ভরা আদালত কক্ষ। মামলার শুনানি চলছে পুরোদমে। তার মধ্যে হঠাৎ হাই তুললেন এক আইনজীবী!
যিনি হাই তুলেছিলেন, তিনি কি তখন মনে মনে গাইছিলেন, ‘ভরা কোর্টরুম চত্বর, লাগছে না ভাল ধুত্তোর...?’ সেটা অবশ্য জানা যায়নি।
কিন্তু সেই ‘হাই’ নিয়ে বেধেছে মহা হইচই। বন্ধ হয়েছে আদালত! ‘হাই’ শুনে খেপে লাল বিচারক। জল এত দূর গড়িয়েছে যে ঝামেলা মেটাতে আজ, বুধবার বৈঠক ডেকেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ পটেল!
গত বুধবার ঘটনাটি ঘটেছে নিজাম প্যালেসে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট)-এ। মামলা চলাকালীন এক আইনজীবীর মুখনিঃসৃত ছোট্ট সেই ‘হাই’-এর সঙ্গে একটি আওয়াজও হয়। সহকর্মীর মুখ থেকে আচমকা সেই আওয়াজ শুনে হাসি চাপতে পারেননি উপস্থিত অন্য আইনজীবীরা। চটে যান বিচারক। এক আইনজীবীর কথায়, “সম্ভবত বিদ্রুপ করা হচ্ছে বলে ভুল বোঝেন বিচারক।”
ক্যাট-এ দু’টি কক্ষে বিভিন্ন মামলার শুনানি চলে। যে কক্ষে সে দিন এই ঘটনাটি ঘটেছে, সেখানে উপস্থিত ছিলেন বিচারপ্রার্থীরাও। আইনজীবীদের অভিযোগ, সে সবের তোয়াক্কা না করেই ঘটনার আকস্মিকতায় খেপে গিয়ে দুই বিচারকের এক জন সরাসরি আইনজীবীদের আক্রমণ করেন। হকচকিয়ে যান আইনজীবীরাও। আরও অভিযোগ, কড়া ভাষায় আইনজীবীদের সমালোচনা করেন ওই বিচারক। পরে আইনজীবীরা বার কাউন্সিলের বৈঠক ডেকে ওই বিচারকের এজলাস বয়কট করার সিদ্ধান্ত নেন। তার ফলে সোম এবং মঙ্গলবার ক্যাট-এর ওই কক্ষে কোনও শুনানি হয়নি। আইনজীবীরা জানান, ওই দু’দিনে মোট ১২০টি মামলার শুনানি হওয়ার কথা ছিল। |