টুকরো খবর
প্রচারে বাধা, নালিশ
হলদিয়ায় পুরভোটের প্রচার। নিজস্ব চিত্র
পুরভোটের আগে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে হলদিয়া। এ বার কংগ্রেস প্রার্থীর প্রচারে বাধা দিয়ে পতাকা ও ফ্লেক্স খুলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, বুধবার মাখনবাবুর বাজারে ২৩ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী রিনা আদকের প্রচারে বাধা দিয়ে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা পতাকা ও ফ্লেক্স খুলে দেয়। এলাকার কংগ্রেস সমর্থক স্বর্ণ ব্যবসায়ী শুকদেব বেরাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি অসিত পাল বলেন, “আমাদের দলের লোকদের প্রতিদিনই মারধর করছে তৃণমূল।” স্থানীয় তৃণমূল কর্মী রবীন সর্দার-সহ ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। অভিযোগ অস্বীকার করে রবীনবাবু বলেন, “আমি এ সব বিষয়ে কিছু জানি না। ওদের আদৌ কোনও পতাকা ছিল কি?” উল্টে ২৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী শুভশ্রী সামন্তের অনুগামীরা তাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ তৃণমূলের। থানায় অবশ্য লিখিত কোনও অভিযোগ জানায়নি তারা। সিপিএম অভিযোগ উড়িয়ে দিয়েছে।

অভিযুক্ত উপপ্রধান
ব্যাঙ্কে গিয়ে ভয় দেখিয়ে অনিয়মে বাধ্য করানোর অভিযোগ উঠল ময়নার বাকচা পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। মঙ্গলবার ইজমালিচকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা ম্যানেজার এই নিয়ে অভিযোগ দায়ের করেন ময়না থানায়। বাকচার উপপ্রধান প্রকাশ কাণ্ডারের ইজমালিচকের ওই ব্যাঙ্কে ঋণ বাবদ বেশ কয়েক হাজার টাকা বকেয়া রয়েছে। সম্প্রতি ওই ব্যাঙ্কেই প্রকাশবাবুর অন্য একটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১০ হাজার টাকা স্থানান্তর করে ঋণের কিছুটা অংশ আদায় করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তা জানতে পেরে মঙ্গলবার অনুগামীদের নিয়ে ওই ব্যাঙ্কে যান প্রকাশবাবু। অভিযোগ, ভয় দেখিয়ে ও জোর খাটিয়ে সেই ১২ হাজার টাকা ফের নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করান তিনি। পরে ব্যাঙ্কের শাখা ম্যানেজার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। প্রকাশবাবুর বক্তব্য, “ব্যাঙ্ক ম্যানেজার আমাকে না-জানিয়েই টাকা স্থানান্তর করেছিলেন। তারই প্রতিবাদ জানাতে ব্যাঙ্কে গিয়েছিলাম। ভয় দেখানোর অভিযোগ ভিত্তিহীন।”

কংগ্রেস প্রার্থীর প্রচারে বাধা, নালিশ
পুরভোটের আগে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে হলদিয়া। এ বার কংগ্রেস প্রার্থীর প্রচারে বাধা দিয়ে পতাকা ও ফ্লেক্স খুলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, বুধবার মাখনবাবুর বাজারে ২৩ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী রিনা আদকের প্রচারে বাধা দিয়ে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা পতাকা ও ফ্লেক্স খুলে দেয়। এলাকার কংগ্রেস সমর্থক স্বর্ণ ব্যবসায়ী শুকদেব বেরাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি অসিত পাল বলেন, “আমাদের দলের লোকদের প্রতিদিনই মারধর করছে তৃণমূল।” স্থানীয় তৃণমূল কর্মী রবীন সর্দার-সহ ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। অভিযোগ অস্বীকার করে রবীনবাবু বলেন, “আমি এ সব বিষয়ে কিছু জানি না। ওদের আদৌ কোনও পতাকা ছিল কি?” উল্টে ২৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী শুভশ্রী সামন্তের অনুগামীরা তাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ তৃণমূলের। থানায় অবশ্য লিখিত কোনও অভিযোগ জানায়নি তারা। সিপিএম অভিযোগ উড়িয়ে দিয়েছে।

তৃণমূল উপপ্রধানে নামে নালিশ ব্যাঙ্কের
ব্যাঙ্কে গিয়ে ভয় দেখিয়ে অনিয়মে বাধ্য করানোর অভিযোগ উঠল ময়নার বাকচা পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। মঙ্গলবার ইজমালিচকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা ম্যানেজার এই নিয়ে অভিযোগ দায়ের করেন ময়না থানায়। বাকচার উপপ্রধান প্রকাশ কাণ্ডারের ইজমালিচকের ওই ব্যাঙ্কে ঋণ বাবদ বেশ কয়েক হাজার টাকা বকেয়া রয়েছে। সম্প্রতি ওই ব্যাঙ্কেই প্রকাশবাবুর অন্য একটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১০ হাজার টাকা স্থানান্তর করে ঋণের কিছুটা অংশ আদায় করেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তা জানতে পেরে মঙ্গলবার অনুগামীদের নিয়ে ওই ব্যাঙ্কে যান প্রকাশবাবু। অভিযোগ, ভয় দেখিয়ে ও জোর খাটিয়ে সেই ১২ হাজার টাকা ফের নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করান তিনি। পরে ব্যাঙ্কের শাখা ম্যানেজার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। প্রকাশবাবুর বক্তব্য, “ব্যাঙ্ক ম্যানেজার আমাকে না-জানিয়েই টাকা স্থানান্তর করেছিলেন। তারই প্রতিবাদ জানাতে ব্যাঙ্কে গিয়েছিলাম। ভয় দেখানোর অভিযোগ ভিত্তিহীন।”

খুনের চেষ্টা, ৫ বছর জেল
জমি-সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীকে খুনের চেষ্টার দায়ে অভিযুক্তকে ৫ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিল আদালত। ভগবানপুর থানার মহম্মদপুর গ্রামের বাসিন্দা নকুল বেরাকে বুধবার এই সাজা দেন কাঁথি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মনোজ শর্মা। সরকারি আইনজীবী বেণিমাধব বেরা জানান, ২০০১ সালের ২৬ জুন মহম্মদপুরের বাসিন্দা সুবোধ অধিকারী নিজের জমিতে চাষের কাজ করছিলেন। তখনই নকুল সুবোধকে কাজে বাধা দেয়। পুরনো অশান্তির জেরে দু’জনের মধ্যে বচসা বাধে। নকুল টাঙ্গি নিয়ে সুবোধের উপর হামলা চালায়। গুরুতর আহত সুবোধকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর একটি আঙ্গুল কেটে বাদ দিতে হয়। সুবোধের অভিযোগের ভিত্তিতে পুলিশ নকুলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু হয়।

সংঘর্ষ কেশপুরে
কেশপুরে আবারও সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী। কয়েক দিন পরেই পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন কেশপুর ব্লকের আনন্দপুরের একটি স্কুলে। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বেশ কিছু দিন ধরেই চাপানউতোর চলছে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে। আগেও সংঘর্ষ হয়েছে। শেষমেশ দু’তরফই মনোনয়নপত্র জমাও দিয়েছে। বুধবার বিকেলে ফের দুই গোষ্ঠীর লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে জগন্নাথপুর এলাকায়। অন্তত ৫ জন জখম হয়। তৃণমূলের ব্লক সভাপতি আশিস প্রামাণিকের অবশ্য দাবি, “ঘটনার সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই।”

দুর্ঘটনায় মৃত্যু
বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার খঞ্চি বাজারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রামচন্দ্র দাস (৪৫), বাড়ি স্থানীয় দক্ষিণ হাটগাছিয়া গ্রামে। বুধবার সকালে রামচন্দ্রবাবু সাইকেলে খঞ্চি বাজারের কাছে জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় দিঘা থেকে হাওড়াগামী একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মারে। সাইকেল থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। বাসের চালক ও খালাসি পলাতক।

আলোচনাসভা
সচেতনতা শিবির, বিজ্ঞাপন, প্রচার সত্ত্বেও শিশুশ্রম, নারী-পাচার, বাল্য বিবাহের ঘটনা ক্রমশ বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করল পূর্ব মেদিনীপুর জেলার শিশুসুরক্ষা কমিটি। কাঁথির কাজলা জনকল্যাণ সমিতির সভাকক্ষে মঙ্গলবার জেলাস্তরের এক আলোচনায় আরও সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচারের উপর জোর দেন শিশুসুরক্ষা কমিটির সদস্যরা। নজরদারি চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়। জেলার ৪৭টি শিশু সুরক্ষা কমিটির সদস্য ছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.