নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার ধারে মিষ্টির দোকান ভেঙে ঢুকে পড়ায় মারা গেলেন এক যুবক। শনিবার ভোরে বালির বাদামতলায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম জগন্নাথ পাত্র (৪৫)। তাঁর বাড়ি হাওড়ার গাদিয়াড়ার চাউলিয়া গ্রামে। তিনি দোকানের একটি ঘরে শুয়েছিলেন। ওই ঘর ভেঙেই ঢুকে পড়ে পাথরকুচি বোঝাই দশ চাকার ট্রাকটি। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দোকানের ভিতরেই তিনি মারা যান। পুলিশ আরও জানিয়েছে, ট্রাকটি জি টি রোড ধরে হাওড়ার দিকে যাচ্ছিল। বাদামতলা বাস স্টপের সামনে ট্রাক চালক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকের চাকা ও দোকানের ভাঙা ইটের আঘাতে জগন্নাথবাবুর শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়।
|
দোকান ভেঙে ঢুকে পড়েছে ট্রাক। বালির বাদামতলায়। ছবি: রণজিৎ নন্দী |
এলাকার বাসিন্দা সুদীপ্ত ঘোষ বলেন, “প্রথমে ভেবেছিলাম দোকানের অন্য কর্মীরাও দুর্ঘটনার কবলে পড়েছেন। পরে জানা যায়, তাঁরা অন্য একটি ঘরে শুয়েছিলেন বলে বেঁচে গিয়েছেন।” পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে জগন্নাথকে মৃত অবস্থায় উদ্ধার করে। ট্রাকের চালক সাহেব খানকে পুলিশ গ্রেফতার করেছে।
এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, মিষ্টি তৈরির ঘরের দুটি দেওয়ালই ভেঙে গিয়েছে। দোকানে ধাক্কা মেরে রাস্তা থেকে প্রায় ৪০ ফুট ভিতরে ঢুকে গিয়েছে ট্রাকটি। দোকানের টালির ছাউনিও দুর্ঘটনার ফলে ভেঙে পড়েছে। ওই ঘর লাগোয়া অন্য দোকান ঘরেরও টালি ভাঙা। মিষ্টির দোকানের অন্য এক কারিগর অসীম পাণ্ডা বলেন, “পৌনে চারটের সময় ঘুম থেকে উঠে শৌচাগারে যাচ্ছিলাম। সেই সময় জগন্নাথকাকার সঙ্গে দেখা হয়েছিল। আমাকে ফের ঘুমিয়ে পড়তে বলে উনিও শুতে চলে যান। কিছু ক্ষণ পরে বিকট আওয়াজ শুনে উঠে দেখি দোকান ভাঙা। একটা ট্রাক ঢুকে পড়েছে। তার চাকার তলায় উনি পিষে গিয়েছেন।” দুর্ঘটনার জেরে এ দিন ভোর থেকে বেলা দশটা পর্যন্ত বালি, বেলুড় এলাকায় জি টি রোডে যানজট ছিল। |