আজকের শিরোনাম
জয়েন্টের ফলাফল ঘোষিত, কলকাতাকে টেক্কা জেলার
আজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে আনুষ্ঠানিক ভাবে জয়েন্টের ফলাফল ঘোষিত হল। সাংবাদিক বৈঠকে বোর্ডের চেয়ারম্যান জানান, দুপুর তিনটে থেকে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এই পরীক্ষার সম্পূর্ণ ফলাফল জানা যাবে। প্রসঙ্গত, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল গত ১৫ এপ্রিল। ফলে ৩১ দিনের মধ্যেই এই পরীক্ষার ফল প্রকাশিত হল। এ বছর প্রায় ১ লক্ষ ৩৭ হাজার পরীক্ষার্থী জয়েন্টের জন্য নাম নথিবদ্ধ করেছিল। এর মধ্যে ১,২৮,৩৮৫ জন ছাত্রছাত্রী এই পরীক্ষা দেয়। ফলাফল প্রকাশের পর এ বার শুরু হবে ই-কাউন্সেলিং।

জয়েন্টের ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফল অনুযায়ী প্রথম পাঁচ জনে আছে:
— বাঁকুড়ার ডিএভি পাবলিক স্কুলের দীপাঞ্জন কুণ্ডু
— বর্ধমানের বর্ধমান মিউনিসিপাল স্কুলের শৌভিক চক্রবর্তী
— বর্ধমানের বর্ধমান মিউনিসিপাল স্কুলের রাজা মাঝি
— নবদ্বীপের সৌম্য সান্যাল
— কলকাতার সেন্ট জেমস স্কুলের সৌম্যদীপ সিংহ

জয়েন্টের মেডিক্যাল পরীক্ষার ফল অনুযায়ী প্রথম পাঁচ জনে আছে:
— বহরমপুরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলের সুমন সাহা
— বাঁকুড়ার তথাগত শ্রীমানি
— ব্যারাকপুরের ব্যারাকপুর কলেজিয়েট স্কুলের রাজর্ষি বেরা
— কলকাতার যোধপুর পার্ক বয়েজের অয়ন মুখোপাধ্যায়
— গঙ্গারামপুর হাইস্কুলের বিশাল কুণ্ডু

ওয়াংখেড়েতে নিষেধাজ্ঞার মুখে শাহরুখ
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকায় শাহরুখের ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা জারি হতে পারে। গত রাতে মুম্বই ইন্ডিয়ানস ও নাইটদের ম্যাচের পর স্টেডিয়ামে জনা তিরিশেক বাচ্চা নিয়ে ঢোকার মুখে বাধা পান তিনি। অভিযোগ, সেই সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ‘মদ্যপ’ শাহরুখ। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের কাছে মেরিন ড্রাইভ থানায় এফআইআর দায়ের করেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। পুলিশের তরফে জানানো হয়েছে স্টেডিয়ামের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হবে।

নন্দীগ্রামে ঘটনার চাঞ্চল্যকর তথ্য
নন্দীগ্রাম-ঘটনার চাঞ্চল্যকর তথ্য উঠে এল হাইকোর্টে। সেই সময় নন্দীগ্রামের তেখালি ব্রিজের কাছে পুলিশ ক্যাম্প সরানোর নির্দেশ দিয়েছিলেন তত্কালীন ডিজি ও ডিআইজি। সিআইডি জেরায় এই তথ্য সামনে আসে। হাইকোর্টে তা পেশও করেছেন সরকারি আইনজীবী। প্রসঙ্গত, নন্দীগ্রামের ঘটনার সময় রাজ্য পুলিশের ডিজি ও ডিআইজি ছিলেন যথাক্রমে অনুপ ভূষণ ভোরা ও এন আর বাবু। এই ঘটনায় প্রশ্নচিহ্ন উঠেছে তত্কালীন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দিকেও। কারণ রাজনৈতিক শিবিরের মতে, পুলিশমন্ত্রীর নির্দেশ ছাড়া ডিজি বা ডিআইজি কি নিজে থেকেই এই পদক্ষেপ নিতে পারেন? তত্কালীন ডিজি ও ডিআইজিকে জেরার তোড়জোড় শুরু করেছে সিআইডি।

সেনসেক্স উর্দ্ধমুখী, বাড়ল টাকার দামও
গত কাল শেয়ার বাজারে বিপুল পতনের পর আজ সামান্য স্বস্তি মিলল শেয়ার কারবারিদের। ১৬ হাজারের নীচে নেমে যাওয়া শেয়ার সূচক ২০০ পয়েন্টের বেশি ওপরে ওঠল। শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে তা দাঁড়ায় ১৬,২৪০ পয়েন্টে। সকাল ১১টার সময় নিফটি সূচক ৫৫ পয়েন্টে বেড়ে হয় ৪,৯১৩। অপর পক্ষে টাকার দাম ২৯ পয়াসা বেড়ে হয়েছে ডলার প্রতি ৫৪.২০। দেশের বাজার ছাড়াও এশীয় বাজারেও ভাল ফল লক্ষ করা গেছে। জাপান ও হং কং-এর শেয়ার বাজারে ০.৫ শতাংশের লাভ হয়েছে।

আজ ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী
আজ ডানকুনির ফুরফুরা শরিফে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম সেখানে যাবেন তিনি। সংখ্যালঘু-অধ্যুষিত এই এলাকার দাদা হুজুর ও ছোট হুজুরের মাজারে যাবেন তিনি। এর পর স্থানীয় ওয়াইএমএম ময়দানে এক জনসভায় যোগদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও পাঁচটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

ফের ব্যঙ্গচিত্র বিতর্ক
আগরপাড়ায় স্থানীয় সাইবার কাফেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যঙ্গচিত্র আপলোড করার সময় ‘ধরা’ পড়েন এক যুবক। বিজন কুণ্ডু নামের এই যুবক পানিহাটির লাহাবাগানের বাসিন্দা ও এসএফআই-এর প্রাক্তন সদস্য। অভিযোগ, ব্যঙ্গচিত্র আপলোড করার সময় তাঁকে ‘হাতেনাতে’ ধরে ফেলেন স্থানীয় তৃণমূন সদস্য। শারীরিক নিগ্রহের পর স্থানীয় মানুষজনই তাঁকে পুলিশের হাতে তুলে দেয়।

বাঘের হানা সুন্দরবনে
ফের বাঘের হানা সুন্দরবনের লোকালয়ে। আজমলমারির জঙ্গল থেকে মৎস্যজীবীকে তুলে নিয়ে যায় বাঘ। ভোলা মণ্ডল নামের ঐ মৎস্যজীবী ঝড়খালির বাসিন্দা। স্থানীয় মানুষজন তাঁর খোঁজ শুরু করেছে।

গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ
প্রচণ্ড গরমে নাভিশ্বাস রাজ্যের মানুষের। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, বাতাসে জলীয় বাষ্প কম থাকায় আজ দুপুরে লু বইতে পারে। তবে ঘূর্ণাবর্তের জেরে দার্জিলিং ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.