খেয়াল রাখুন
ডিজাইনিংয়ের পাঠ
আগামী ১১ জুন থেকে অ্যাডভান্স জুয়েলারি ডিজাইনিং-এর এক বছরের ডিপ্লোমা পাঠ্যক্রম শুরু হচ্ছে স্বামী প্রণবানন্দ জেমস অ্যান্ড জুয়েলারি অ্যাকাডেমি-তে। দিনে সাত ঘন্টা করে সপ্তাহে মোট তিন দিন ক্লাস হবে। ভারতে গয়না শিল্পের বাড়তে থাকা দেশীয় ও রফতানি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার জোগান দিতেই কোর্সটি আনা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে, ভর্তি হওয়া যাবে। কর্তৃপক্ষ জানিয়েছেন, আর্ট-ভিত্তিক এবং ক্যাড-ভিত্তিক, দু’ধরনের বিষয়ই আছে পাঠ্যক্রমটিতে। আরও জানতে ফোন করুন ০৩৩-২৬৫২-৭৫২২ নম্বরে।

ইভেন্ট ম্যানেজমেন্ট
হায়দরাবাদে চালু হল রচনোৎসব ইভেন্ট অ্যাকাডেমি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, অন্ধ্রপ্রদেশে এটাই প্রথম ইভেন্ট ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান। তৈরি করেছে সে রাজ্যের অন্যতম ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রচনোৎসব ইভেন্ট। দেশ জুড়ে এই ক্ষেত্রে দক্ষ পেশাদারের বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখে, ইভেন্ট ম্যানেজমেন্টের দু’টি এবং বিয়ের অনুষ্ঠান আয়োজনের একটি পাঠ্যক্রম চালু হচ্ছে। প্রতিটির মেয়াদ ১২ মাস। ২৫ জুন থেকে ক্লাস শুরু। এই শিক্ষাবর্ষে ১৪০ জন পড়ুয়া নেবে তারা। ফোন নম্বর: +৯১ ৯৮৪৮০ ১২২৪১/ ৯০৪৯০ ১২২৪১।

ইউপিএসসির পরীক্ষা
ইউপিএসসি আয়োজিত সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্র দ্য এজ-এ প্রশিক্ষণের নতুন মরসুম চালু হচ্ছে। ফোন নম্বর: ৯৮৩০১ ৩২৪৬৩।
অপ্টোমেট্রি পড়তে
অপ্টোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক সায়েন্সের স্নাতক পাঠ্যক্রমে ভর্তির জন্য আবেদনপত্র দিতে শুরু করেছে কৃষ্ণালয় স্কুল অফ অপ্টোমেট্রি। সল্টলেকের সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে পাঠ্যক্রমটি করাবে তারা। সহযোগী হিমালয়া অপ্টিক্যাল। ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু দ্বারা স্বীকৃত এই পাঠ্যক্রমের মেয়াদ চার বছর। আবেদনপত্র দেওয়া চলবে জুলাই পর্যন্ত। অগস্টের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে সুশ্রুতেই। এই বি এসসি অনার্স ইন অপ্টোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক সায়েন্স কোর্সে ভর্তির ব্যাপারে জানতে ফোন করুন ৯৮৩০২২৬৩০২ নম্বরে।

আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর

প্রশ্ন: হুগলির প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। জয়েন্ট এন্ট্রান্স দিয়েছি। হুগলিরই কোনও সরকারি কলেজে পড়তে চাই। যদি মেধা তালিকা অনুযায়ী সেটা সম্ভব না-হয়, তবে জেলার কোন বেসরকারি কলেজে পড়তে পারি? যেখানে পড়লে ভবিষ্যতে চাকরি পেতে অসুবিধা হবে না। বাইরের কোনও জেলায় যাতায়াত করে বা হোস্টেলে থেকে পড়ার ক্ষমতা নেই।

উত্তর: হুগলির একমাত্র সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হল গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি। এখানে পড়ানো হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফর্মেশন টেকনোলজি, টেক্সটাইল টেকনোলজি এবং অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট। এই কলেজে সুযোগ পেতে হলে জয়েন্টের মেধা তালিকায় উপরের দিকে থাকতে হবে।
অবশ্য বেশ কয়েকটি বেসরকারি কলেজও রয়েছে হুগলিতে। এ ক্ষেত্রে কলেজগুলির পরিকাঠামো, পড়াশোনার পরিবেশ, শিক্ষকমণ্ডলী, প্লেসমেন্টের সুযোগ ইত্যাদি যাচাই করার চেষ্টা করুন ভর্তি হওয়ার আগে। কলেজগুলি হল অ্যাকাডেমি অফ টেকনোলজি (আদিসপ্তগ্রাম), অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (মগরা), হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ (পিপুলপাতি), মডার্ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (রাজহাট), সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন (মানকুণ্ডু)। অ্যাকাডেমি অফ টেকনোলজি-র অধ্যক্ষ জগন্নাথ বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্যের বহু বেসরকারি কলেজের প্লেসমেন্ট এখন সরকারি কলেজকে টেক্কা দেয়। আর্থিক ভাবে দুর্বলদের জন্য টিউশন ফি ছাড়ের ব্যবস্থাও আছে বহু ক্ষেত্রে।

প্রশ্ন: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং রাজ্যে কোথায় কোথায় পড়ানো হয়?

উত্তর: মাধ্যমিকের পর জেক্সপো দিয়ে যে সমস্ত পলিটেকনিক কলেজে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পড়া যায়, সেগুলি হল মালদহ পলিটেকনিক, এস সি মৈত্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর পি বি এম, জিয়াগঞ্জ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (মুর্শিদাবাদ), রায়গঞ্জ পলিটেকনিক (উত্তর দিনাজপুর), কোচবিহার পলিটেকনিক (কোচবিহার), দ্য নিউ হরাইজন ইনস্টিটিউট অফ টেকনোলজি (দুর্গাপুর), এলিট পলিটেকনিক ইনস্টিটিউট (মগরা), এলিট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। বিজ্ঞানে ১০+২-র পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স দিয়ে দমদমের সুধীরচন্দ্র শূর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এম সি কে ভি (লিলুয়া)-তে বি-টেক পড়া যায় এতে।


Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.