টুকরো খবর
লগ্নি ফেরাচ্ছে বিদেশি সংস্থা, টাকা পড়ল ৭২ পয়সা
ডলারের তুলনায় টাকার দাম বুধবার ৭২ পয়সা কমে এ যাবৎকালের মধ্যে নেমে এল সবচেয়ে নীচে। দিনের শেষে ১ ডলারের দাম দাঁড়ায় ৫৩.৮৪ টাকা। গত পাঁচ মাসের মধ্যে এটাই টাকার সর্বনিম্ন দর। টাকার পতন ঠেকাতে এক সময় রিজার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করে বলেও বাজার সূত্রের খবর। তবে তাতেও শেষরক্ষা হয়নি। ইউরোপীয় সঙ্কট আরও ঘোরালো হওয়ার আশঙ্কা এবং ভারতে বিদেশি সংস্থার উপর ভবিষ্যতে বাড়তি কর চাপার আতঙ্কেই এ দেশের বাজার থেকে লগ্নি তুলে নিতে থাকে বিদেশি আর্থিক সংস্থাগুলি। বিদেশি সংস্থাগুলি এ দিন বিক্রি করে ১,০০০ কোটি টাকার শেয়ার। তাদের তরফে ডলারের চাহিদা বেড়ে যাওয়াতেই পড়তে থাকে টাকার দাম। পাশাপাশি পড়ে যায় সেনসেক্সও। বাজার বন্ধের সময়ে সেনসেক্স নেমে যায় ১৬,৪৭৯.৫৮ পয়েন্টে। যা আগের দিনের তুলনায় প্রায় ৬৭ পয়েন্ট কম। মঙ্গলবারও তা পড়েছে প্রায় ৩৬৭ পয়েন্ট। এ দিন গ্রিস এবং ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতাই নতুন করে ইউরোপীয় সঙ্কট বাড়ার আশঙ্কায় ইন্ধন জোগায়। গ্রিসে রবিবারের নির্বাচনে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না-পাওয়ায় এই দেশটির আর্থিক ত্রাণ কর্মসূচিই রূপায়ণই অনিশ্চিত হয়ে পড়ল বলে সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত। পাশাপাশি, ফ্রান্সের প্রেসিডেন্টের মসনদ দীর্ঘ দিন বাদে বাম উদারপন্থী নেতা ফ্রাঁসোয়া ওলাঁদ-এর দখলে আসা ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। উন্নয়নের লক্ষ্যে তিনি ব্যয়সঙ্কোচ নীতি থেকে সরে আসার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন। এটাও বিদেশি সংস্থাগুলির ভারতের বাজার থেকে মুখ ফেরানোর অন্যতম কারণ।

নাসিকে মহীন্দ্রার কারখানায় আগুন, ব্যাহত উৎপাদন
বুধবার ভোরে নাসিকে মহীন্দ্রা কারখানার একাংশে আগুন লাগে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে নিরাপত্তার কারণে প্রথম ‘শিফট’ বন্ধ রাখা হয়। এর জেরে সেখানে প্রায় ২৫০টি গাড়ি কম তৈরি হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে মহীন্দ্রা। কর্তৃপক্ষের দাবি, তাঁরা সরকারি অগ্নিনির্বাপণ বিধি যথাযথ ভাবে মেনে চলেন। সংস্থা জানিয়েছে, কারখানার মধ্যেই যন্ত্রাংশ গুদামের একাংশে আগুন লাগে। সেখানে মূলত স্করপিও-র যন্ত্রাংশ ছিল। কারখানায় স্করপিও ছাড়া বোলেরো, জাইলো ও ভেরিটো গাড়ি তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনায় এ মাসে স্করপিও ও জাইলোর উৎপাদন ৭-৮% ব্যাহত হতে পারে। তবে, এ প্রসঙ্গে সংস্থা কোনও মন্তব্য করতে চায়নি। তবে এ রাজ্যে গাড়ি দু’টির জোগানে প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেই ধারণা সংস্থার পূর্বাঞ্চলীয় দফতরের। সংস্থা সূত্রে দাবি, ডিলারদের কাছে যথেষ্ট গাড়ি মজুত থাকায় গাড়ি দু’টির ‘ওয়েটিং পিরিয়ড’ নেই বললেই চলে।

ইন্দ্রা নুয়ি-র নতুন শিরোপা
মার্কিন মুলুকে ৫০০টি প্রথম সারির শিল্প সংস্থার মধ্যে ১৮টির শীর্ষ পদে রয়েছেন মহিলারা। আর তারই মধ্যে ঠাঁই পেয়েছেন পেপসিকো-র চিফ এগ্জিকিউটিভ ইন্দ্রা নুয়ি। বাণিজ্য পত্রিকা ফরচুন-এর সমীক্ষা অনুসারে ওই মহিলাদের মধ্যে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নুয়ি। মার্কিন কর্পোরেট দুনিয়ায় ব্যবসার পরিমাণের দিক থেকে পেপসিকো-র স্থান ৪১ তম। ফরচুনের দাবি, নুয়ি সাম্প্রতিক বছরে সংস্থার ব্যবসায়িক কৌশলে নানা পরিবর্তন এনেছেন। ঠান্ডা পানীয়ের সঙ্গেই তিনি বাড়তি নজর দিয়েছেন, স্বাস্থ্যকর স্ন্যাকস তৈরির দিকে। এটাই সংস্থার সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে ওঠে।

বাড়ছে দিল্লি বিমানবন্দর ব্যবহারের খরচ
আগামী মঙ্গলবারই বাড়ছে দিল্লি বিমানবন্দর থেকে যাত্রীদের যাতায়াতের খরচ। বিমানবন্দরের আর্থিক বিষয়গুলির নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এই বিমানবন্দর থেকে যাঁরা দেশের বা বিদেশের উড়ান ধরছেন অথবা যাঁরা এখানে এসে নামছেন বা যাঁদের মূল গন্তব্যে পৌঁছতে বিমানবন্দরটি হয়ে যেতে হচ্ছে, তাঁদেরও দিতে হবে বর্ধিত হারে ‘বিমানবন্দর ব্যবহারের খরচ’। যা এক লাফে ২০০ টাকারও বেশি বেড়ে প্রায় ১,০৬৮ টাকা পর্যন্ত হয়েছে। দূরত্বের হিসেবে অঙ্ক কম-বেশি হবে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সায় দিয়েছে কেন্দ্র ও ডিজিসিএ। এর ফলে যাত্রীদের খরচের চাপ বাড়বে এই যুক্তি দেখিয়ে বিষয়টিতে তীব্র আপত্তি জানিয়েছে বিমান সংস্থাগুলি।

গয়নার নয়া বিপণি
দমদম স্টেশনের কাছে তাদের প্রথম গয়নার বিপণি ‘ভার্চু’ খুলল ভিবজিওর গোল্ড। ভিবজিওর গোষ্ঠীর সংস্থাটির দাবি, ২,০০০ বর্গফুট নিয়ে তৈরি বিপণিতে মিলবে সোনা, রুপো, হিরের বিভিন্ন গয়না। সিঁথিতে সংস্থার নিজস্ব কারখানায় এগুলি তৈরি হবে।

নতুন নিয়োগ
সুমন চট্টোপাধ্যায় ভারতে এসসি জনসনের এমডি-র দায়িত্ব পেয়েছেন।
নীরজ জেটলি এইচসিএল ইনফো-র এন্টারপ্রাইজ সলিউশন সংক্রান্ত ব্যবসার প্রেসিডেন্ট হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.