অন্ধ্রপ্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনা |
ফের ভোর রাতে রেল দুর্ঘটনা। এ বার অন্ধরপ্রদেশে। ভোর প্রায় সাড়ে তিনটে নাগাদ অন্ধপ্রদেশের অনন্তপুর জেলার পেন্নেকোন্ডা রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। ওই স্টেশনে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে পিছন থেকে ধাক্কা মারে বেঙ্গালুরু থেকে হুবলিগামী হাম্পি এক্সপ্রেস। ঘটনায় মৃত্যু হয় ২৪ জনের। সরকারি ভাবে জানানো হয়েছে এই ঘটনায় আহতের সংখ্যা ৪০, যাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। প্রাথমিক ভাবে এই দুর্ঘটনার কারণ সম্পর্কে রেল জানিয়েছে, সিগনাল উপেক্ষা করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিকে পেছন থেকে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি। ফলে আগুন লেগে যায় ট্রেনের একটি বগিতে। পাশাপাশি লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের তিনটি কামরাও। ওই কামরায় আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হচ্ছে বলে রেল সূত্রের খবর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রেলের পক্ষ থেকে। আহতদের চিকিত্সার জন্য পেন্নেকোন্ডা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজের জন্যে পাঠানো হয়েছে বিশেষ ট্রেন। রেল সূত্রের খবর অনুযায়ী চালক ও সহকারী চালক প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁদেরও চিকিত্সা চলছে। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ, গুরুতর আহতদের পরিবারকে ১ লক্ষ এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করতে আজই বেঙ্গালুরুতে দুপুর দেড়টা নাগাদ পৌঁছবেন রেলমন্ত্রী মুকুল রায়। যাচ্ছেন রেলের পদস্থ কর্তারাও। ক্ষতিগ্রস্তদের এই সংক্রান্ত খবরাখবর দিতে সরকারের তরফ থেকে খোলা হয়েছে হেল্প লাইন।
বেলারি-০৮৩-৯২২৭৭৭০৪।
বেঙ্গালুরু-০৮০-২২১৫-৫৬৫৫৩।
হুবলি-০৮৩৬-২৩৪৫৩৩৮।
হসপেট-০৮৩৯৪-২২১৭৮৮।
|
আজ ভোরবেলায় বেলেঘাটার সরকার বাজারে লাগল ভয়াবহ আগুন। ভস্মিভূত হয়ে গেল অধিকাংশ দোকান। ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের ১৬ টি ইঞ্জিন পৌঁছয়, প্রায় দু’ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার প্রকৃত কারণ অবশ্য এখনও জানা যায়নি। তবে অর্ন্তঘাতের অভিযোগ তুলেছেন ব্যবসায়ীর অনেকেই। ঘটনার তদন্ত করতে আজ সেখানে পৌঁছবে বিশেষ ফরেন্সিক দল। |
রহস্যজনক ভাবে নিঁখোজ হলেন বহরমপুরের কংগ্রেস নেতা বাপী ঘোষ। গত কাল রাত থেকে নিঁখোজ তিনি। এলাকার জগন্নাথ ঘাট থেকে উদ্ধার হয় তাঁর সাইকেল ও রক্ত মাখা চটি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ। |
বেলেঘাটার সরকার বাজারের পর এ বার তালতলায় ৫৫/৩ ৫বি দুর্গাচরণ রোডের একটি বাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। প্রাথমিক ভাবে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটেই ঘটে এই দুর্ঘটনাটি বলে মনে করছে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন এক জন। |
পুরুলিয়ার নডিয়ায় একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধ বেধে যায় পুলিশ ও জনতার মধ্যে। আজ সকাল বেলা ১৭নং জাতীয় সড়কে বিজয় মাহাতো নামের আট বছরের এক বালককে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এর ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতে দেরি করায় উত্তেজিত হয়ে পড়ে জনতা, তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে। |