পাঁচ বছর পর মুম্বইয়ে জিতেও
শাহরুখকে ঘিরে তীব্র বিতর্ক
সেমিফাইনালে ওঠার জয়োল্লাসের আধ ঘণ্টার মধ্যে তীব্র বিতর্ক মাথা চাড়া দিল শাহরুখ খানকে ঘিরে। মুম্বইয়ের মাঠে কেকেআরের খেলা দেখতে আসেন না শাহরুখ। প্রথম বছরে এসে তীব্র অপমানিত হয়েছিলেন। তার পর থেকে তিনি খেলার পর হোটেলে প্লেয়ারদের সঙ্গে দেখে করতে আসেন। গত পাঁচ বছরে এই প্রথম কেকেআর মুম্বইয়ের মাঠে জেতার পর আনন্দে আত্মহারা কেকেআর মালিক জনা তিরিশেক বাচ্চা নিয়ে ওয়াংখেড়েতে ঢোকেন। তখন রাত প্রায় সওয়া বারোটা। খেলা এবং পুরস্কার বিতরণ, দুই-ই শেষ হয়ে গিয়েছে। শাহরুখ চাইছিলেন বাচ্চাদের নিয়ে টেনিস বলে মাঠের ভিতরে খেলবেন। এই সময় কিছু মুম্বই ইন্ডিয়ান্স সমর্থক তাঁর উদ্দেশে কটূক্তি শুরু করে। আর মুম্বই ক্রিকেট সংস্থার কর্তারা তাঁকে বলতে থাকেন যে মাঠে ঢোকা যাবে না। এতগুলো বাচ্চা নিয়ে এখন মাঠে ঢোকার নিয়ম নেই। এতে তর্ক-পাল্টা তর্ক শুরু হয়। এমসিএ কর্তাদের দাবি, শাহরুখ তখন বলতে থাকেন, আমি মানি না এমসিএ-কে। উত্তেজিত কথোপকথনের সময় মুম্বই ইন্ডিয়ান্সের কিছু সাপোর্ট স্টাফও বিতর্কে জড়িয়ে পড়েন। দু’পক্ষে কার্যত ধাক্কাধাক্কি শুরু হয়। উত্তেজিত হয়ে পড়েন শাহরুখ। এমসিএ কর্তাদের অভিযোগ, এ সময় শাহরুখ কিছু অশ্লীল শব্দ প্রয়োগ করেছিলেন। আর তাঁর দেহরক্ষী দু’এক জনের গায়ে হাত তুলেছেন। কেকেআর শিবির বলছে, শাহরুখ যে শিশুদের নিয়ে গিয়েছিলেন তাদের ধাক্কা দেওয়া হয়। শিশুদের গায়ে হাত পড়তে কেকেআর মালিক উত্তেজিত হয়ে ওঠেন। কেকেআর সূত্রে এটাও বলা হচ্ছে যে, শাহরুখকে নিয়ে মাঠকর্মীরা অত্যন্ত প্ররোচনামূলক মন্তব্য করেছেন।
এমসিএ কর্তারা অবশ্য প্রচণ্ড রুষ্ট। রাতে আনন্দবাজারকে তাদের মুখপাত্র অনিল দেশপান্ডে বললেন, “শাহরুখের দেহরক্ষী আমাদের মেরেছে। শাহরুখ নিজেও মোটেও ভদ্রোচিত ব্যবহার করেননি। আমরা ওঁর বিরুদ্ধে মেরিন ড্রাইভ থানায় এফআইআর করব।” রাতে সংবাদসংস্থার খবর, এমসিএ কর্তৃপক্ষ শাহরুখকে আজীবন ওয়াংখেড়েতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমসিএ কোষাধ্যক্ষ রবি সাওয়ান্ত বলেছেন, “শাহরুখ এমসিএ কর্মীদের সঙ্গে অভদ্রতা করেছে। এমনকী আমাদের প্রেসিডেন্ট বিলাসরাও দেশমুখকেও গালাগালি দিয়েছে। ঠিক করেছি আর কখনও ওকে ওয়াংখেড়েতে ঢুকতে দেব না।” প্রশ্ন হল, এমসিএ প্রেসিডেন্ট বিলাসরাও দেশমুখের সঙ্গে শাহরুখের সম্পর্ক খুব ভাল। অতএব এমসিএ সদস্যরা যতই মাঝরাতে এফআইআর করতে চান, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট কি তাতে সায় দেবেন? এর উত্তর ভবিষ্যতের অপেক্ষায়। তবে নিশ্চিত হারের মুখ থেকে নাইটদের অসাধারণ প্রত্যাবর্তনে যেন খানিকটা চোনা ফেলে দিল শাহরুখ-বিতর্ক।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.