টুকরো খবর
বিএসএফ-বিজিবি ভলিবল ম্যাচ
ছবি: পার্থসারথি নন্দী।
দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শান্তি, সহযোগিতার মনোভাব বজায় রাখার উদ্দেশ্যে বুধবার ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি-র মধ্যে আয়োজিত হল প্রীতি ভলিবল ম্যাচ। বনগাঁর হরিদাসপুর ক্যাম্পে বিজিবি-র খুলনা সেক্টরের সঙ্গে খেলা হল বিএসএফের কলকাতা সেক্টরের। চার সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ২৫-১১, ২৫-১৭, ১৯-২৫ ও ২৫-১৯ পয়েন্টে বিএসএফ জিতলেও সবকিছুকে ছাপিয়ে দু’দেশের বাহিনীর জওয়ানদের মধ্যে প্রীতির সম্পর্কই ফুটে উঠেছিল। ম্যাচ দেখতে হাজির ছিলেন দুই বাহিনীর পদস্থ কর্তারা। ছিলেন বনগাঁর এসডিপিও জয়ন্ত মুখোপাধ্যায়, বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন দত্ত, পঞ্চায়েত প্রধান পরিতোষ অধিকারী প্রমুখ। বিজিবি-র ৩৪ নম্বর ব্যাটালিয়নের কর্নেল রফিকুল ইসলাম বলেন, “এ ধরনের উদ্যোগ দুই দেশ বিশেষ করে দুই বাহিনীর মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতে সাহায্য করবে।” বিএসএফের ৩৬ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অনিলকুমার সিনহা বলেন, “দুই দেশের সীমান্তে শান্তি বজায় রাখা জরুরি। নিজেদের মধ্যে সহযোগিতা ও বিশ্বাসের দ্বারাই তা সম্ভব। ভলিবল খেলার মাধ্যমে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে।”

সুব্রতকে ডাকা হল না বাগানে
সেই জুটি। মোহনবাগান ফুটবল স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানে ক্লাব তাঁবুতে ওডাফা-ব্যারেটো। বুধবার। -নিজস্ব চিত্র
মোহনবাগান ফুটবল স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানে ডাকা হল না সুব্রত ভট্টাচার্যকে। ক্লাব তাঁবুতে ব্যারেটো, ওডাফা এমনকী বাগানের নাইজিরিয়ান ম্যানেজার বার্নার্ড উপস্থিত থাকলেও, সবুজ-মেরুন টিডি-র দেখা পাওয়া যায়নি। সুব্রত অনুষ্ঠানের কথা জানতেনই না। তিনি না থাকায় বাগানে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। তাঁকে যে রাখা হবে না, অনেকটাই স্পষ্ট। সুব্রত অবশ্য দল নিয়ে আজই নেপাল যাচ্ছেন। সচিব অঞ্জন মিত্র বললেন, “পরের মরসুমের জন্য চূড়ান্ত দল ঘোষণা ১৮ মে।” ওই দিনই টোলগেরও থাকার কথা মোহন-কর্তাদের সঙ্গে। কোচ ঘোষণাও হবে সে দিন।

সুব্রত পাল প্রয়াগেই
দু’বছর পুণেতে কাটিয়ে ফের কলকাতায় ফিরছেন সুব্রত পাল। দেশের এক নম্বর গোলকিপারের সঙ্গে বুধবার দু’বছরের চুক্তি হল প্রয়াগ ইউনাইটেডের। ক্লাব সূত্রের খবর, এক কোটি কুড়ি লাখ টাকা পাচ্ছেন সুব্রত। যা ভারতীয় গোলকিপারদের ক্ষেত্রে রেকর্ড। এ দিন চুক্তি সই করে সুব্রত বলেন, “প্রস্তাবটা ভাল বলেই চুক্তি করলাম। যা যা চেয়েছিলাম, সেগুলো পাচ্ছি বলেই ফিরছি।” জানা গিয়েছে, ভাল আর্থিক প্রস্তাব ছাড়াও সুব্রতর দাবি ছিল বিদেশে খেলার সুযোগ পেলে বা ট্রায়ালে ডাক পেলে তাঁকে ছেড়ে দিতে হবে। সেই শর্ত মেনে নিয়েছেন ইউনাইটেড কর্তারা। সুব্রত নিজেই বললেন, “ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলার চেষ্টা চালাচ্ছি। তবে চূড়ান্ত কিছু হয়নি।” ইস্টবেঙ্গল, মোহনবাগানের সঙ্গে পাল্লা দিয়ে এ বার দল গড়ছে ইউনাইটেড।

জিমন্যাস্টিক্সে সেরারা বাদ পড়লেন বাংলায়
রাজ্য জিমন্যাস্টিক্সে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে। বাংলা দল তৈরিতে রাজ্য পর্যায়ে সেরাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। জুনিয়র, সাবজুনিয়র জাতীয় জিমন্যাস্টিক্সে সিঁথি রাসবিহারী আদর্শ ব্যায়াম মন্দিরের তিন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে বাংলা দল থেকে। জিমন্যাস্টিক্সে দীর্ঘ দিন এক মুখই চালাচ্ছেন।

বাস্কেটবলে বর্ধমানের সাত
অনূর্ধ্ব ১৯ জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ দলে স্থান পেলেন বর্ধমানের সাত জন। সম্প্রতি কলকাতা রাজ্য বাস্কেটবল প্রতিযোগিতার পরে ওই সাত জনকে বেছে নিয়েছেন রাজ্য বাস্কেটবল কর্তারা। রাজ্যের ১৮ সদস্যের মেয়েদের দলে রয়েছেন বর্ধমানের দেবলীনা চক্রবর্তী, সুপর্ণা মাহাতো, প্রত্যুষা ঘোষ ও পূজা সাহানী। ছেলেদের দলে সুযোগ পেয়েছেন রাজ মুখোপাধ্যায়, পীতাম্বর বণিক, ও সৌরভ পাল। পুদুচেরিতে আগামী ২৩-২৯ মে হবে জাতীয় অনূর্ধ্ব ১৯ বাস্কেটবল। কলকাতার বাস্কেটবল সংস্থার মাঠে চলছে রাজ্য দলের অনুশীলন। চলবে ২২ মে পর্যন্ত।

অন্য খেলায়
আজ ১০ মে থেকে শুরু ক্যালকাটা ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশনের জেলার জুনিয়র ও সাবজুনিয়র সাঁতার। শেষ ১৩ মে। কলেজ স্কোয়ারে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.