শিশু-কিশোরদের মধ্যে নাট্য চেতনা বাড়াতে গোবরডাঙার রবীন্দ্র নাট্য সংস্থার তরফে ১০ দিনের কর্মশালার আয়োজন হল। স্থানীয় প্রীতিলতা বয়েজ হাইস্কুলে ওই কর্মশালায় চতুর্থ থেকে অষ্টম শ্রেণির অন্তত ১৫০ জন পড়ুয়া যোগ দিয়েছে। গত ১০ বছর ধরে ওই কর্মশালার আয়োজন করা হচ্ছে। সংস্থার পক্ষে বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, “কর্মশালায় ৩টি নাটক তৈরি হবে। শেষ দিন সেগুলি মঞ্চস্থ হবে।”
|
স্বাস্থ্য ভাবনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১ তম জন্মবার্ষিকী পালিত হল। শ্রীরামপুর রবীন্দ্রভবনে ওই অনুষ্ঠান হয়। উদ্যোক্তারা জানান, কবিকে নিয়ে আলোচনার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য ও সঙ্গীত বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে গঠিত সংস্থা পরিবেশন করে ‘শ্যামা’।
|
শ্রীরামপুরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত ২১ মে অনুষ্ঠানের আয়োজন করে শ্রীরামপুর ঐতিহ্য পরিষদ। ‘সুরাঙ্গন অভিজ্ঞান’-এর জগবন্ধু মঞ্চে ওই অনুষ্ঠান হয়। উদ্যোক্তারা জানান, ‘শ্রীরামপুর সেবা কেন্দ্র ও চক্ষু ব্যাঙ্ক’কে ‘শ্রীরামপুর রত্ন’ দেওয়া হয়। শহর সম্পর্কে বক্তব্য রাখেন অধ্যাপক শুভেন্দু মজুমদার, বাসবী পাল প্রমুখ। সঙ্গীত পরিবেশিত হয়। কবিতা পাঠ করা হয় বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।
|
‘মা অন্নদা আশ্রম’-এর উদ্যোগে সম্প্রতি ১৬ তম কবিগান এবং হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত হল। শ্রীরামপুর কলোনি কালীতলা মাঠে ওই অনুষ্ঠানে ধর্মালোচনা হয়। সেই সঙ্গে লোককবি অসীম সরকার এবং সজল ও অমল সরকারের পরিবেশনায় কবিগানও হয়।
|
সম্প্রতি গোবরডাঙার নাট্য সংস্থা ‘নকশা’র উদ্যোগে একটি রবীন্দ্ররচনা নির্ভর নাট্য কর্মশালার আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় মেদিয়া ছাত্রকল্যাণ সমিতিতে তিন দিনের এই কর্মশালা হয়েছে। প্রশিক্ষণ দেন নাট্য ব্যক্তিত্ব শেখর সমাদ্দার এবং তীর্থঙ্কর চন্দ্র। |