চটের ব্যাগের চাহিদা মেটাক রাজ্য, চান প্রণব
বিদেশ থেকে আমদানি না করে পশ্চিমবঙ্গ থেকেই চটের ব্যাগ কেনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাল তৃণমূল কংগ্রেস।
যথেষ্ট পরিমাণ গুদাম ও হিমঘরের অভাবে খাদ্যশস্যের মজুত সমস্যার পাশাপাশি চটের ব্যাগেরও অভাব দেখা দিয়েছে সারা দেশে। আজ সংসদে ফের এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। এই নিয়ে টানা তৃতীয় দিন। সমস্যা মেটাতে তিনি যে পশ্চিমবঙ্গের দিকেই তাকিয়ে রয়েছেন, আজ তা ফের জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। এই সময় যাতে কোনও ভাবেই চটকলগুলিতে উৎপাদন ব্যাহত না হয়, তা দেখার জন্য তিনি গতকালই রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন।
আজ তিনি ট্রেড ইউনিয়নের নেতাদেরও অনুরোধ জানিয়েছেন, যাতে কোনও কারণেই এই সময় ধর্মঘট ডাকা না হয়। গোটা বিষয়টি নিয়ে আজ কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী কে ভি টমাসের সঙ্গেও বৈঠক করেন প্রণব। তাঁর বক্তব্য, পাট আইনে চটের ব্যাগ না মিললে কিছু সময়ের জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।
খাদ্যশস্য মজুত করার চটের ব্যাগের ৮০ শতাংশই তৈরি হয় পশ্চিমবঙ্গের চটকলগুলিতে। কিন্তু রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হওয়ায় চটের ব্যাগের অভাব দেখা দিয়েছে। বিরোধীদের সমালোচনার মুখে আজ প্রণব লোকসভায় জানান, কেন্দ্রের অফিসারদেরও কলকাতায় পাঠানো হয়েছিল। রাজ্যে এখন প্রতি মাসে ২ লক্ষ ৫০ হাজার চটের ব্যাগ উৎপাদন হয়। অতিরিক্ত উৎপাদনের কথা বলা হয়েছে। সেই অনুযায়ী বাড়তি ২৫ হাজার ব্যাগ উৎপাদন হবে বলেও ঠিক হয়েছে। তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার দাবি জানান, রাজ্যে এখন ১২ লক্ষ বস্তার বরাত রয়েছে। এর জন্য ন্যূনতম সময় দিতে হবে। তাঁর দাবি, তাড়াহুড়ো করে বাইরে থেকে চটের ব্যাগ আমদানি করার প্রয়োজন নেই। তার বদলে রাজ্যের পাট শিল্পে কেন্দ্র সহযোগিতার হাত বাড়িয়ে দিক।
প্রণববাবু এ দিন জানান, চটের ব্যাগের চাহিদার সময়ই কিছু কিছু ট্রেড ইউনিয়ন ধর্মঘটে নেমে পড়ে। এতে প্রতিবাদ করে এআইটিইউসি-র সাধারণ সম্পাদক গুরুদাস দাশগুপ্ত বলেন, এইসময় শ্রমিকরা ধর্মঘটে যান না। কারণ বাড়তি উৎপাদন হলে তাঁদের বাড়তি আয় হয়। তাঁদের ট্রেড ইউনিয়ন ধমর্ঘট করবে না বলেও জানান তিনি। প্রণব পাল্টা বলেন, বাম জমানায় অনেক বার তাঁকেই রাজ্যের মন্ত্রীকে ফোন করে বলতে হয়েছে, যাতে এই মরসুমে মালিকদের উপর চাপ তৈরি করা না হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.