অন্তরালবাসিনী সুচিত্রা সেনকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিজস্ব ঘেরাটোপের বাইরে এসে তিনি সেই সম্মান গ্রহণ করবেন কি না, তা নিয়ে নিশ্চিত নন মুখ্যমন্ত্রী। তিনি নিশ্চিত নন কিংবদন্তী সেতারশিল্পী পণ্ডিত রবিশঙ্করও ওই সম্মান গ্রহণ করতে আসতে পারবেন কি না তা নিয়েও। সুচিত্রার সঙ্গেই রবিশঙ্করকেও ওই সম্মানে ভূষিত করতে চান মুখ্যমন্ত্রী।
আগামী ২০ মে ওই সম্মান প্রদান অনুষ্ঠান হবে। ২০১১ সালের ২০ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শপথ নিয়েছিল। শুক্রবার মমতা জানিয়েছেন, এ বার থেকে প্রতি বছরের ওই দিনেই এই সম্মান প্রদান করা হবে।
কয়েক বছর আগে প্রিয়রঞ্জন দাশমুন্সি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী থাকাকালীন সুচিত্রাকে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন স্বেচ্ছা-অন্তরালে থাকা ‘নায়িকা’ তা নিতে রাজি হননি। মমতা এ দিন বলেন, “এ বার রবিশঙ্কর ও সুচিত্রা সেনকে বঙ্গবিভূষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অবশ্য ওঁরা যদি পুরস্কার গ্রহণ করেন।” ওই দুই শিল্পী ছাড়াও ‘বঙ্গবিভূষণে’র তালিকায় রয়েছেন হকি খেলোয়াড় লেসলি ক্লডিয়াস, নাট্যশিল্পী বিভাস চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শাঁওলি মিত্র, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি জয় গোস্বামী এবং সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তী প্রমুখ।
গত বছর মমতার সরকার এই সম্মান প্রদান চালু করে। সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী অমলাশঙ্কর, ফুটবল তারকা শৈলেন মান্না প্রমুখ সম্মানিত হন গত বার। এ বার প্রবীণদের পাশাপাশি নবীনদেরও সম্মানিত করতে ‘বঙ্গভূষণ’ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। |