আজকের শিরোনাম
আগামীকাল শহরে নাইটদের শোভাযাত্রা
আজ রাত ১১টায় কলকাতায় পা রাখবে এ বারের আইপিএল-এর খেতাব জয়ী দল নাইট রাইডার্স। দলের সঙ্গে থাকবেন শাহরুখ। রাজ্য সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে স্বাগত জানাবেন ৪ জনের প্রতিনিধি দল। এঁদের মধ্যে থাকবেন সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সি, কুনাল ঘোষ ও অরূপ বিশ্বাস। আগামীকাল সকাল ১০.৩০ নাগাদ হাজরা থেকে বেরোবে নাইটদের শোভাযাত্রা। হুড খোলা ট্রেলারে থাকবেন খেলোয়াড়রা। শোভাযাত্রা যে রাস্তা দিয়ে যাবে তা হল-হাজরা, যদুবাবুর বাজার, এক্সাইড, ভিক্টেরিয়া, রেড রোড, আকাশবাণী হয়ে মহাকরণ পৌঁছবে। যদুবাবুর বাজার ও হাজরায় দলকে স্বাগত জানানো হবে। অন্যদিকে, মহাকরণ থেকে শোভাযাত্রা যাবে ইডেনে। মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে আজ সাংবাদিক বৈঠকে জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে ইডেনে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে নাইটদের। সেখানে এক ঘন্টার নানা কর্মসূচি থাকবে। তিনি আরও জানান, আগামীকাল সকলের জন্য খুলে দেওয়া হবে ইডেনের গেট। এর জন্য কোনও টিকিটের ব্যবস্থা থাকবে না। তবে, বিভন্ন জেলার ক্রীড়াপ্রেমীদের জন্য স্টেডিয়ামের গেট নির্দিষ্ট করে দেওয়া হবে।

দেশপ্রিয় পার্কে সরকারি বাস উল্টে মৃত ৩
দেশপ্রিয় পার্কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। আজ সকাল ৭.৩০ নাগাদ ভূতল পরিবহনের একটি বাস গড়িয়াহাট থেকে বি গার্ডেনের দিকে যাওয়ার সময় দেশপ্রিয় পার্কের মোড়ে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। পুলিশের অনুমান, মৃতদের মধ্যে রয়েছেন বাসের কন্ডাকটর ও ২ বাসযাত্রী। এঁদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। তবে এঁদের সম্পর্কে কিছু জানা যায়নি। আহত হয়েছেন বাসের অন্য কয়েকজন যাত্রীও। তাঁদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিজস্ব চিত্র
জানা গেছে, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে দীর্ঘক্ষণ উল্টে পড়ে ছিল। ঘটনার প্রায় ঘন্টা দেড়েক পর বিপর্যয় মোকাবিলা দফতর ও দমকল আসে উদ্ধারকাজে। বাসটি রাস্তায় আড়াআড়িভাবে পড়ে থাকায় যানজটেরও সৃষ্টি হয়। এখন বাসটিকে ক্রেনের সাহায্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে, আজ মহাকরণে রাজ্য সরকাররের পক্ষ থেকে এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ
সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হল। এ বারের পরীক্ষার ফলাফলে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা। মোট পাশের হার ৮০.১৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৬.২১ শতাংশ। ছাত্রদের পাশের হার ৭৫.৮০ শতাংশ। পরীক্ষার সেরা মণিপুরের মহম্মদ ইসমত। অন্যদিকে, এ রাজ্যে মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছেন ভারতী বিদ্যাভবনের কলা বিভাগের ছাত্রী শ্রেয়া মল্লিকা দত্ত। ছাত্রদের মধ্যে সম্ভাব্য প্রথম বিড়লা হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র অভিষেক মোহতা।

হুগলির সিমলাগড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৪ জনের
হুগলির সিমলাগড়ে লরি ও মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। হাবরার অশোকনগর থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন কিশোরকুমার রায় ও তাঁর পরিবার। সিমলাগড়ের কাছে একটি বাজারের সামনে উল্টোদিক থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা মারলে মারুতিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কিশোরবাবুর স্ত্রী পলি বায়, মা রেবা রায় ও মেয়ে মেধা রায়ের। গুরুতর আহত অবস্থায় কিশোরবাবু ও তাঁর ছেলে সাগ্নিক রায়কে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় চুঁচুড়া সদর হাসপাতালে। সেখানেই মারা যায় সাগ্নিক।

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনা, মৃত ২৭
আজ ভোরে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে এক বিয়েবাড়ির বাসে টেম্পোর ধাক্কায় মৃত্যু হল ২৭ জনের। প্রশাসনিক সূত্রে খবর, ঘাটকোপারে এক বিয়েবাড়ি থেকে পুণের উদ্দেশে যাচ্ছিল বাসটি। বাসটির যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে বাসের মেরামতির কাজ চলছিল। সেই সময় হঠাত্ই একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২৭ জনের। মৃতদের মধ্যে ১১ জন মহিলা ও ৪ শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ১৭ জন। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রশাসনিক সূত্রে খবর। সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানাতে পারেনি পুলিশ। টেম্পোর চালককে আটক করা হয়েছে।

ডাউন ব্রহ্মপুত্র মেলে ৪ অচৈতন্য যাত্রী উদ্ধার
ফের মাদক খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুঠের ঘটনা ঘটল চলন্ত ট্রেনে। আজ সকালে মালদহ স্টেশনে ঢোকার পর ডাউন ব্রহ্মপুত্র মেলে ৪ যাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে রেল পুলিশরা। এঁরা সকলেই ট্রেনের সংরক্ষিত কামরার যাত্রী ছিলেন। গুয়াহাটি থেকে ট্রেনে উঠেছিলেন যাত্রীরা। জানা গেছে, নিউ জলপাইগুড়ি স্টেশনে হকারের ছদ্মবেশে ওঠে দুষ্কৃতীরা। রেলপুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া যাত্রীদের মালদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাঁদের এখনও জ্ঞান ফেরেনি। এঁদের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।

চা বাগানের চৌবাচ্চায় পড়ে আহত চিতাবাঘ
চৌবাচ্চায় পড়ে আহত হল এক চিতা বাঘ। আজ সকাল ৭.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে বাগডোগরার সঙ্ঘমিত্রা চা বাগানে। চা শ্রমিকরা জানান, প্রায় ৪-৫ ঘন্টা ধরে চৌবাচ্চায় পড়ে রয়েছে বাঘটি। বাঘটি পূর্ণবয়স্ক কিনা তা জানাতে পারেনি শ্রমিকরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। খবর দেওয়া হয়েছে বনদফতরের কর্মীদের। তারা পৌঁছানোর পরই চিতাবাঘটিকে উদ্ধার করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.