কর্মীদের বদলের ডাক সূর্যকান্তের
নারায়ণগড়ে সিপিএমের পদযাত্রা, সভা
লের নেতা-কর্মীদের ‘পরিবর্তনে’র ডাক দিলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। দলের সব স্তরের নেতা-কর্মীর কাছে সূর্যবাবুর আহ্বান, “আমাদেরও পরিবর্তিত হতে হবে। মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে।”
‘পরিবর্তনে’র ঝড়ে রাজ্যে ক্ষমতার হাতবদল হলেও নিজের বিধানসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় কেন্দ্র জয় ধরে রাখতে সক্ষম হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী সূর্যবাবু। বিরোধী দলনেতা হিসাবে বুধবার প্রথম নিজের বিধানসভা কেন্দ্র নারায়ণগড়ে প্রথম প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে সামিল হলেন তিনি। সন্ত্রাসের প্রতিবাদ-সহ ১৭ দফা দাবিতে নারায়ণগড় থানা থেকে বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পদযাত্রা হল। তারপর মিলের মাঠে সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়াই বর্তমান সরকারের সমালোচনা করেন সূর্যবাবু। তাঁর অভিযোগ, “এই সরকার শুধু সিপিএম বা বামপন্থীদের উপর আক্রমণ নামিয়ে এনেছে তা নয়, এই সরকার গণতন্ত্রের উপর আক্রমণ করছে।”
— নিজস্ব চিত্র।
প্রসঙ্গক্রমে আসন্ন পুরভোটের আগে বিভিন্ন জায়গায় কংগ্রেস প্রার্থীদের উপর আক্রমণের কথা বলেন তিনি। বক্তব্যে উঠে আসে ক্রমবর্ধমান ধর্ষণ হচ্ছে, কলেজে কলেজে শিক্ষকদের উপর আক্রমণের প্রসঙ্গও। সূর্যবাবুর কথায়, “আগেও আক্রমণ নেমে এসেছিল। যত আক্রমণ হয়েছে তত বামপন্থীরা শক্তিশালী হয়েছে। দেখবেন, এবার যাঁরা আমাদের কাছ থেকে দুরে সরে গিয়ে পরিবর্তন দেখতে চেয়েছিলেন, তাঁরা আবার ফিরে আসবেন।”
এ দিনের সভায় মূল্যবৃদ্ধি নিয়েও সরব হন বিরোধী দলনেতা। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন সূর্যবাবু। তাঁর কথায়, “মূল্যবৃদ্ধি হলেই বলেন, ও তো কেন্দ্র করছে। আপনিও তো কেন্দ্রে মন্ত্রী ছিলেন। এখনও আপনাদের কেন্দ্রে সাতজন মন্ত্রী রয়েছেন। তবু মূল্যবৃদ্ধি নিয়ে কোন প্রতিবাদ করছেন না।” মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনের সফর নিয়েও কটাক্ষ করেন সূর্যবাবু। এ সবের প্রতিবাদ করতে এক কাট্টা হয়ে লড়াই করার আহ্বান জানান সূর্যবাবু। তাঁর কথায়, “এই তো লড়াই শুরু। এখন অনেক লড়াই লড়তে হবে।” এ দিনের পদযাত্রা ও সভায় হাজার ছয়েক মানুষের জমায়েত হয়েছিল। বহু জায়গায় দলীয় সমর্থকদের বাধা দেওয়া হয় বলে স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.