সমর্থক সকাল থেকেই গণনাকেন্দ্রের সামনে হাজির ছিলেন। একটি কালো ও আর একটি লাল রঙের গাড়ি নিয়ে সিপিএমের ওই জয়ী প্রার্থীকে ঢুকতে দেখে তাঁরা প্রথমে বাধা দেন। তার পর পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে আক্রমণকারীদের ঢিলের আঘাতে ভেঙে যায় তমালিকাদেবীদের কালো গাড়িটির পেছনের কাচ। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজিত কর্মীরা তাদের উপর চড়াও হয়। ফলে লাঠি চালাতে হয় পুলিশকে। পরে তৃণমূল কর্মীদের ওখান থেকে সরিয়েও দেওয়া হয়েছে। ৫-৭ মিনিট ধরে চলা এই ঘটনা সামলাতে গিয়ে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি হয়েছে বলেও জানা গিয়েছে। উত্তেজনাময় গণনাকেন্দ্র আপাতত শান্ত। তবে এই ঘটনার রেশ টেনে যাতে পুনরায় কোনও গণ্ডগোল না হয়, সে দিকে নজর রেখে সারা পুর এলাকা জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে।

সকাল ১০.৩০...
‘গণতন্ত্র প্রতিষ্ঠা’
রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৬টি পুরসভার ফলাফলের এই প্রবণতার প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘এই ফলাফলে বোঝা যায়, গত এক বছরে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। যে হলদিয়ায় আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ করা হচ্ছিল, প্রার্থী দাঁড় করাতে দেওয়া হচ্ছে না বলেও অপপ্রচার চালানো হচ্ছিল, সেখানে বামেদের এই ফল প্রমাণ করে রাজ্যে গণতান্ত্রিক অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি।’’

সকাল ১০টা...
জয়ের পথে ওঁরা বললেন
প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এই ৬টি পুরসভার ফলাফলের গতিপ্রকৃতি নিয়ে সংবাদমাধ্যমকে জানান, ‘‘কুপার্স ক্যাম্পের এই ফলাফলের জন্য ওখানকার জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এর ফলে বোঝা গেল, কুপার্স তথা নদিয়ার মানুষ কংগ্রেসকে ভরসা করছেন। তবে নলহাটিতে কংগ্রেস ভাল ফল করবে ভেবেছিলাম, কিন্তু হয়নি।’’

হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী তমালিকা পণ্ডা শেঠ এই ফলাফলের পর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘হলদিয়ার মানুষকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা ও ভালবাসা। হলদিয়ার মানুষ যে হিংসা পছন্দ করেন না এই ফলাফলই তার প্রমাণ। তবে এই জয় আসলে সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির জয়। লক্ষ্ণণ শেঠকে জেলে রেখে তৃণমূল এই পুরসভা কব্জা করতে চেয়েছিল। তবে জেলে থাকা লক্ষ্মণও যে কত জনপ্রিয় সেটা তৃণমূল এ বার বুঝবে।’’

সকাল ৯টা...
রাজ্যের ৬ পুরসভার দখল কার হাতে, ফলপ্রকাশ
হলদিয়া, দুর্গাপুর, ধূপগুড়ি, নলহাটি, পাঁশকুড়া, কুপার্স ক্যাম্প— গত ৩ জুন রবিবার রাজ্যের এই ৬ পুরসভায় নির্বাচন হয়। আজ সকাল থেকেই সেই নির্বাচনের গণনা চলছে। এ বারের পুরভোটে ৬ পুরসভার কোনওটিতেই জোট হয়নি। ফলে, সার্বিক ভাবে এই ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক শিবির। যথেষ্ট তত্পরতার সঙ্গে সকাল থেকেই গণনা-কেন্দ্রগুলিতে শুরু হয়েছে ভোটগণনার কাজ। সকাল ন’টার মধ্যেই কিছুটা জানা গিয়েছে এই ফলাফলের গতিপ্রকৃতি ঠিক কোন দিকে। যেমন হলদিয়া পুরসভার ২৬টি আসনের মধ্যে ১৪টি আসনই বামফ্রন্টের দখলে রয়েছে। এর মধ্যে ১৩ নম্বর ওয়ার্ডে জয় লাভ করেছেন সিপিআইএমের তমালিকা পণ্ডা শেঠ। তিনি এই পুরসভার তিন বারের চেয়ার পার্সন ছিলেন। যে ১৮ নম্বর ওয়ার্ড নিয়ে ভোটের দিন অভিযোগ ও পাল্টা অভিযোগের বন্যা বয়ে গিয়েছিল সেই বিতর্তিক ওয়ার্ডেও জিতেছেন বামফ্রন্টের প্রার্থী। অন্য দিকে কুপার্স ক্যাম্পের ফলাফলের প্রবণতা বেশ চমকপ্রদ। সেখানে মোট ১২টি আসনের মধ্যে কংগ্রেসের দিকে রয়েছে ১১টি আসন এবং তৃণমূল কংগ্রেসের ভাঁড়াড়ে মাত্র ১টি আসন। নলহাটিতে তৃণমূল কংগ্রেস ৮টি, কংগ্রেস ৩টি, বামেরা ৩টি ও বিজেপি একটি আসনের দাবিদার বলে জানা গিয়েছে। দুর্গাপুর, পাঁশকুড়া ও ধূপগুড়িতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জানা যাবে শেষ হাসি কারা হাসবে!



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.